
ভূমধ্যসাগরে ইতালির উপকূলের কাছাকাছি দুটি নৌকা ডুবে অন্তত ১১ জন নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে আরও অন্তত ৫১ জনকে। উদ্ধারকৃতদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশিও আছেন। এ ছাড়া এ দুর্ঘটনায় আরও ৬৪ জন নিখোঁজ রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ইতালিয়ান কোস্ট গার্ড, জাতিসংঘের সংস্থা ও জার্মান একটি দাতব্য সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
জার্মান দাতব্য সংস্থা রেসকিউশিপ জানিয়েছে, তারা ডুবে যাওয়ার হাত থেকে অন্তত ৫১ জনকে উদ্ধার করেছে। নাদির নামে একটি উদ্ধারকারী জাহাজ পরিচালনাকারী গোষ্ঠী জানিয়েছে, কাঠের তৈরি একটি নৌকা ডুবে যাওয়ার সময় এই লোকদের উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে দুজন অজ্ঞান ছিল। এ ছাড়া, নৌকাটির নিচের ডেকে আবদ্ধ অবস্থায় আরও ১০ জনের মরদেহ উদ্ধার করেছে তারা।
রেসকিউশিপ জানিয়েছে, উদ্ধারকৃতদের ইতালির কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে গতকাল সোমবার সকালে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এক যৌথ বিবৃতিতে বলেছে, জার্মান দাতব্য সংস্থা যাদের উদ্ধার করেছে তাঁরা সিরিয়া, মিসর, পাকিস্তান ও বাংলাদেশি নাগরিক।
জাতিসংঘের সংস্থাগুলো জানিয়েছে, অপর নৌকাডুবিটি ঘটেছে ইতালির ক্যালিব্রিয়া অঞ্চলের সমুদ্রসীমায়। নৌকাটি আট দিন আগে তুরস্কের উপকূল থেকে রওনা হয়েছিল। একপর্যায়ে নৌকাটিতে আগুন ধরে গিয়ে তা উল্টে যায়। এই নৌকাডুবির ঘটনায় অন্তত ৬৪ জন নিখোঁজ হয়েছে। এ ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে ইতালির রোসেল্লা শহরে নেওয়া হয়েছে।
গত মার্চে প্রকাশিত আইওএমের মিসিং মাইগ্রেন্টস প্রজেক্টের প্রতিবেদন অনুসারে, উত্তর আফ্রিকা থেকে দক্ষিণ ইউরোপে পৌঁছানোর চেষ্টা করার সময় গত এক দশকে ভূমধ্যসাগরে ২৭ হাজারের বেশি মানুষ মারা গেছে। ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বেশির ভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে লিবিয়ার উপকূলে। তবে সাম্প্রতিক সময়ে আইওএম তিউনিসিয়ার উপকূলেও নৌকাডুবির সংখ্যার ব্যাপক বৃদ্ধি রেকর্ড করেছে। ২০২৩ সালে তিউনিসিয়ার উপকূলে কমপক্ষে ৭২৯ জন মারা গেছে, যা আগের বছরের তুলনায় ৪৬২ জন বেশি।

ভূমধ্যসাগরে ইতালির উপকূলের কাছাকাছি দুটি নৌকা ডুবে অন্তত ১১ জন নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে আরও অন্তত ৫১ জনকে। উদ্ধারকৃতদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশিও আছেন। এ ছাড়া এ দুর্ঘটনায় আরও ৬৪ জন নিখোঁজ রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ইতালিয়ান কোস্ট গার্ড, জাতিসংঘের সংস্থা ও জার্মান একটি দাতব্য সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
জার্মান দাতব্য সংস্থা রেসকিউশিপ জানিয়েছে, তারা ডুবে যাওয়ার হাত থেকে অন্তত ৫১ জনকে উদ্ধার করেছে। নাদির নামে একটি উদ্ধারকারী জাহাজ পরিচালনাকারী গোষ্ঠী জানিয়েছে, কাঠের তৈরি একটি নৌকা ডুবে যাওয়ার সময় এই লোকদের উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে দুজন অজ্ঞান ছিল। এ ছাড়া, নৌকাটির নিচের ডেকে আবদ্ধ অবস্থায় আরও ১০ জনের মরদেহ উদ্ধার করেছে তারা।
রেসকিউশিপ জানিয়েছে, উদ্ধারকৃতদের ইতালির কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে গতকাল সোমবার সকালে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এক যৌথ বিবৃতিতে বলেছে, জার্মান দাতব্য সংস্থা যাদের উদ্ধার করেছে তাঁরা সিরিয়া, মিসর, পাকিস্তান ও বাংলাদেশি নাগরিক।
জাতিসংঘের সংস্থাগুলো জানিয়েছে, অপর নৌকাডুবিটি ঘটেছে ইতালির ক্যালিব্রিয়া অঞ্চলের সমুদ্রসীমায়। নৌকাটি আট দিন আগে তুরস্কের উপকূল থেকে রওনা হয়েছিল। একপর্যায়ে নৌকাটিতে আগুন ধরে গিয়ে তা উল্টে যায়। এই নৌকাডুবির ঘটনায় অন্তত ৬৪ জন নিখোঁজ হয়েছে। এ ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে ইতালির রোসেল্লা শহরে নেওয়া হয়েছে।
গত মার্চে প্রকাশিত আইওএমের মিসিং মাইগ্রেন্টস প্রজেক্টের প্রতিবেদন অনুসারে, উত্তর আফ্রিকা থেকে দক্ষিণ ইউরোপে পৌঁছানোর চেষ্টা করার সময় গত এক দশকে ভূমধ্যসাগরে ২৭ হাজারের বেশি মানুষ মারা গেছে। ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বেশির ভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে লিবিয়ার উপকূলে। তবে সাম্প্রতিক সময়ে আইওএম তিউনিসিয়ার উপকূলেও নৌকাডুবির সংখ্যার ব্যাপক বৃদ্ধি রেকর্ড করেছে। ২০২৩ সালে তিউনিসিয়ার উপকূলে কমপক্ষে ৭২৯ জন মারা গেছে, যা আগের বছরের তুলনায় ৪৬২ জন বেশি।

ইরানজুড়ে চলা বিক্ষোভ আজ রোববার তৃতীয় সপ্তাহে পা রেখেছে। রাজধানী তেহরান এবং দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদসহ বিভিন্ন প্রান্তের রাজপথ এখন বিক্ষোভকারীদের দখলে। মানবাধিকার কর্মীদের দাবি, এই দুই সপ্তাহের সহিংসতায় এ পর্যন্ত অন্তত ১১৬ জন প্রাণ হারিয়েছেন।
২ ঘণ্টা আগে
নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না—এমন মন্তব্য করেছেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকি। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বর্তমান সরকারের ওপর রাজনৈতিক দল ও তরুণ প্রজন্মের ক্রমাগত চাপের কঠোর সমালোচনা করেন
২ ঘণ্টা আগে
রাজনৈতিক ক্ষেত্রে নমনীয়তা মানেই আদর্শের সঙ্গে আপস নয় বলে মন্তব্য করেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে। তিনি আরও বলেন, মহারাষ্ট্রকে শক্তিশালী রাখার স্বার্থে প্রয়োজন হলে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও সমর্থন করতে প্রস্তুত।
৩ ঘণ্টা আগে
ইরানে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারে—এমন সম্ভাবনায় ইসরায়েল সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।
৩ ঘণ্টা আগে