
জগিংয়ের সময় পড়ে গিয়ে আঘাত পেয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। এক চোখে কালো পট্টি পরা ছবি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে পোস্ট করে জার্মান চ্যান্সেলর মজা করে লিখেছেন, ‘যেমনটি দেখা যাচ্ছে, অবস্থা তার চেয়েও খারাপ। আমাকে নিয়ে কী কী মিম হয় তা দেখার অপেক্ষায় আছি।’ শলৎজের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে কৌতুক ও হাস্যরস। ‘জলদস্যু ওলাফ’ অভিধাও দিচ্ছেন কেউ কেউ।
বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বার্লিনের কাছে ওলাফ শলৎজের বাড়ি পটসড্যামের পাশে গত শনিবার এ দুর্ঘটনা ঘটে। আহত হওয়ায় তিনি রোববার আঞ্চলিক নির্বাচনী ইভেন্টগুলো বাতিল করেছেন। আগামী কয়েক দিনে বেশ কিছু বক্তৃতা দেওয়াসহ অন্যান্য কাজে তাঁর অংশ নেওয়ার কথা।
বিবিসি বলছে, জার্মান চ্যান্সেলরের এই আঘাত তেমন গুরুতর নয়। তবে ছবিতে তার চোখের চারপাশে, নাকে ও চিবুকে ক্ষত দেখা গেছে।
চ্যান্সেলরের মুখপাত্র জানান, ভালো মেজাজেই ছিলেন ওলাফ শলৎজ। তবে তাঁকে কিছুটা বিধ্বস্ত লাগছিল। সামনের দিনগুলোতে নতুন চেহারার সঙ্গে সবাই যাতে অভ্যস্ত হতে পারেন, সে জন্য শলৎজ ছবিটি প্রকাশ করেছেন।
ওলাফ শলৎজের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে কৌতুক ও হাস্যরস। জার্মানির কোলন শহরে অনুষ্ঠিত হয় বার্ষিক উৎসব। সামনের বছর সেখানে ‘জলদস্যু ওলাফ’-এর বেশে হাজির হবেন বলে কৌতুক করেছেন অনেক নেটিজেন। চোখে পট্টির কারণেই এই নামকরণ হয়েছে ওলাফ শলৎজের।
সামাজিক যোগাযোগমাধ্যমে ওলাফ শলৎজের নতুন চেহারার ব্যাপারে ইতিবাচক মন্তব্যই বেশি চোখে পড়েছে। জলদস্যুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ এই চেহারা নেটিজেনরা পছন্দ করেছে বলেই ধারণা করা হচ্ছে। জার্মানদের কাছে ওলাফ শলৎজের যোগাযোগের দক্ষতা বরাবরই প্রশ্নবিদ্ধ। আর এমন এক নেতাকে এক চোখে পট্টি পরিহিত ছবি পোস্ট করতে দেখে জার্মানরা হয়তো কিছুটা বিস্মিত, কিছুটা আনন্দিত।

জগিংয়ের সময় পড়ে গিয়ে আঘাত পেয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। এক চোখে কালো পট্টি পরা ছবি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে পোস্ট করে জার্মান চ্যান্সেলর মজা করে লিখেছেন, ‘যেমনটি দেখা যাচ্ছে, অবস্থা তার চেয়েও খারাপ। আমাকে নিয়ে কী কী মিম হয় তা দেখার অপেক্ষায় আছি।’ শলৎজের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে কৌতুক ও হাস্যরস। ‘জলদস্যু ওলাফ’ অভিধাও দিচ্ছেন কেউ কেউ।
বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বার্লিনের কাছে ওলাফ শলৎজের বাড়ি পটসড্যামের পাশে গত শনিবার এ দুর্ঘটনা ঘটে। আহত হওয়ায় তিনি রোববার আঞ্চলিক নির্বাচনী ইভেন্টগুলো বাতিল করেছেন। আগামী কয়েক দিনে বেশ কিছু বক্তৃতা দেওয়াসহ অন্যান্য কাজে তাঁর অংশ নেওয়ার কথা।
বিবিসি বলছে, জার্মান চ্যান্সেলরের এই আঘাত তেমন গুরুতর নয়। তবে ছবিতে তার চোখের চারপাশে, নাকে ও চিবুকে ক্ষত দেখা গেছে।
চ্যান্সেলরের মুখপাত্র জানান, ভালো মেজাজেই ছিলেন ওলাফ শলৎজ। তবে তাঁকে কিছুটা বিধ্বস্ত লাগছিল। সামনের দিনগুলোতে নতুন চেহারার সঙ্গে সবাই যাতে অভ্যস্ত হতে পারেন, সে জন্য শলৎজ ছবিটি প্রকাশ করেছেন।
ওলাফ শলৎজের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে কৌতুক ও হাস্যরস। জার্মানির কোলন শহরে অনুষ্ঠিত হয় বার্ষিক উৎসব। সামনের বছর সেখানে ‘জলদস্যু ওলাফ’-এর বেশে হাজির হবেন বলে কৌতুক করেছেন অনেক নেটিজেন। চোখে পট্টির কারণেই এই নামকরণ হয়েছে ওলাফ শলৎজের।
সামাজিক যোগাযোগমাধ্যমে ওলাফ শলৎজের নতুন চেহারার ব্যাপারে ইতিবাচক মন্তব্যই বেশি চোখে পড়েছে। জলদস্যুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ এই চেহারা নেটিজেনরা পছন্দ করেছে বলেই ধারণা করা হচ্ছে। জার্মানদের কাছে ওলাফ শলৎজের যোগাযোগের দক্ষতা বরাবরই প্রশ্নবিদ্ধ। আর এমন এক নেতাকে এক চোখে পট্টি পরিহিত ছবি পোস্ট করতে দেখে জার্মানরা হয়তো কিছুটা বিস্মিত, কিছুটা আনন্দিত।

এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
৩১ মিনিট আগে
কানাডা ও চীন বৈদ্যুতিক যান (ইভি) এবং ক্যানোলা (সরিষার মতো তেলবীজ) পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। আজ শুক্রবার চীন সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ কথা জানিয়েছেন। দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে