
মুসলিমবিরোধী বক্তব্য দিয়ে উত্তেজনা সৃষ্টির অভিযোগে হিন্দুধর্মীয় নেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে উত্তরাখন্ড পুলিশ।
হিন্দুধর্মাবলম্বীদের পবিত্র শহর হরিদ্বারে ধর্মীয় কয়েকজন নেতার বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ১৭ থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে হওয়া ওই সভায় এই নেতারা মুসলিমদের বিষয়ে নানা বিদ্বেষমূলক বক্তব্য দেন। উসকানিমূলক এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয় ভারতজুড়ে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে গতকাল বৃহস্পতিবার ওই সভায় উপস্থিত নেতাদের বিরুদ্ধে একটি মামলা হয়। এ নিয়ে বিস্তারিত তদন্তে উত্তরাখন্ড পুলিশ নেমেছে বলে আজ শুক্রবার বিবিসির খবরে বলা হয়।
মামলা হতে এত দেরি হওয়ার কারণ হিসেবে উত্তরাখন্ড পুলিশ বলেছে, এ নিয়ে কেউ অভিযোগ দায়ের না করায় মামলা হয়নি। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। তবে মামলায় এক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। তিনি জিতেন্দ্র নারায়ণ তেয়াগি, যিনি মুসলমান থেকে হিন্দুধর্মে ধর্মান্তরিত হয়েছেন। তাঁর আগের নাম ওয়াসিম রিজভী। মামলায় জিতেন্দ্রসহ আরও কয়েকজন অজ্ঞাতনামার কথা উল্লেখ করা হয়েছে।
মামলায় অন্য কারও নাম উল্লেখ করা না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বেশ কয়েকজন পরিচিত নেতাকে দেখা গেছে, যাঁরা কেন্দ্রীয় মন্ত্রী বা বিজেপির শীর্ষ নেতাদের অনেকেরই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
ভারতের নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, ২০১৪ সালের পর থেকে মুসলমান ও অন্য সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে ভারতে বিদ্বেষমূলক প্রচার বেড়েছে। এটি শাসকগোষ্ঠীর প্রকাশ্য ও মৌন সমর্থনেই ঘটছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সেই সভায় প্রবোধানন্দ গিরিকে দেখা গেছে, যিনি বেশ কয়েকজন বিজেপি নেতার ঘনিষ্ঠ। উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামিকে তাঁর প্রতি ভক্তি দেখাতে দেখা গেছে। সভায় প্রবোধানন্দ গিরি নানা উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। কিন্তু এত সমালোচনার পরও তিনি তাঁর অবস্থানে অনড়। এনডিটিভিকে তিনি বলেন, তিনি পুলিশ বা অন্য কাউকে ভয় পান না।

মুসলিমবিরোধী বক্তব্য দিয়ে উত্তেজনা সৃষ্টির অভিযোগে হিন্দুধর্মীয় নেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে উত্তরাখন্ড পুলিশ।
হিন্দুধর্মাবলম্বীদের পবিত্র শহর হরিদ্বারে ধর্মীয় কয়েকজন নেতার বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ১৭ থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে হওয়া ওই সভায় এই নেতারা মুসলিমদের বিষয়ে নানা বিদ্বেষমূলক বক্তব্য দেন। উসকানিমূলক এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয় ভারতজুড়ে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে গতকাল বৃহস্পতিবার ওই সভায় উপস্থিত নেতাদের বিরুদ্ধে একটি মামলা হয়। এ নিয়ে বিস্তারিত তদন্তে উত্তরাখন্ড পুলিশ নেমেছে বলে আজ শুক্রবার বিবিসির খবরে বলা হয়।
মামলা হতে এত দেরি হওয়ার কারণ হিসেবে উত্তরাখন্ড পুলিশ বলেছে, এ নিয়ে কেউ অভিযোগ দায়ের না করায় মামলা হয়নি। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। তবে মামলায় এক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। তিনি জিতেন্দ্র নারায়ণ তেয়াগি, যিনি মুসলমান থেকে হিন্দুধর্মে ধর্মান্তরিত হয়েছেন। তাঁর আগের নাম ওয়াসিম রিজভী। মামলায় জিতেন্দ্রসহ আরও কয়েকজন অজ্ঞাতনামার কথা উল্লেখ করা হয়েছে।
মামলায় অন্য কারও নাম উল্লেখ করা না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বেশ কয়েকজন পরিচিত নেতাকে দেখা গেছে, যাঁরা কেন্দ্রীয় মন্ত্রী বা বিজেপির শীর্ষ নেতাদের অনেকেরই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
ভারতের নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, ২০১৪ সালের পর থেকে মুসলমান ও অন্য সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে ভারতে বিদ্বেষমূলক প্রচার বেড়েছে। এটি শাসকগোষ্ঠীর প্রকাশ্য ও মৌন সমর্থনেই ঘটছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সেই সভায় প্রবোধানন্দ গিরিকে দেখা গেছে, যিনি বেশ কয়েকজন বিজেপি নেতার ঘনিষ্ঠ। উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামিকে তাঁর প্রতি ভক্তি দেখাতে দেখা গেছে। সভায় প্রবোধানন্দ গিরি নানা উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। কিন্তু এত সমালোচনার পরও তিনি তাঁর অবস্থানে অনড়। এনডিটিভিকে তিনি বলেন, তিনি পুলিশ বা অন্য কাউকে ভয় পান না।

মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করতে হামাসের শীর্ষ নেতা ও গাজার অন্যান্য ফিলিস্তিনি সংগঠনের প্রতিনিধিরা মিসরের রাজধানী কায়রোতে অবস্থান করছেন। যুদ্ধবিরতি কার্যত টালমাটাল অবস্থায়। কারণ, ইসরায়েল একের পর এক তা লঙ্ঘন করছে এবং গাজায় গণহত্যামূলক
৩৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট–আইসিই এজেন্টরা একটি গাড়ি থেকে টেনে–হিঁচড়ে বের করে নেওয়ার সময় চিৎকার করতে থাকা যে নারীর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, তাঁকে শনাক্ত করা হয়েছে। তিনি একজন প্রযুক্তিবিদ, এলজিবিটি ও বর্ণবৈষম্যবিরোধী অধিকারকর্মী।
১ ঘণ্টা আগে
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এক মেডিকেল কলেজ বন্ধ করে দিয়েছে সরকার। মুসলিম শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় ডানপন্থী হিন্দু সংগঠনগুলোর টানা প্রতিবাদের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতের চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা কার্যক্রমের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)...
৩ ঘণ্টা আগে
চীনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা উন্মুক্ত সাইবারস্পেস থেকে উচ্চমূল্যের সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহে কোয়ান্টাম প্রযুক্তি ব্যবহার করছে। চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জানিয়েছে, কোয়ান্টামভিত্তিক ১০টির বেশি পরীক্ষামূলক সাইবার যুদ্ধ সরঞ্জাম বর্তমানে ‘উন্নয়নাধীন।’
৪ ঘণ্টা আগে