
কাতারে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ রোববার। এই খেলা শুরু হওয়ার আগে ভার্চুয়ালি উপস্থিত হয়ে শান্তির বার্তা দিতে চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু ফিফা তাঁর অনুরোধ প্রত্যাখ্যান করেছে। সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তবে ফিফার সঙ্গে জেলেনস্কির কার্যালয়ের এখনো আলোচনা চলছে বলে সিএনএনের সূত্রটি জানিয়েছে। এ ব্যাপারে মন্তব্য জানতে ফিফার সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি বলে জানিয়েছে সিএনএন। মার্কিন এই গণমাধ্যম তাদের প্রতিবেদনে বলেছে, এ ধরনের অনুরোধ অপ্রচলিত ও অবাস্তব। প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেন যুদ্ধের ওপর বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতেই এ ধরনের অনুরোধ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে জেলেনস্কি জি-২০ সম্মেলন থেকে শুরু করে গ্যামি অ্যাওয়ার্ড ও কান ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছিলেন। এ ছাড়া তিনি শন পেন ও ডেভিড লেটারম্যানের মতো প্রখ্যাত সাংবাদিকদের সাক্ষাৎকারও দিয়েছেন। নানাভাবেই তিনি ইউক্রেনের পক্ষে সমর্থন জোগাড় করার চেষ্টা করছেন। রাজনীতিতে নাম লেখানোর আগে ভলোদিমির জেলেনস্কি একজন অভিনেতা ছিলেন।
সিএনএন বলছে, আজ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা শুরু হওয়ার আগে কাতারের স্টেডিয়ামে ভক্তদের কাছে ভিডিওর মাধ্যমে একটি বার্তা দিতে চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর বার্তাটি পূর্বে ধারণকৃত হবে, নাকি সরাসরি সম্প্রচারিত হবে, তা জেলেনস্কির অফিস স্পষ্ট করেনি। তবে তাঁর অফিস জানিয়েছে, ফিফার কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া দেখে প্রেসিডেন্ট জেলেনস্কি বিস্মিত হয়েছেন।

কাতারে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ রোববার। এই খেলা শুরু হওয়ার আগে ভার্চুয়ালি উপস্থিত হয়ে শান্তির বার্তা দিতে চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু ফিফা তাঁর অনুরোধ প্রত্যাখ্যান করেছে। সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তবে ফিফার সঙ্গে জেলেনস্কির কার্যালয়ের এখনো আলোচনা চলছে বলে সিএনএনের সূত্রটি জানিয়েছে। এ ব্যাপারে মন্তব্য জানতে ফিফার সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি বলে জানিয়েছে সিএনএন। মার্কিন এই গণমাধ্যম তাদের প্রতিবেদনে বলেছে, এ ধরনের অনুরোধ অপ্রচলিত ও অবাস্তব। প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেন যুদ্ধের ওপর বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতেই এ ধরনের অনুরোধ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে জেলেনস্কি জি-২০ সম্মেলন থেকে শুরু করে গ্যামি অ্যাওয়ার্ড ও কান ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছিলেন। এ ছাড়া তিনি শন পেন ও ডেভিড লেটারম্যানের মতো প্রখ্যাত সাংবাদিকদের সাক্ষাৎকারও দিয়েছেন। নানাভাবেই তিনি ইউক্রেনের পক্ষে সমর্থন জোগাড় করার চেষ্টা করছেন। রাজনীতিতে নাম লেখানোর আগে ভলোদিমির জেলেনস্কি একজন অভিনেতা ছিলেন।
সিএনএন বলছে, আজ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা শুরু হওয়ার আগে কাতারের স্টেডিয়ামে ভক্তদের কাছে ভিডিওর মাধ্যমে একটি বার্তা দিতে চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর বার্তাটি পূর্বে ধারণকৃত হবে, নাকি সরাসরি সম্প্রচারিত হবে, তা জেলেনস্কির অফিস স্পষ্ট করেনি। তবে তাঁর অফিস জানিয়েছে, ফিফার কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া দেখে প্রেসিডেন্ট জেলেনস্কি বিস্মিত হয়েছেন।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৩ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৩ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৫ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৬ ঘণ্টা আগে