
নরওয়ের রাজধানী অসলোর দক্ষিণ–পশ্চিম পাশে অবস্থিত কংসবার্গ শহরে এক ব্যক্তির তীর–ধনুকের হামলায় পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তীর–ধনুকের হামলা সন্ত্রাসবাদ বলে মনে হচ্ছে বলে উল্লেখ করেছে নরওয়ের সিকিউরিটি সার্ভিস। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ৩৭ বছর বয়সী ওই ব্যক্তির নাম অ্যান্ডারসেন ব্র্যাথেন। তিনি ডেনমার্কের নাগরিক। তিনি ইসলামে ধর্মান্তরিত হয়েছিলেন। ধারণা করা হচ্ছে তিনি কট্টরপন্থী। ঠিক কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে সেটি এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে নরওয়ের পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্র্যাথেনকে শুক্রবার আদালতে হাজির করা হবে।
একজন আইনজীবী নরওয়ের সংবাদমাধ্যমকে বলেছেন, 'সন্দেহভাজন ব্যক্তি মানসিক রোগে ভুগছিলেন কিনা বিষয়টি মনোরোগ বিশেষজ্ঞদের দ্বারা দেখা হবে।'
এক সংবাদ সম্মেলনে নরওয়ের সিকিউরিটি সার্ভিসের প্রধান হ্যান্স সেভার সজোভোল্ড বলেছেন, 'সন্দেহভাজন ওই ব্যক্তি কিছু সময়ের জন্য মানসিক ভারসাম্য হারিয়েছিলেন।'
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, হামলাকারী একটি সুপার মার্কেটে হামলা চালায়। এ সময় মার্কেটে থাকা লোকেরা ভেতরে অবস্থান নেয়।
নরওয়ের বিচার মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানিয়েছে, বিচারমন্ত্রী মনিকা মেল্যান্ডকে এ ব্যাপারে জানানো হয়েছে। এ ছাড়া এই পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, নরওয়েতে ২০১১ সালে উগ্র ডানপন্থী অ্যান্ডার্স বেহরিং ব্রেইভিকের হাতে ৭৭ জন নিহতের ঘটনার পর এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা।

নরওয়ের রাজধানী অসলোর দক্ষিণ–পশ্চিম পাশে অবস্থিত কংসবার্গ শহরে এক ব্যক্তির তীর–ধনুকের হামলায় পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তীর–ধনুকের হামলা সন্ত্রাসবাদ বলে মনে হচ্ছে বলে উল্লেখ করেছে নরওয়ের সিকিউরিটি সার্ভিস। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ৩৭ বছর বয়সী ওই ব্যক্তির নাম অ্যান্ডারসেন ব্র্যাথেন। তিনি ডেনমার্কের নাগরিক। তিনি ইসলামে ধর্মান্তরিত হয়েছিলেন। ধারণা করা হচ্ছে তিনি কট্টরপন্থী। ঠিক কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে সেটি এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে নরওয়ের পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্র্যাথেনকে শুক্রবার আদালতে হাজির করা হবে।
একজন আইনজীবী নরওয়ের সংবাদমাধ্যমকে বলেছেন, 'সন্দেহভাজন ব্যক্তি মানসিক রোগে ভুগছিলেন কিনা বিষয়টি মনোরোগ বিশেষজ্ঞদের দ্বারা দেখা হবে।'
এক সংবাদ সম্মেলনে নরওয়ের সিকিউরিটি সার্ভিসের প্রধান হ্যান্স সেভার সজোভোল্ড বলেছেন, 'সন্দেহভাজন ওই ব্যক্তি কিছু সময়ের জন্য মানসিক ভারসাম্য হারিয়েছিলেন।'
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, হামলাকারী একটি সুপার মার্কেটে হামলা চালায়। এ সময় মার্কেটে থাকা লোকেরা ভেতরে অবস্থান নেয়।
নরওয়ের বিচার মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানিয়েছে, বিচারমন্ত্রী মনিকা মেল্যান্ডকে এ ব্যাপারে জানানো হয়েছে। এ ছাড়া এই পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, নরওয়েতে ২০১১ সালে উগ্র ডানপন্থী অ্যান্ডার্স বেহরিং ব্রেইভিকের হাতে ৭৭ জন নিহতের ঘটনার পর এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা।

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দেখানো হয়েছে—এমন একটি উইকিপিডিয়া পাতার স্ক্রিনশট শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই ছবি শেয়ার করেন।
৫ মিনিট আগে
জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৪ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৫ ঘণ্টা আগে