
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শত্রুরা গায়ের জোরে বিভিন্ন শহর, শহরের কেন্দ্রে, বেসামরিক স্থাপনা ও মানুষের বাড়ি–ঘর লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইউক্রেনের ক্রিবিরি শহরে রুশ মিসাইল হামলায় একজন নিহত হওয়ার প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। স্থানীয় সময় আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলেনস্কি বলেন, ‘এসব সন্ত্রাসী হামলায় আমরা ভয় পাই না, আমাদের দমিয়ে রাখা যাবে না।’
এ দিকে সম্প্রতি ওই হামলায় একজন নিহত হলেও অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে ইউক্রেন সরকারের এক কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
এপির প্রতিবেদনে বলা হয়, ক্রিবিরি শহরটি জেলেনস্কির জন্মস্থান। দ্নেপ্রাপেত্রোভ্স্ক অঞ্চলের শহর এটি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার এই শহর লক্ষ্য করে খুব কম হামলা হয়েছে।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেঙ্কো বলেন, ২টি মিসাইল একটি ভবনের চতুর্থ ও নবম তলার মাঝামাঝি আঘাত হানে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আরেকটি মিসাইল একটি বিশ্ববিদ্যালয় ভবনে আঘাত হানে।
ইউক্রেনে পুরোদমে হামলা শুরুর পর থেকে ক্ষেপণাস্ত্র, আর্টিলারি ও ড্রোন ব্যবহার করে আসছে রাশিয়া। তাদের বিমান হামলায় বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। যদিও রুশ কর্মকর্তারা জোর দিয়ে বলেন, তাদের লক্ষ্যবস্তু শুধু সামরিক স্থাপনা।
এ দিকে এই যুদ্ধকে রুশ সীমানার গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইউক্রেন। মস্কোর যত কাছাকাছি সম্ভব লক্ষ্যবস্তুতে হামলার জন্য ড্রোন ব্যবহার করছে ইউক্রেনীয় সেনারা। সর্বশেষ স্থানীয় সময় গতকাল রোববার ক্রেমলিন থেকে কয়েক কিলোমিটার দূরে ২টি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে তারা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শত্রুরা গায়ের জোরে বিভিন্ন শহর, শহরের কেন্দ্রে, বেসামরিক স্থাপনা ও মানুষের বাড়ি–ঘর লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইউক্রেনের ক্রিবিরি শহরে রুশ মিসাইল হামলায় একজন নিহত হওয়ার প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। স্থানীয় সময় আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলেনস্কি বলেন, ‘এসব সন্ত্রাসী হামলায় আমরা ভয় পাই না, আমাদের দমিয়ে রাখা যাবে না।’
এ দিকে সম্প্রতি ওই হামলায় একজন নিহত হলেও অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে ইউক্রেন সরকারের এক কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
এপির প্রতিবেদনে বলা হয়, ক্রিবিরি শহরটি জেলেনস্কির জন্মস্থান। দ্নেপ্রাপেত্রোভ্স্ক অঞ্চলের শহর এটি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার এই শহর লক্ষ্য করে খুব কম হামলা হয়েছে।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেঙ্কো বলেন, ২টি মিসাইল একটি ভবনের চতুর্থ ও নবম তলার মাঝামাঝি আঘাত হানে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আরেকটি মিসাইল একটি বিশ্ববিদ্যালয় ভবনে আঘাত হানে।
ইউক্রেনে পুরোদমে হামলা শুরুর পর থেকে ক্ষেপণাস্ত্র, আর্টিলারি ও ড্রোন ব্যবহার করে আসছে রাশিয়া। তাদের বিমান হামলায় বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। যদিও রুশ কর্মকর্তারা জোর দিয়ে বলেন, তাদের লক্ষ্যবস্তু শুধু সামরিক স্থাপনা।
এ দিকে এই যুদ্ধকে রুশ সীমানার গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইউক্রেন। মস্কোর যত কাছাকাছি সম্ভব লক্ষ্যবস্তুতে হামলার জন্য ড্রোন ব্যবহার করছে ইউক্রেনীয় সেনারা। সর্বশেষ স্থানীয় সময় গতকাল রোববার ক্রেমলিন থেকে কয়েক কিলোমিটার দূরে ২টি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে তারা।

সৌদি আরবের শ্রমবাজারে স্থানীয় নাগরিকদের অংশীদারত্ব বাড়াতে এবং বেকারত্ব হ্রাসে বড় ধরনের এক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিপণন ও বিক্রয় সংক্রান্ত ১৮টি বিশেষ পেশায় এখন থেকে অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করেছে।
৩ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার দাবির বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের যে হুমকি তিনি দিয়েছেন, তা তিনি ‘শতভাগ’ বাস্তবায়ন করবেন। গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের পক্ষে ইউরোপীয় মিত্ররা একযোগে অবস্থান নিয়েছে।
১৪ মিনিট আগে
কানাডা ও যুক্তরাষ্ট্রের একটি যৌথ সামরিক কমান্ড নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) জানিয়েছে, শিগগির তাদের বিমান যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে পৌঁছাবে। গতকাল সোমবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এসব কার্যক্রম আগে থেকেই পরিকল্পিত ছিল।
৩ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দৃঢ়ভাবে বলেছেন যে, তুরস্ক ও কাতারের কোনো সেনাকে তিনি গাজায় পা রাখতে দেবেন না। এর কয়েক দিন আগেই হোয়াইট হাউস ঘোষণা দেয়, গাজার যুদ্ধ-পরবর্তী শাসনব্যবস্থা তদারকির জন্য গঠিত একটি গুরুত্বপূর্ণ কমিটিতে এই দুই দেশের কর্মকর্তারা থাকবেন।
৪ ঘণ্টা আগে