
নরওয়ের রাজধানী অসলোর দক্ষিণ–পশ্চিম পাশে অবস্থিত কংসবার্গ শহরে এক ব্যক্তির তীর–ধনুকের হামলায় পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তীর–ধনুকের হামলা সন্ত্রাসবাদ বলে মনে হচ্ছে বলে উল্লেখ করেছে নরওয়ের সিকিউরিটি সার্ভিস। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ৩৭ বছর বয়সী ওই ব্যক্তির নাম অ্যান্ডারসেন ব্র্যাথেন। তিনি ডেনমার্কের নাগরিক। তিনি ইসলামে ধর্মান্তরিত হয়েছিলেন। ধারণা করা হচ্ছে তিনি কট্টরপন্থী। ঠিক কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে সেটি এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে নরওয়ের পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্র্যাথেনকে শুক্রবার আদালতে হাজির করা হবে।
একজন আইনজীবী নরওয়ের সংবাদমাধ্যমকে বলেছেন, 'সন্দেহভাজন ব্যক্তি মানসিক রোগে ভুগছিলেন কিনা বিষয়টি মনোরোগ বিশেষজ্ঞদের দ্বারা দেখা হবে।'
এক সংবাদ সম্মেলনে নরওয়ের সিকিউরিটি সার্ভিসের প্রধান হ্যান্স সেভার সজোভোল্ড বলেছেন, 'সন্দেহভাজন ওই ব্যক্তি কিছু সময়ের জন্য মানসিক ভারসাম্য হারিয়েছিলেন।'
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, হামলাকারী একটি সুপার মার্কেটে হামলা চালায়। এ সময় মার্কেটে থাকা লোকেরা ভেতরে অবস্থান নেয়।
নরওয়ের বিচার মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানিয়েছে, বিচারমন্ত্রী মনিকা মেল্যান্ডকে এ ব্যাপারে জানানো হয়েছে। এ ছাড়া এই পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, নরওয়েতে ২০১১ সালে উগ্র ডানপন্থী অ্যান্ডার্স বেহরিং ব্রেইভিকের হাতে ৭৭ জন নিহতের ঘটনার পর এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা।

নরওয়ের রাজধানী অসলোর দক্ষিণ–পশ্চিম পাশে অবস্থিত কংসবার্গ শহরে এক ব্যক্তির তীর–ধনুকের হামলায় পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তীর–ধনুকের হামলা সন্ত্রাসবাদ বলে মনে হচ্ছে বলে উল্লেখ করেছে নরওয়ের সিকিউরিটি সার্ভিস। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ৩৭ বছর বয়সী ওই ব্যক্তির নাম অ্যান্ডারসেন ব্র্যাথেন। তিনি ডেনমার্কের নাগরিক। তিনি ইসলামে ধর্মান্তরিত হয়েছিলেন। ধারণা করা হচ্ছে তিনি কট্টরপন্থী। ঠিক কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে সেটি এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে নরওয়ের পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্র্যাথেনকে শুক্রবার আদালতে হাজির করা হবে।
একজন আইনজীবী নরওয়ের সংবাদমাধ্যমকে বলেছেন, 'সন্দেহভাজন ব্যক্তি মানসিক রোগে ভুগছিলেন কিনা বিষয়টি মনোরোগ বিশেষজ্ঞদের দ্বারা দেখা হবে।'
এক সংবাদ সম্মেলনে নরওয়ের সিকিউরিটি সার্ভিসের প্রধান হ্যান্স সেভার সজোভোল্ড বলেছেন, 'সন্দেহভাজন ওই ব্যক্তি কিছু সময়ের জন্য মানসিক ভারসাম্য হারিয়েছিলেন।'
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, হামলাকারী একটি সুপার মার্কেটে হামলা চালায়। এ সময় মার্কেটে থাকা লোকেরা ভেতরে অবস্থান নেয়।
নরওয়ের বিচার মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানিয়েছে, বিচারমন্ত্রী মনিকা মেল্যান্ডকে এ ব্যাপারে জানানো হয়েছে। এ ছাড়া এই পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, নরওয়েতে ২০১১ সালে উগ্র ডানপন্থী অ্যান্ডার্স বেহরিং ব্রেইভিকের হাতে ৭৭ জন নিহতের ঘটনার পর এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা।

ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিহারের বিধায়ক নীতিন নবীন। এর আগে, তিনি বিজেপির ভারপ্রাপ্ত জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সময় গতকাল সোমবার নীতিন নতুন জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন।
৩৮ মিনিট আগে
ভারতের কর্ণাটক রাজ্যের পুলিশ ডিরেক্টর জেনারেল (সিভিল রাইটস এনফোর্সমেন্ট–ডিজিপি) রামচন্দ্র রাওকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের সঙ্গে তাঁর আপত্তিকর অবস্থার একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
যুদ্ধ-পরবর্তী গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির পাশাপাশি বৈশ্বিক সংঘাত নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস বা শান্তি পরিষদে’ যোগ দেওয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সুরক্ষিত এলাকায় চীনা মালিকানাধীন রেস্তোরাঁয় বিস্ফোরণে এক চীনা নাগরিক ও ছয় আফগান নিহত হয়েছেন। এই ঘটনায় এক শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
২ ঘণ্টা আগে