
কাতারে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ রোববার। এই খেলা শুরু হওয়ার আগে ভার্চুয়ালি উপস্থিত হয়ে শান্তির বার্তা দিতে চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু ফিফা তাঁর অনুরোধ প্রত্যাখ্যান করেছে। সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তবে ফিফার সঙ্গে জেলেনস্কির কার্যালয়ের এখনো আলোচনা চলছে বলে সিএনএনের সূত্রটি জানিয়েছে। এ ব্যাপারে মন্তব্য জানতে ফিফার সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি বলে জানিয়েছে সিএনএন। মার্কিন এই গণমাধ্যম তাদের প্রতিবেদনে বলেছে, এ ধরনের অনুরোধ অপ্রচলিত ও অবাস্তব। প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেন যুদ্ধের ওপর বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতেই এ ধরনের অনুরোধ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে জেলেনস্কি জি-২০ সম্মেলন থেকে শুরু করে গ্যামি অ্যাওয়ার্ড ও কান ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছিলেন। এ ছাড়া তিনি শন পেন ও ডেভিড লেটারম্যানের মতো প্রখ্যাত সাংবাদিকদের সাক্ষাৎকারও দিয়েছেন। নানাভাবেই তিনি ইউক্রেনের পক্ষে সমর্থন জোগাড় করার চেষ্টা করছেন। রাজনীতিতে নাম লেখানোর আগে ভলোদিমির জেলেনস্কি একজন অভিনেতা ছিলেন।
সিএনএন বলছে, আজ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা শুরু হওয়ার আগে কাতারের স্টেডিয়ামে ভক্তদের কাছে ভিডিওর মাধ্যমে একটি বার্তা দিতে চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর বার্তাটি পূর্বে ধারণকৃত হবে, নাকি সরাসরি সম্প্রচারিত হবে, তা জেলেনস্কির অফিস স্পষ্ট করেনি। তবে তাঁর অফিস জানিয়েছে, ফিফার কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া দেখে প্রেসিডেন্ট জেলেনস্কি বিস্মিত হয়েছেন।

কাতারে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ রোববার। এই খেলা শুরু হওয়ার আগে ভার্চুয়ালি উপস্থিত হয়ে শান্তির বার্তা দিতে চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু ফিফা তাঁর অনুরোধ প্রত্যাখ্যান করেছে। সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তবে ফিফার সঙ্গে জেলেনস্কির কার্যালয়ের এখনো আলোচনা চলছে বলে সিএনএনের সূত্রটি জানিয়েছে। এ ব্যাপারে মন্তব্য জানতে ফিফার সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি বলে জানিয়েছে সিএনএন। মার্কিন এই গণমাধ্যম তাদের প্রতিবেদনে বলেছে, এ ধরনের অনুরোধ অপ্রচলিত ও অবাস্তব। প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেন যুদ্ধের ওপর বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতেই এ ধরনের অনুরোধ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে জেলেনস্কি জি-২০ সম্মেলন থেকে শুরু করে গ্যামি অ্যাওয়ার্ড ও কান ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছিলেন। এ ছাড়া তিনি শন পেন ও ডেভিড লেটারম্যানের মতো প্রখ্যাত সাংবাদিকদের সাক্ষাৎকারও দিয়েছেন। নানাভাবেই তিনি ইউক্রেনের পক্ষে সমর্থন জোগাড় করার চেষ্টা করছেন। রাজনীতিতে নাম লেখানোর আগে ভলোদিমির জেলেনস্কি একজন অভিনেতা ছিলেন।
সিএনএন বলছে, আজ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা শুরু হওয়ার আগে কাতারের স্টেডিয়ামে ভক্তদের কাছে ভিডিওর মাধ্যমে একটি বার্তা দিতে চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর বার্তাটি পূর্বে ধারণকৃত হবে, নাকি সরাসরি সম্প্রচারিত হবে, তা জেলেনস্কির অফিস স্পষ্ট করেনি। তবে তাঁর অফিস জানিয়েছে, ফিফার কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া দেখে প্রেসিডেন্ট জেলেনস্কি বিস্মিত হয়েছেন।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
৩ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৫ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৬ ঘণ্টা আগে