Ajker Patrika

ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষক হত্যা: সন্দেহভাজন আরেক ব্যক্তি গ্রেপ্তার 

ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষক হত্যা: সন্দেহভাজন আরেক ব্যক্তি গ্রেপ্তার 

দক্ষিণ-পূর্ব লন্ডনে সাবিনা নেসা নামে ২৮ বছর বয়সী এক ব্রিটিশ-বাংলাদেশি স্কুলশিক্ষককে হত্যার ঘটনায় সন্দেহভাজন আরেক ব্যক্তিকে আটক করেছে যুক্তরাজ্য পুলিশ। স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে ৩৮ বছর বয়সী ওই ব্যক্তিকে ইস্ট সাসেক্স থেকে গ্রেপ্তার করা হয়। 

ব্রিটিশ নিরাপত্তা সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ডের পক্ষ থেকে বলা হয়, এই গ্রেপ্তারের কারণে মামলাটির উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। 

মামলার অগ্রগতির বিষয়ে নেসার পরিবারকে এরই মধ্যে জানানো হয়েছে বলে ব্রিটিশ পুলিশ জানিয়েছে। 

সাবিনা দক্ষিণ-পূর্ব লন্ডনের লুইশামে থাকতেন। প্রায় এক বছর ধরে তিনি ক্যাটফোর্ডের রুশে গ্রিন প্রাইমারি স্কুলের শিক্ষকতা করছিলেন।

গত ১৭ সেপ্টেম্বর বাড়ি থেকে পাঁচ মিনিট দূরত্বের একটি পাবে হেঁটে যাওয়ার সময় সাবিনাকে হত্যা করা হয়। লন্ডন পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পরদিন সকালে একটি পার্কে তাঁর মরদেহ পাওয়া গেছে। 

গত সপ্তাহে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতে সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত