
বাম পায়ের পরিবর্তে রোগী ডান পা কেটে জরিমানা গুনতে হচ্ছে এক চিকিৎসককে। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্ত ওই চিকিৎসককে জরিমানা করেছেন। গতকাল বুধবার অস্ট্রিয়ার লিনজ শহরের একটি আদালত অভিযুক্ত ওই চিকিৎসকের বিরুদ্ধে রায় ঘোষণা করেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, পায়ের সমস্যা নিয়ে গত মে মাসে অস্ট্রিয়ার ফ্রেইটাড শহরের একটি ক্লিনিকে ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি। তবে অপারেশনের সময় ওই চিকিৎসক তার বাম পা না কেটে ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। চিকিৎসকের এই ভুল দুই দিন পর বুঝতে পারেন ভুক্তভোগী রোগী। এরপরই আদালতের দ্বারস্থ হন তিনি।
অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪৩ বছর বয়সী নারী ওই চিকিৎসকে আদালত ২ হাজার ৭০০ ইউরো জরিমানা করেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ লাখ ৬২ হাজার টাকা।
ভুল চিকিৎসার শিকার সেই বয়স্ক রোগী মামলা করার পর মারা গেছেন। বুধবার তাঁর বিধবা স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন এবং সেখানে তাঁকে ৫ হাজার ইউরো ক্ষতিপূরণও দেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।
অভিযুক্ত ওই চিকিৎসক দাবি করেছেন, অপারেশন থিয়েটারের চেইন অব কন্ট্রোলে ত্রুটি ছিল।
এই ঘটনার পর ওই চিকিৎসক অন্য ক্লিনিকে চাকরি নেন বলে জানা গেছে। অস্ট্রিয়া আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন ওই চিকিৎসক। দুর্ঘটনার পর ওই ক্লিনিকের দাবি ছিল, দুর্ভাগ্যজনক পরিস্থিতির ফল হিসেবে এই ঘটনা ঘটেছে। এমনকি সেখানকার পরিচালক সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমাও প্রার্থনা করেছিলেন।

বাম পায়ের পরিবর্তে রোগী ডান পা কেটে জরিমানা গুনতে হচ্ছে এক চিকিৎসককে। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্ত ওই চিকিৎসককে জরিমানা করেছেন। গতকাল বুধবার অস্ট্রিয়ার লিনজ শহরের একটি আদালত অভিযুক্ত ওই চিকিৎসকের বিরুদ্ধে রায় ঘোষণা করেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, পায়ের সমস্যা নিয়ে গত মে মাসে অস্ট্রিয়ার ফ্রেইটাড শহরের একটি ক্লিনিকে ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি। তবে অপারেশনের সময় ওই চিকিৎসক তার বাম পা না কেটে ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। চিকিৎসকের এই ভুল দুই দিন পর বুঝতে পারেন ভুক্তভোগী রোগী। এরপরই আদালতের দ্বারস্থ হন তিনি।
অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪৩ বছর বয়সী নারী ওই চিকিৎসকে আদালত ২ হাজার ৭০০ ইউরো জরিমানা করেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ লাখ ৬২ হাজার টাকা।
ভুল চিকিৎসার শিকার সেই বয়স্ক রোগী মামলা করার পর মারা গেছেন। বুধবার তাঁর বিধবা স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন এবং সেখানে তাঁকে ৫ হাজার ইউরো ক্ষতিপূরণও দেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।
অভিযুক্ত ওই চিকিৎসক দাবি করেছেন, অপারেশন থিয়েটারের চেইন অব কন্ট্রোলে ত্রুটি ছিল।
এই ঘটনার পর ওই চিকিৎসক অন্য ক্লিনিকে চাকরি নেন বলে জানা গেছে। অস্ট্রিয়া আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন ওই চিকিৎসক। দুর্ঘটনার পর ওই ক্লিনিকের দাবি ছিল, দুর্ভাগ্যজনক পরিস্থিতির ফল হিসেবে এই ঘটনা ঘটেছে। এমনকি সেখানকার পরিচালক সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমাও প্রার্থনা করেছিলেন।

ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা এবং ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে জড়িত দেশগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকির মুখে চাবাহার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।
২ ঘণ্টা আগে
ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজায় ‘শান্তি’ আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বোর্ড অব পিস’ গঠন করেছেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ ছিল এই ‘বোর্ড অব পিস’। গতকাল শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এই পর্ষদের সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস।
৩ ঘণ্টা আগে
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ, জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
১৪ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
১৪ ঘণ্টা আগে