
ইসলাম ও ইউরোপীয় সভ্যতার সহাবস্থানে সমস্যা রয়েছে বলে মন্তব্য করা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভাইরাল হয়েছে। তবে ঠিক কবে তিনি এমন মন্তব্য করেন—সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে ২০১৮ সালের ফেব্রুয়ারি ইউটিউবে প্রথম এ ভিডিওটি দেখা যায়।
এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গত শনিবার ইতালির রোমে মেলোনির ডানপন্থী দল আলট্রা কনজারভেটিভ ব্রাদার্স অব ইতালি আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তাঁর এ ভিডিও নতুন করে নজরে আসে। ওই অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকও যোগ দিয়েছিলেন।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে জর্জিয়া মেলোনিকে বলতে শোনা যায়, ‘আমার বিশ্বাস, ইসলামি সংস্কৃতি বা এর একটি নির্দিষ্ট ব্যাখ্যার সঙ্গে আমাদের সভ্যতার অধিকার ও মূল্যবোধের সহাবস্থানে সমস্যা রয়েছে। এটা আমি মন থেকে সরাতে পারি না যে ইতালির বেশির ভাগ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সৌদি আরবের অর্থায়নে পরিচালিত হয়।’
এ ছাড়া ভিডিওতে মেলোনি সৌদি আরবের কট্টর শরিয়া আইনের সমালোচনা করেছেন। এ আইনের অধীনে ধর্মত্যাগ এবং সমকামিতা অপরাধ বলে গণ্য হয়। সাধারণত ইসলামি আইনকে শরিয়া আইন বলা হয়। এতে কোরআন ও হাদিসের আলোকে এমন সব নীতি ও আইন তৈরি করা হয়, যা ইসলামকে প্রতিনিধিত্ব করে।
জর্জিয়া মেলোনি বলেন, ‘শরিয়া মানে হলো ধর্মান্তর ও সমকামিতার জন্য মৃত্যুদণ্ড এবং ব্যভিচারের জন্য পাথর নিক্ষেপ। আমি মনে করি, এ বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত, তবে এর মানে ইসলামকে সাধারণীকরণ নয়। এর মানে হলো, এ সমস্যাটি উত্থাপন করা যে ইউরোপে ইসলামিকরণের একটি প্রক্রিয়া রয়েছে যা আমাদের সভ্যতার মূল্যবোধ থেকে খুব দূরে।’
যুক্তরাজ্য ও ইতালির এক যৌথ বিবৃতি অনুসারে, গত শনিবারের ওই অনুষ্ঠানে তিউনিসিয়ায় আটকে থাকা অভিবাসনপ্রত্যাশীদের দেশে ফেরত পাঠাতে ব্রিটেন ও ইতালি যৌথ অর্থায়নের পরিকল্পনা করে। তবে কী পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি।
ঋষি সুনাক বলেন, ‘আমরা যদি এ সমস্যার (অভিবাসন) মোকাবিলা না করি, তবে এ সংখ্যা বাড়তেই থাকবে। এ সমস্যা আমাদের দেশের ও প্রকৃত দুস্থ ও পীড়িতদের সাহায্য করার ক্ষমতাকে হ্রাস করে।’
অভিবাসন সমস্যা নিয়ে আলোচনা করার জন্য জর্জিয়া মেলোনি ও ঋষি সুনাক আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার সঙ্গেও সাক্ষাৎ করেন।

ইসলাম ও ইউরোপীয় সভ্যতার সহাবস্থানে সমস্যা রয়েছে বলে মন্তব্য করা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভাইরাল হয়েছে। তবে ঠিক কবে তিনি এমন মন্তব্য করেন—সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে ২০১৮ সালের ফেব্রুয়ারি ইউটিউবে প্রথম এ ভিডিওটি দেখা যায়।
এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গত শনিবার ইতালির রোমে মেলোনির ডানপন্থী দল আলট্রা কনজারভেটিভ ব্রাদার্স অব ইতালি আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তাঁর এ ভিডিও নতুন করে নজরে আসে। ওই অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকও যোগ দিয়েছিলেন।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে জর্জিয়া মেলোনিকে বলতে শোনা যায়, ‘আমার বিশ্বাস, ইসলামি সংস্কৃতি বা এর একটি নির্দিষ্ট ব্যাখ্যার সঙ্গে আমাদের সভ্যতার অধিকার ও মূল্যবোধের সহাবস্থানে সমস্যা রয়েছে। এটা আমি মন থেকে সরাতে পারি না যে ইতালির বেশির ভাগ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সৌদি আরবের অর্থায়নে পরিচালিত হয়।’
এ ছাড়া ভিডিওতে মেলোনি সৌদি আরবের কট্টর শরিয়া আইনের সমালোচনা করেছেন। এ আইনের অধীনে ধর্মত্যাগ এবং সমকামিতা অপরাধ বলে গণ্য হয়। সাধারণত ইসলামি আইনকে শরিয়া আইন বলা হয়। এতে কোরআন ও হাদিসের আলোকে এমন সব নীতি ও আইন তৈরি করা হয়, যা ইসলামকে প্রতিনিধিত্ব করে।
জর্জিয়া মেলোনি বলেন, ‘শরিয়া মানে হলো ধর্মান্তর ও সমকামিতার জন্য মৃত্যুদণ্ড এবং ব্যভিচারের জন্য পাথর নিক্ষেপ। আমি মনে করি, এ বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত, তবে এর মানে ইসলামকে সাধারণীকরণ নয়। এর মানে হলো, এ সমস্যাটি উত্থাপন করা যে ইউরোপে ইসলামিকরণের একটি প্রক্রিয়া রয়েছে যা আমাদের সভ্যতার মূল্যবোধ থেকে খুব দূরে।’
যুক্তরাজ্য ও ইতালির এক যৌথ বিবৃতি অনুসারে, গত শনিবারের ওই অনুষ্ঠানে তিউনিসিয়ায় আটকে থাকা অভিবাসনপ্রত্যাশীদের দেশে ফেরত পাঠাতে ব্রিটেন ও ইতালি যৌথ অর্থায়নের পরিকল্পনা করে। তবে কী পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি।
ঋষি সুনাক বলেন, ‘আমরা যদি এ সমস্যার (অভিবাসন) মোকাবিলা না করি, তবে এ সংখ্যা বাড়তেই থাকবে। এ সমস্যা আমাদের দেশের ও প্রকৃত দুস্থ ও পীড়িতদের সাহায্য করার ক্ষমতাকে হ্রাস করে।’
অভিবাসন সমস্যা নিয়ে আলোচনা করার জন্য জর্জিয়া মেলোনি ও ঋষি সুনাক আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার সঙ্গেও সাক্ষাৎ করেন।

প্রায় অর্ধশতাব্দী ধরে চলা ধর্মীয় শাসনের বিরুদ্ধে কখনোই এক হতে পারেনি ইরানের বিভক্ত বিরোধী রাজনীতি। তবে এবার দেশটিতে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সর্বশেষ শাহের ছেলে রেজা পাহলভি।
১ ঘণ্টা আগে
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ দিয়ে কঠোর তিরস্কার করেছে ভারত। দিল্লিতে কারাবন্দী সাবেক ছাত্রনেতা উমর খালিদকে সংহতি জানিয়ে একটি ব্যক্তিগত চিরকুট পাঠানোয় মামদানির ওপর চটেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি অভিযোগ করেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে। এই কথিত পরিকল্পনাকে তিনি আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
চার বছর ধরে চলা যুদ্ধ ইউক্রেনীয়দের জীবনের প্রায় সব সিদ্ধান্তই পাল্টে দিয়েছে। সম্পর্ক, বিয়ে কিংবা সন্তান নেওয়ার মতো ব্যক্তিগত সিদ্ধান্তও এখন যুদ্ধের বাস্তবতায় আটকে যাচ্ছে। এর প্রভাব পড়ছে দেশের ভবিষ্যতের ওপর—ইউক্রেনে কমছে বিয়ে ও জন্মহার।
৩ ঘণ্টা আগে