
ভারতের মণিপুরে পুলিশের আট ঘণ্টার কমান্ডো অভিযানে ৪০ বিদ্রোহী নিহত হয়েছে। আজ রোববার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা যে রিপোর্ট পেয়েছি তাতে ৪০ জন বিদ্রোহী আইন শৃঙ্খলাবাহীনির গুলিতে নিহত হয়েছেন।’ খবর এনডিটিভি।
এন বীরেন সিং বলেন, ‘বিদ্রোহীরা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এম-১৬ এবং একে-৪৭ অ্যাসল্ট রাইফেল এবং স্নাইপার বন্দুক ব্যবহার করছে। তারা অনেক গ্রামে এসে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। আমরা সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সহায়তায় তাদের বিরুদ্ধে খুব শক্ত পদক্ষেপ নিতে শুরু করেছি। নিরাপত্তা বাহিনী আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালানোয় এসব সন্ত্রাসীর মৃত্যু হয়।’
সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার জন্য মণিপুর হাইকোর্টের সুপারিশকে কেন্দ্র করে ৩ মে থেকে সহিংসতা চলছে মণিপুরে।
সন্ত্রাসীরা নিরস্ত্র বেসামরিকদের উপর গুলি চালিয়েছে জানিয়ে বীরেন সিং বলেন, মণিপুরকে বিচ্ছিন্ন করার চেষ্টাকারী সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে কেন্দ্রের সহায়তায় রাজ্য সরকারের মধ্যে লড়াই চলছে ৷
সূত্র জানিয়েছে, আজ দুপুরে বিদ্রোহীরা একযোগে ইম্ফল উপত্যকায় এবং তার আশপাশের পাঁচটি এলাকায় আক্রমণ করেছে। এলাকাগুলো হলো সেকমাই, সুগনু, কুম্বি, ফায়েং এবং সেরু। আরও এলাকায় বন্দুকযুদ্ধ চলছে এবং রাস্তায় লাশ পড়ে থাকার খবর পাওয়া যাচ্ছে
আগামীকাল সোমবার মণিপুর সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি মেইতেই এবং কুকি উভয়কেই শান্ত ও শান্তি বজায় রাখার এবং স্বাভাবিক অবস্থা আনতে কাজ করার জন্য আবেদন করেছেন।
সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডেও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে গতকাল দুদিনের সফরে রাজ্যে গিয়েছিলেন।
৩ মে থেকে হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত ১১০ জনেরও বেশি প্রাণহানি ঘটেছে।

ভারতের মণিপুরে পুলিশের আট ঘণ্টার কমান্ডো অভিযানে ৪০ বিদ্রোহী নিহত হয়েছে। আজ রোববার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা যে রিপোর্ট পেয়েছি তাতে ৪০ জন বিদ্রোহী আইন শৃঙ্খলাবাহীনির গুলিতে নিহত হয়েছেন।’ খবর এনডিটিভি।
এন বীরেন সিং বলেন, ‘বিদ্রোহীরা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এম-১৬ এবং একে-৪৭ অ্যাসল্ট রাইফেল এবং স্নাইপার বন্দুক ব্যবহার করছে। তারা অনেক গ্রামে এসে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। আমরা সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সহায়তায় তাদের বিরুদ্ধে খুব শক্ত পদক্ষেপ নিতে শুরু করেছি। নিরাপত্তা বাহিনী আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালানোয় এসব সন্ত্রাসীর মৃত্যু হয়।’
সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার জন্য মণিপুর হাইকোর্টের সুপারিশকে কেন্দ্র করে ৩ মে থেকে সহিংসতা চলছে মণিপুরে।
সন্ত্রাসীরা নিরস্ত্র বেসামরিকদের উপর গুলি চালিয়েছে জানিয়ে বীরেন সিং বলেন, মণিপুরকে বিচ্ছিন্ন করার চেষ্টাকারী সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে কেন্দ্রের সহায়তায় রাজ্য সরকারের মধ্যে লড়াই চলছে ৷
সূত্র জানিয়েছে, আজ দুপুরে বিদ্রোহীরা একযোগে ইম্ফল উপত্যকায় এবং তার আশপাশের পাঁচটি এলাকায় আক্রমণ করেছে। এলাকাগুলো হলো সেকমাই, সুগনু, কুম্বি, ফায়েং এবং সেরু। আরও এলাকায় বন্দুকযুদ্ধ চলছে এবং রাস্তায় লাশ পড়ে থাকার খবর পাওয়া যাচ্ছে
আগামীকাল সোমবার মণিপুর সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি মেইতেই এবং কুকি উভয়কেই শান্ত ও শান্তি বজায় রাখার এবং স্বাভাবিক অবস্থা আনতে কাজ করার জন্য আবেদন করেছেন।
সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডেও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে গতকাল দুদিনের সফরে রাজ্যে গিয়েছিলেন।
৩ মে থেকে হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত ১১০ জনেরও বেশি প্রাণহানি ঘটেছে।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৪ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৬ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৬ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৭ ঘণ্টা আগে