
যুক্তরাষ্ট্রের সদ্যসমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে সম্মান জানিয়ে ভারতের বিভিন্ন শহরে নির্মাণ করা হচ্ছে আরও ৬টি ট্রাম্প টাওয়ার। ২০২৫ সাল পেরোনোর আগেই শেষ হবে এসব বহুতল ভবন বা টাওয়ারগুলোর নির্মাণকাজ।
ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সংস্থা ট্রাম্প অর্গানাইজেশন এবং এই সংস্থার ভারতীয় মিত্র ও অংশীদার ত্রিবেকা ডেভেলপার্সের উদ্যোগে মুম্বাই, পুনে, গুরুগাঁও, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং নয়ডায় নির্মাণ করা হবে টাওয়ারগুলো।
প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে ভারতের মুম্বাই, পুনে, গুরগাঁও ও কলকাতায় ৪টি ট্রাম্প টাওয়ার নির্মাণ করা হয়েছিল। সবগুলো টাওয়ারই আবাসিক বা আবাসন সংক্রান্ত। নতুন টাওয়ারগুলোও আবাসিক ভবন হিসেবে নির্মাণ করা হবে বলে জানা গেছে।
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের শীর্ষ রিয়েল এস্টেট ব্যবসায়ীদের মধ্যে অন্যতম। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে তার নামে বহুতল আবাসিক/অনাবাসিক ভবন রয়েছে। এসব ভবন নির্মাণ করেছে ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন। যুক্তরাষ্ট্রের পরে ভারতই প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র দেশ, যেখানে ট্রাম্পের নামে ভবন রয়েছে।
ভারতের ট্রাম্পের নামে প্রথম বহুতল ভবনটি নির্মিত হয়েছিল ২০১৪ সালে, ভারতের সবচেয়ে ধনী রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে। এই ভবনটির নির্মাতা প্রতিষ্ঠান ছিল ত্রিবেকা ডেভেলপার্স।
ত্রিবেকার প্রতিষ্ঠাতা ও মালিক কল্পেশ মেহতা হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘এই মুহূর্তে বিশ্বে সবচেয়ে দামি ও বিলাসী রিয়েল এস্টেট ব্র্যান্ডের নাম ট্রাম্প। আমাদের আগেকার চারটি প্রকল্পে আমরা এ ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে। তাই আমাদের আবাসিক ভবনগুলো ভারতের সবচেয়ে দামি ও বিলাসবহুল বহুতল আবাসিক ভবন হিসেবে এখনো পরিচিত। আমাদের আসন্ন প্রকল্পগুলোতেও এই ধারা আমরা অব্যাহত রাখব।’

যুক্তরাষ্ট্রের সদ্যসমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে সম্মান জানিয়ে ভারতের বিভিন্ন শহরে নির্মাণ করা হচ্ছে আরও ৬টি ট্রাম্প টাওয়ার। ২০২৫ সাল পেরোনোর আগেই শেষ হবে এসব বহুতল ভবন বা টাওয়ারগুলোর নির্মাণকাজ।
ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সংস্থা ট্রাম্প অর্গানাইজেশন এবং এই সংস্থার ভারতীয় মিত্র ও অংশীদার ত্রিবেকা ডেভেলপার্সের উদ্যোগে মুম্বাই, পুনে, গুরুগাঁও, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং নয়ডায় নির্মাণ করা হবে টাওয়ারগুলো।
প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে ভারতের মুম্বাই, পুনে, গুরগাঁও ও কলকাতায় ৪টি ট্রাম্প টাওয়ার নির্মাণ করা হয়েছিল। সবগুলো টাওয়ারই আবাসিক বা আবাসন সংক্রান্ত। নতুন টাওয়ারগুলোও আবাসিক ভবন হিসেবে নির্মাণ করা হবে বলে জানা গেছে।
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের শীর্ষ রিয়েল এস্টেট ব্যবসায়ীদের মধ্যে অন্যতম। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে তার নামে বহুতল আবাসিক/অনাবাসিক ভবন রয়েছে। এসব ভবন নির্মাণ করেছে ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন। যুক্তরাষ্ট্রের পরে ভারতই প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র দেশ, যেখানে ট্রাম্পের নামে ভবন রয়েছে।
ভারতের ট্রাম্পের নামে প্রথম বহুতল ভবনটি নির্মিত হয়েছিল ২০১৪ সালে, ভারতের সবচেয়ে ধনী রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে। এই ভবনটির নির্মাতা প্রতিষ্ঠান ছিল ত্রিবেকা ডেভেলপার্স।
ত্রিবেকার প্রতিষ্ঠাতা ও মালিক কল্পেশ মেহতা হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘এই মুহূর্তে বিশ্বে সবচেয়ে দামি ও বিলাসী রিয়েল এস্টেট ব্র্যান্ডের নাম ট্রাম্প। আমাদের আগেকার চারটি প্রকল্পে আমরা এ ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে। তাই আমাদের আবাসিক ভবনগুলো ভারতের সবচেয়ে দামি ও বিলাসবহুল বহুতল আবাসিক ভবন হিসেবে এখনো পরিচিত। আমাদের আসন্ন প্রকল্পগুলোতেও এই ধারা আমরা অব্যাহত রাখব।’

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৫ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৫ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৬ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
৭ ঘণ্টা আগে