Ajker Patrika

পাঞ্জাবে শিক্ষকদের বিক্ষোভে পুলিশের বাধা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১২: ০২
পাঞ্জাবে শিক্ষকদের বিক্ষোভে পুলিশের বাধা

ভারতের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর সমাবেশে বিক্ষোভকারী শিক্ষকদের বাধা দিয়েছে সেখানে কর্মরত পুলিশ। মুখ্যমন্ত্রীর সমাবেশস্থলে চাকরি না পাওয়া শিক্ষকেরা বিক্ষোভ জানাতে এলে তাঁদের বাধা দেয় পুলিশ। একটি ভিডিওতে শিক্ষকদের টেনে গাড়িতে তোলার দৃশ্যও দেখা যায়। 

ভিডিওতে দেখা যায়, স্লোগান দিতে থাকা শিক্ষকদের আটকানোর চেষ্টা করে পুলিশ। মুখ্যমন্ত্রী ও পাঞ্জাব সরকারকে নিন্দা করে স্লোগান বেজে উঠলে, পুলিশ বিক্ষোভকারীদের মুখ চেপে ধরে এবং মুখে কাপড় গুঁজে দেওয়ার চেষ্টা করে। 

রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার সময় পুলিশ এক নারীর পোশাক ধরে টেনে নিয়ে যায়। ওই নারীকে আরও কয়েকজন বিক্ষোভকারীর সঙ্গে একটি গাড়িতে ওঠানো হয়। তবু তিনি স্লোগান দিতে থাকেন। এরপর গাড়িটির জানালা বন্ধ করে তাদের নিয়ে চলে যায়। 

সমাবেশে বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর সমর্থকদের দ্বারা হেনস্তার শিকার হন। কিছু কিছু ক্ষেত্রে শারীরিক নির্যাতনও হয়েছে। 

ভিডিওতে দেখা যায়, তিনজন পুলিশ মিলে একজনকে মাটিতে চেপে ধরতে চেষ্টা করছে। তাঁর বুকে হাঁটু দিয়ে চাপ দিতেও দেখা যায়। ফুটেজের শেষে দেখা যায়, মুখ্যমন্ত্রী তাঁর ভাষণের জন্য প্রস্তুত হচ্ছেন। 

বিক্ষোভকারীদের হাত থেকে চরণজিৎ সিং চান্নিকে রক্ষা করার জন্য পাঞ্জাবের পুলিশের প্রচেষ্টা সমালোচনার মুখে এই প্রথম নয় বলেও জানা গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত