
রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ভারতের ভূমিকার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের মিত্র ও সহযোগী দেশগুলোর মধ্যে ভারত ব্যতিক্রম। ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে দেশটির অবস্থান নড়বড়ে।’
ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল সোমবার সামরিক জোট ন্যাটো, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এবং কোয়াড জোটের দেশ জাপান ও অস্ট্রেলিয়ার ভূমিকার প্রশংসা করেন বাইডেন। তিনি বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এসব দেশ পুরোপুরি ঐক্যবদ্ধ। রাশিয়ার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞায় অংশ নিয়েছে তারা। কিন্তু ভারত তা করেনি।’
কোয়াড জোটে চারটি দেশ আছে—যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত। এর মধ্যে ভারত একমাত্র দেশ, যারা রাশিয়া থেকে এখনো তেল কিনছে বলে দাবি করা হচ্ছে। এমনকি রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে ভোটও দেয়নি দেশটি।
ওয়াশিংটনে মার্কিন ব্যবসা খাতের নেতাদের বৈঠকে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘জাপান ও অস্ট্রেলিয়ার প্রতিক্রিয়া খুবই কঠোর। তারা প্রেসিডেন্ট পুতিনের আগ্রাসনের তীব্র বিরোধিতা করেছে। শুধু ভারত ব্যতিক্রম ও নড়বড়ে।’
বাইডেন আরও বলেন, ‘পুতিন ভেবেছিলেন, তিনি ন্যাটোকে ভেঙে দিতে পারবেন, কিন্তু তা হয়নি। ন্যাটোকে অতীতে কখনো এতটা ঐক্যবদ্ধ ও শক্তিশালী দেখা যায়নি।’
ইউক্রেনে রাশিয়ার হামলার বিরুদ্ধে যখন আন্তর্জাতিক মহলের একটা বড় অংশ সরব, তখন ভারত অনেকটা নিশ্চুপ। পরোক্ষভাবে তাদের পুরোনো বন্ধুর পাশেই দাঁড়িয়েছে বলা যায়। সংঘাত শুরুর পর থেকে জাতিসংঘে একবারও রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি ভারত।

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ভারতের ভূমিকার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের মিত্র ও সহযোগী দেশগুলোর মধ্যে ভারত ব্যতিক্রম। ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে দেশটির অবস্থান নড়বড়ে।’
ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল সোমবার সামরিক জোট ন্যাটো, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এবং কোয়াড জোটের দেশ জাপান ও অস্ট্রেলিয়ার ভূমিকার প্রশংসা করেন বাইডেন। তিনি বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এসব দেশ পুরোপুরি ঐক্যবদ্ধ। রাশিয়ার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞায় অংশ নিয়েছে তারা। কিন্তু ভারত তা করেনি।’
কোয়াড জোটে চারটি দেশ আছে—যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত। এর মধ্যে ভারত একমাত্র দেশ, যারা রাশিয়া থেকে এখনো তেল কিনছে বলে দাবি করা হচ্ছে। এমনকি রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে ভোটও দেয়নি দেশটি।
ওয়াশিংটনে মার্কিন ব্যবসা খাতের নেতাদের বৈঠকে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘জাপান ও অস্ট্রেলিয়ার প্রতিক্রিয়া খুবই কঠোর। তারা প্রেসিডেন্ট পুতিনের আগ্রাসনের তীব্র বিরোধিতা করেছে। শুধু ভারত ব্যতিক্রম ও নড়বড়ে।’
বাইডেন আরও বলেন, ‘পুতিন ভেবেছিলেন, তিনি ন্যাটোকে ভেঙে দিতে পারবেন, কিন্তু তা হয়নি। ন্যাটোকে অতীতে কখনো এতটা ঐক্যবদ্ধ ও শক্তিশালী দেখা যায়নি।’
ইউক্রেনে রাশিয়ার হামলার বিরুদ্ধে যখন আন্তর্জাতিক মহলের একটা বড় অংশ সরব, তখন ভারত অনেকটা নিশ্চুপ। পরোক্ষভাবে তাদের পুরোনো বন্ধুর পাশেই দাঁড়িয়েছে বলা যায়। সংঘাত শুরুর পর থেকে জাতিসংঘে একবারও রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি ভারত।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
৬ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
১০ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
১০ ঘণ্টা আগে