Ajker Patrika

ভারতে নির্মিত হচ্ছে আরও ৬ ট্রাম্প টাওয়ার

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ২৩: ৪৯
ভারতে নির্মিত হচ্ছে আরও ৬ ট্রাম্প টাওয়ার
ভারতের মুম্বাইয়ে নির্মিত ট্রাম্প টাওয়ার। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সদ্যসমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে সম্মান জানিয়ে ভারতের বিভিন্ন শহরে নির্মাণ করা হচ্ছে আরও ৬টি ট্রাম্প টাওয়ার। ২০২৫ সাল পেরোনোর আগেই শেষ হবে এসব বহুতল ভবন বা টাওয়ারগুলোর নির্মাণকাজ।

ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সংস্থা ট্রাম্প অর্গানাইজেশন এবং এই সংস্থার ভারতীয় মিত্র ও অংশীদার ত্রিবেকা ডেভেলপার্সের উদ্যোগে মুম্বাই, পুনে, গুরুগাঁও, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং নয়ডায় নির্মাণ করা হবে টাওয়ারগুলো।

প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে ভারতের মুম্বাই, পুনে, গুরগাঁও ও কলকাতায় ৪টি ট্রাম্প টাওয়ার নির্মাণ করা হয়েছিল। সবগুলো টাওয়ারই আবাসিক বা আবাসন সংক্রান্ত। নতুন টাওয়ারগুলোও আবাসিক ভবন হিসেবে নির্মাণ করা হবে বলে জানা গেছে।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের শীর্ষ রিয়েল এস্টেট ব্যবসায়ীদের মধ্যে অন্যতম। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে তার নামে বহুতল আবাসিক/অনাবাসিক ভবন রয়েছে। এসব ভবন নির্মাণ করেছে ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন। যুক্তরাষ্ট্রের পরে ভারতই প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র দেশ, যেখানে ট্রাম্পের নামে ভবন রয়েছে।

ভারতের ট্রাম্পের নামে প্রথম বহুতল ভবনটি নির্মিত হয়েছিল ২০১৪ সালে, ভারতের সবচেয়ে ধনী রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে। এই ভবনটির নির্মাতা প্রতিষ্ঠান ছিল ত্রিবেকা ডেভেলপার্স।

ত্রিবেকার প্রতিষ্ঠাতা ও মালিক কল্পেশ মেহতা হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘এই মুহূর্তে বিশ্বে সবচেয়ে দামি ও বিলাসী রিয়েল এস্টেট ব্র্যান্ডের নাম ট্রাম্প। আমাদের আগেকার চারটি প্রকল্পে আমরা এ ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে। তাই আমাদের আবাসিক ভবনগুলো ভারতের সবচেয়ে দামি ও বিলাসবহুল বহুতল আবাসিক ভবন হিসেবে এখনো পরিচিত। আমাদের আসন্ন প্রকল্পগুলোতেও এই ধারা আমরা অব্যাহত রাখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত