
রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণার পর নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন নারীদের উদ্দেশে বলেছেন, নেতৃত্ব যেন মাতৃত্বের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে খেয়াল রাখবেন। গত বুধবার পার্লামেন্টে দেওয়া তাঁর সমাপনী ভাষণে তিনি নারীদের প্রতি এই আহ্বান জানিয়েছেন।
৪২ বছর বয়সী জেসিন্ডা ওয়েলিংটনে পার্লামেন্টে দেওয়া ভাষণে বলেন, ‘আমি একজন সেরা মা হতে পারতাম। আপনারাও তা হতে পারেন এবং এখানে (পার্লামেন্টে) থাকতে পারেন।’
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, একজন সহানুভূতিশীল নারী ও দৃঢ় নেতৃত্বের জন্য বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছেন জেসিন্ডা আর্ডার্ন। এ বছরের জানুয়ারিতে তিনি প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। তবে তাঁর পাঁচ বছরের শাসনামলে একজন ‘ক্রাইসিস ম্যানেজার’ হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
জেসিন্ডার প্রধানমন্ত্রিত্বের সময় ২০১৯ সালে নিউজিল্যান্ডের দুটি মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছিল। সেই হামলায় নিহত হয়েছিলেনে ৫১ জন মুসল্লি। পরের বছর একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ২২ জন মারা যায়। এ ছাড়া করোনা মহামারি তো ছিলই। এসব সংকট তিনি দক্ষতার সঙ্গে সামলেছেন।
২০১৮ সালে নিজ কার্যালয়ে সন্তান জন্ম দিয়ে বিশ্বব্যাপী আলোচিত হয়েছিলেন জেসিন্ডা। বিশ্বনেতাদের মধ্যে এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিজ কার্যালয়ে সন্তান জন্ম দিয়েছিলেন।
জেসিন্ডা তাঁর বক্তৃতায় নিজের গর্ভধারণের সময়ের কঠিন পথচলার কথা অকপটে বলেছেন। তিনি জানান, মানসিক চাপসহ আরও অন্যান্য জটিলতার কারণে তাঁকে ৩৭ বছর বয়সে মা হতে নিষেধ করা হয়েছিল।
জেসিন্ডা বলেন, ‘লেবার পার্টির নেতা হওয়ার পর আমার একবার ব্যর্থ গর্ভধারণের অভিজ্ঞতা হয়েছিল। আমি ভেবেছিলাম, আর কোনো দিন মা হতে পারব না। কয়েক মাস পর জানলাম, আমি আবার অন্তঃসত্ত্বা! তখন আমি কতটা বিস্মিত হয়েছিলাম একবার কল্পনা করুন। আমার তখনকার মানসিক অবস্থা একবার ভাবুন।’
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, মাত্র ১৭ বছর বয়সে ১৯৯৯ সালে রাজনীতিতে নেমেছিলেন জেসিন্ডা আর্ডার্ন। তিনি ২০১৭ সালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হন। বিদায়ী ভাষণে জেসিন্ডা তাঁর উত্তরসূরিদের উদ্দেশে বলেন, আপনাকে আরও সদয় ও সংবেদনশীল হতে হবে। আপনাকে কখনো মা হতে হবে, কখনো নির্বোধ হতে হবে। আপনি শুধুই ক্ষমতায় থাকতে পারবেন না কিংবা শুধুই নেতৃত্বে থাকতে পারবেন না।

রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণার পর নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন নারীদের উদ্দেশে বলেছেন, নেতৃত্ব যেন মাতৃত্বের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে খেয়াল রাখবেন। গত বুধবার পার্লামেন্টে দেওয়া তাঁর সমাপনী ভাষণে তিনি নারীদের প্রতি এই আহ্বান জানিয়েছেন।
৪২ বছর বয়সী জেসিন্ডা ওয়েলিংটনে পার্লামেন্টে দেওয়া ভাষণে বলেন, ‘আমি একজন সেরা মা হতে পারতাম। আপনারাও তা হতে পারেন এবং এখানে (পার্লামেন্টে) থাকতে পারেন।’
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, একজন সহানুভূতিশীল নারী ও দৃঢ় নেতৃত্বের জন্য বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছেন জেসিন্ডা আর্ডার্ন। এ বছরের জানুয়ারিতে তিনি প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। তবে তাঁর পাঁচ বছরের শাসনামলে একজন ‘ক্রাইসিস ম্যানেজার’ হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
জেসিন্ডার প্রধানমন্ত্রিত্বের সময় ২০১৯ সালে নিউজিল্যান্ডের দুটি মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছিল। সেই হামলায় নিহত হয়েছিলেনে ৫১ জন মুসল্লি। পরের বছর একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ২২ জন মারা যায়। এ ছাড়া করোনা মহামারি তো ছিলই। এসব সংকট তিনি দক্ষতার সঙ্গে সামলেছেন।
২০১৮ সালে নিজ কার্যালয়ে সন্তান জন্ম দিয়ে বিশ্বব্যাপী আলোচিত হয়েছিলেন জেসিন্ডা। বিশ্বনেতাদের মধ্যে এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিজ কার্যালয়ে সন্তান জন্ম দিয়েছিলেন।
জেসিন্ডা তাঁর বক্তৃতায় নিজের গর্ভধারণের সময়ের কঠিন পথচলার কথা অকপটে বলেছেন। তিনি জানান, মানসিক চাপসহ আরও অন্যান্য জটিলতার কারণে তাঁকে ৩৭ বছর বয়সে মা হতে নিষেধ করা হয়েছিল।
জেসিন্ডা বলেন, ‘লেবার পার্টির নেতা হওয়ার পর আমার একবার ব্যর্থ গর্ভধারণের অভিজ্ঞতা হয়েছিল। আমি ভেবেছিলাম, আর কোনো দিন মা হতে পারব না। কয়েক মাস পর জানলাম, আমি আবার অন্তঃসত্ত্বা! তখন আমি কতটা বিস্মিত হয়েছিলাম একবার কল্পনা করুন। আমার তখনকার মানসিক অবস্থা একবার ভাবুন।’
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, মাত্র ১৭ বছর বয়সে ১৯৯৯ সালে রাজনীতিতে নেমেছিলেন জেসিন্ডা আর্ডার্ন। তিনি ২০১৭ সালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হন। বিদায়ী ভাষণে জেসিন্ডা তাঁর উত্তরসূরিদের উদ্দেশে বলেন, আপনাকে আরও সদয় ও সংবেদনশীল হতে হবে। আপনাকে কখনো মা হতে হবে, কখনো নির্বোধ হতে হবে। আপনি শুধুই ক্ষমতায় থাকতে পারবেন না কিংবা শুধুই নেতৃত্বে থাকতে পারবেন না।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৩ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৪ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৬ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৭ ঘণ্টা আগে