Ajker Patrika

পথের ধারে জীর্ণ বেশে ঘুরছেন সাবেক মুখ্যমন্ত্রীর শ্যালিকা

প্রতিনিধি, কলকাতা
পথের ধারে জীর্ণ বেশে ঘুরছেন সাবেক মুখ্যমন্ত্রীর শ্যালিকা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আপন শ্যালিকা ইরা বসু। সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি এখন পরিচিত মুখ। তাঁর ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক সময়ে তিনি ছিলেন বিজ্ঞানের শিক্ষক। অথচ এখন তিনি ভিখারির বেশে ঘুরে বেড়াচ্ছেন পথের ধারে। 

বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী ও ইরা বসুর বোন মীরা ভট্টাচার্য জানান, পথের ধারে বসে থাকা নারীই তাঁর আপন বোন। নিজের জেদেই তিনি রাস্তায় বসেছেন। তাঁকে লুম্বিনি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি থাকতে চাননি। ইরা বসু ফিরতে চান উত্তর ২৪ পরগনার খড়দহে। 

প্রিয়নাথ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ছিলেন ইরা বসুবর্তমানে ইরা বসু নিজের ইচ্ছাতেই পানিহাটিতে সিপিএমের সাবেক কাউন্সিলার সুদীপ রায় বাচ্চুর বাড়িতে রয়েছেন। বাচ্চু জানিয়েছেন, ইরা বসুর প্রাপ্য সরকারি সুযোগ-সুবিধা নিয়ে তাঁরা শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন। বাচ্চুর স্ত্রী শ্রাবণী মুখোপাধ্যায় বলেন, ইরা বসু অবসরকালীন ভাতা পান কিনা সে বিষয়ে তাঁদের কিছু জানা নেই। 

ইরা জানিয়েছেন, সল্টলেকে তাঁর নিজস্ব বাড়ি আছে। সেই বাড়িতে নাকি তিন বার ডাকাতিও হয়েছে। 

উল্লেখ্য, খড়দহ প্রিয়নাথ বালিকা বিদ্যালয়ে জীবনবিজ্ঞান পড়াতেন ইরা বসু। ২০০৯ সালে তিনি অবসর নেন।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত