
বিষাক্ত কালো ধোঁয়ায় ছেয়ে গেছে ভারতের কেরালা রাজ্যের কোচি শহরের আকাশ। স্থানীয় বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টে আগুন লাগলে এই ধোঁয়ার সৃষ্টি হয়।
বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, গত সপ্তাহে ব্রহ্মপুরম বর্জ্য প্ল্যান্টে আগুন লাগে। কয়েক দিন ধরে বর্জ্য প্ল্যান্টের আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। বর্জ্য প্ল্যান্টটি প্রতিদিন টন টন বর্জ্য প্রক্রিয়াজাত করে।
ঝুঁকি বিবেচনায় এলাকার বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে বাইরে বের হলে এন-৯৫ মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া শিশুদের স্কুল আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রোববার রাজ্য সরকার জানিয়েছিল, আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং শিগগির তা নিভে যাবে।
ভারতে প্রায়ই বড় বড় ময়লার ভাগাড়ে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। বেশির ভাগ ক্ষেত্রে বর্জ্য থেকে সৃষ্ট মিথেনের কারণে আগুন লাগে। তবে কী কারণে এই আগুনের সূত্রপাত, তা এখনো স্পষ্ট নয়। একজন দমকল কর্মী ভারতীয় গণমাধ্যম পিটিআইকে বলেন, প্লাস্টিকের স্তর বর্জ্যের নিচে উত্তপ্ত হয়ে উঠেছে। আগুনের ধোঁয়ার কারণে অনেক দমকল কর্মীর মধ্যে বমি বমি ভাব এবং মাথা ঘোরার লক্ষণ দেখা গেছে। বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে থেকে দমকল বাহিনীর বেশ কয়েকজন কর্মীর শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
এদিকে শহরটির পুলিশ আগুনের ঘটনার তদন্ত শুরু করেছে। বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের কারণে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ অধিদপ্তর স্থানীয় কর্তৃপক্ষকে ১ কোটি ৮০ লাখ রুপি জরিমানা করেছে।

বিষাক্ত কালো ধোঁয়ায় ছেয়ে গেছে ভারতের কেরালা রাজ্যের কোচি শহরের আকাশ। স্থানীয় বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টে আগুন লাগলে এই ধোঁয়ার সৃষ্টি হয়।
বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, গত সপ্তাহে ব্রহ্মপুরম বর্জ্য প্ল্যান্টে আগুন লাগে। কয়েক দিন ধরে বর্জ্য প্ল্যান্টের আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। বর্জ্য প্ল্যান্টটি প্রতিদিন টন টন বর্জ্য প্রক্রিয়াজাত করে।
ঝুঁকি বিবেচনায় এলাকার বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে বাইরে বের হলে এন-৯৫ মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া শিশুদের স্কুল আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রোববার রাজ্য সরকার জানিয়েছিল, আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং শিগগির তা নিভে যাবে।
ভারতে প্রায়ই বড় বড় ময়লার ভাগাড়ে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। বেশির ভাগ ক্ষেত্রে বর্জ্য থেকে সৃষ্ট মিথেনের কারণে আগুন লাগে। তবে কী কারণে এই আগুনের সূত্রপাত, তা এখনো স্পষ্ট নয়। একজন দমকল কর্মী ভারতীয় গণমাধ্যম পিটিআইকে বলেন, প্লাস্টিকের স্তর বর্জ্যের নিচে উত্তপ্ত হয়ে উঠেছে। আগুনের ধোঁয়ার কারণে অনেক দমকল কর্মীর মধ্যে বমি বমি ভাব এবং মাথা ঘোরার লক্ষণ দেখা গেছে। বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে থেকে দমকল বাহিনীর বেশ কয়েকজন কর্মীর শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
এদিকে শহরটির পুলিশ আগুনের ঘটনার তদন্ত শুরু করেছে। বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের কারণে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ অধিদপ্তর স্থানীয় কর্তৃপক্ষকে ১ কোটি ৮০ লাখ রুপি জরিমানা করেছে।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
৬ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
৭ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
৮ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
৮ ঘণ্টা আগে