
ভারতের মহারাষ্ট্রের মুম্বাই-নাগপুর মহাসড়কে ভুল দিক থেকে একটি গাড়ি ঢুকে পড়ায় ভয়াবহ সংঘর্ষে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত চারজন। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, মুম্বাই থেকে ৪০০ কিলোমিটার দূরে মুম্বাই-নাগপুর জাতীয় মহাসড়কের—যা সমৃদ্ধি মহামার্গ বা সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে নামে পরিচিত—কদ্বনচি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল জালনা জেলায় অবস্থিত।
স্থানীয় সময় রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মূলত জ্বালানি নেওয়ার পর সুজুকি ব্র্যান্ডের একটি সুইফট ডিজায়ার গাড়ি ভুল দিক থেকে মহাসড়কে প্রবেশ করলে দ্রুতবেগে আসা মারুতির এরটিগা মডেলের একটি গাড়িকে ধাক্কা দেয়। এরটিগা গাড়িটি নাগপুর থেকে মুম্বাই যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে এরটিগা বাতাসে উড়ে হাইওয়ের পাশের ব্যারিকেডের ওপর গিয়ে পড়ে। এ সময় গাড়িটি থেকে যাত্রীরা বের হয়ে রাস্তায় পড়ে যায়। আর সুইফট ডিজায়ার গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়েছিল মারাত্মকভাবে। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় এবং তাদের রক্তাক্ত মরদেহ মহাসড়কে পড়ে থাকতে দেখা যায়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় সমৃদ্ধি হাইওয়ে পুলিশ ও জালনা থানার পুলিশ। গাড়িগুলো সরানোর জন্য একটি ক্রেন আনা হয় দ্রুতই। আহতদের চিকিৎসার জন্য জালনা জেলা হাসপাতালে পাঠানো হয়।
উল্লেখ্য, সমৃদ্ধি মহামার্গ মহারাষ্ট্রের আংশিক কার্যকর ছয় লেনবিশিষ্ট ৭০১ কিলোমিটার দীর্ঘ প্রবেশ নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে। এটি মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই ও রাজ্যের তৃতীয় বৃহত্তম শহর নাগপুরের সংযোগকারী সড়ক।

ভারতের মহারাষ্ট্রের মুম্বাই-নাগপুর মহাসড়কে ভুল দিক থেকে একটি গাড়ি ঢুকে পড়ায় ভয়াবহ সংঘর্ষে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত চারজন। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, মুম্বাই থেকে ৪০০ কিলোমিটার দূরে মুম্বাই-নাগপুর জাতীয় মহাসড়কের—যা সমৃদ্ধি মহামার্গ বা সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে নামে পরিচিত—কদ্বনচি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল জালনা জেলায় অবস্থিত।
স্থানীয় সময় রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মূলত জ্বালানি নেওয়ার পর সুজুকি ব্র্যান্ডের একটি সুইফট ডিজায়ার গাড়ি ভুল দিক থেকে মহাসড়কে প্রবেশ করলে দ্রুতবেগে আসা মারুতির এরটিগা মডেলের একটি গাড়িকে ধাক্কা দেয়। এরটিগা গাড়িটি নাগপুর থেকে মুম্বাই যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে এরটিগা বাতাসে উড়ে হাইওয়ের পাশের ব্যারিকেডের ওপর গিয়ে পড়ে। এ সময় গাড়িটি থেকে যাত্রীরা বের হয়ে রাস্তায় পড়ে যায়। আর সুইফট ডিজায়ার গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়েছিল মারাত্মকভাবে। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় এবং তাদের রক্তাক্ত মরদেহ মহাসড়কে পড়ে থাকতে দেখা যায়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় সমৃদ্ধি হাইওয়ে পুলিশ ও জালনা থানার পুলিশ। গাড়িগুলো সরানোর জন্য একটি ক্রেন আনা হয় দ্রুতই। আহতদের চিকিৎসার জন্য জালনা জেলা হাসপাতালে পাঠানো হয়।
উল্লেখ্য, সমৃদ্ধি মহামার্গ মহারাষ্ট্রের আংশিক কার্যকর ছয় লেনবিশিষ্ট ৭০১ কিলোমিটার দীর্ঘ প্রবেশ নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে। এটি মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই ও রাজ্যের তৃতীয় বৃহত্তম শহর নাগপুরের সংযোগকারী সড়ক।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৬ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৯ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৯ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
১০ ঘণ্টা আগে