
পূর্ব ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত শহর বাখমুতে ভারী কামান ও বিমান হামলা বাড়িয়েছে রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার (১৮ এপ্রিল) ইউক্রেনের স্থলবাহিনীর শীর্ষ কমান্ডার জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি এ কথা বলেছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, গত কয়েক মাস ধরে ইউক্রেনে চলমান যুদ্ধের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে বাখমুত ও আশপাশের এলাকা।
জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি এক বিবৃতিতে বলেন, বর্তমানে শত্রুপক্ষ ভারী কামান ও বিমান হামলার সংখ্যা বাড়াচ্ছে, বাখমুতকে ধ্বংসস্তূপে পরিণত করছে। রাশিয়া যেকোনো মূল্যে বাখমুত দখল করতে চাইলেও শহরটি নিয়ন্ত্রণে নিতে রুশ সেনাদের বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বলে জানান তিনি।
তবে রয়টার্সের পক্ষ থেকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইউক্রেনের দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। অন্যদিকে রাশিয়ার দাবি, বাখমুতে রুশ বাহিনী অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনীয় বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর আগে বাখমুতে প্রায় ৭০ হাজার মানুষের বসবাস ছিল। শীতকালজুড়ে রাশিয়ার আক্রমণের প্রধান লক্ষ্য ছিল শহরটি। গত কয়েক মাস ধরে শহরটি দখলের লড়াই পদাতিক স্থলযুদ্ধে পরিণত হয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে আর দেখা যায়নি।
বাখমুত দখল করতে পারলে রাশিয়ার সেনারা পূর্ব ইউক্রেনের দনেৎস্ক অঞ্চলের দিকে অগ্রসর হতে পারবে। এখান থেকে তাঁরা ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্ক শহরে হামলা চালাতে পারবে।
অভিযানের নেতৃত্বে থাকা রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন কিছুদিন আগে দাবি করেছেন, তাদের সেনারা বাখমুতের ৮০ শতাংশের বেশি ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন।

পূর্ব ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত শহর বাখমুতে ভারী কামান ও বিমান হামলা বাড়িয়েছে রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার (১৮ এপ্রিল) ইউক্রেনের স্থলবাহিনীর শীর্ষ কমান্ডার জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি এ কথা বলেছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, গত কয়েক মাস ধরে ইউক্রেনে চলমান যুদ্ধের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে বাখমুত ও আশপাশের এলাকা।
জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি এক বিবৃতিতে বলেন, বর্তমানে শত্রুপক্ষ ভারী কামান ও বিমান হামলার সংখ্যা বাড়াচ্ছে, বাখমুতকে ধ্বংসস্তূপে পরিণত করছে। রাশিয়া যেকোনো মূল্যে বাখমুত দখল করতে চাইলেও শহরটি নিয়ন্ত্রণে নিতে রুশ সেনাদের বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বলে জানান তিনি।
তবে রয়টার্সের পক্ষ থেকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইউক্রেনের দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। অন্যদিকে রাশিয়ার দাবি, বাখমুতে রুশ বাহিনী অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনীয় বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর আগে বাখমুতে প্রায় ৭০ হাজার মানুষের বসবাস ছিল। শীতকালজুড়ে রাশিয়ার আক্রমণের প্রধান লক্ষ্য ছিল শহরটি। গত কয়েক মাস ধরে শহরটি দখলের লড়াই পদাতিক স্থলযুদ্ধে পরিণত হয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে আর দেখা যায়নি।
বাখমুত দখল করতে পারলে রাশিয়ার সেনারা পূর্ব ইউক্রেনের দনেৎস্ক অঞ্চলের দিকে অগ্রসর হতে পারবে। এখান থেকে তাঁরা ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্ক শহরে হামলা চালাতে পারবে।
অভিযানের নেতৃত্বে থাকা রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন কিছুদিন আগে দাবি করেছেন, তাদের সেনারা বাখমুতের ৮০ শতাংশের বেশি ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন।

ভারতের কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে। সূত্র জানিয়েছে, বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
১৫ মিনিট আগে
হাসান আলী প্রশ্ন করেন—কেন তাঁর বাবাকে দুই দেশের মধ্যে এভাবে ছোড়াছুড়ি করা হচ্ছে। তিনি বলেন, ‘আমার দেশ আমার বাবাকে বাংলাদেশি বলে ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশ তাঁকে দুইবার ফেরত পাঠিয়েছে। তাহলে আমাদের দেশ কোনটা? আমাদের দেশ আছে কি?’
২ ঘণ্টা আগে
লোহিত সাগর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করেছে সোমালিয়া সরকার। গতকাল সোমবার মোগাদিসু সরকার এই ঘোষণা দিয়ে পারস্য উপসাগরীয় দেশটিকে তাদের সামরিক ঘাঁটি ও প্রধান বন্দর অবকাঠামো থেকে বহিষ্কার করেছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানে সামরিক হামলার হুমকি দেওয়া অব্যাহত রেখেছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মুখে ইরানি সরকার যখন ক্রমবর্ধমান চাপের মুখে, তখন প্রশাসন জানিয়েছে যে সম্ভাব্য বিভিন্ন বিকল্পের মধ্যে ‘বিমান হামলা’ অন্যতম।
৩ ঘণ্টা আগে