
ঢাকা: আগামী জুন মাসের ৭ তারিখ থেকে ১২ বছর ও এর বেশি বয়সী শিশু-কিশোরদের করোনা টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছে জার্মানি। গতকাল বৃহস্পতিবার জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল এই ঘোষণা দেন।
তবে টিকা নিতে শিশুদের বাধ্য করা হবে না জানিয়ে মেরকেল বলেছেন, ভ্যাকসিন নেওয়ার ফলে স্কুলে যাওয়া বা না যাওয়া এবং শিশুদের নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার বিষয়টি নির্ভর করবে না।
১২ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য আজ শুক্রবার ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার অনুমোদন দিতে পারে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ)। ইইউ’তে এই টিকাটি ১৬ ও এর বেশি বয়সীদের জন্য বর্তমানে অনুমোদিত রয়েছে।
জার্মানির আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাতের পর বৃহস্পতিবার মেরকেল বলেন, আগামী ৭ মে থেকে ১২ ও এর বেশি বছর বয়সী শিশু ও কিশোররা টিকা নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সুযোগ পাবেন।
তিনি বলেন, আগ্রহীদেরকে আগস্ট মাসের মধ্যেই কমপক্ষে প্রথম ডোজটি দেওয়া সম্পন্ন করা হবে। মোটামুটিভাবে স্কুলে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই অন্তত এক ডোজ টিকা দেওয়া হবে।
সাংবাদিকদেরকে মেরকেল বলেন অভিভাবকদের প্রতি আমার বার্তা হচ্ছে যে: এটা বাধ্যতামূলক কোনো টিকাদান কর্মসূচি নয়।
স্কুলে আসার জন্য ভ্যাকসিন দেওয়া বাধ্যতামূলক নয় জানিয়ে জার্মানির চ্যান্সেলর বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের টিকা নিতে বলবে না। এ ছাড়া টিকা নেওয়া শিশুকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার কথা চিন্তা করা পুরোপুরি ভুল ধারণা।
যুক্তরাষ্ট্র এবং কানাডায় এরই মধ্যে ১২ বছর ও এর বেশি বয়সী শিশু-কিশোরদের করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে।
তবে শিশুদের ভ্যাকসিন নেওয়া নিয়ে অনেক বিশেষজ্ঞই ভ্যাকসিন সংরক্ষণের মত দিয়েছেন। তাঁদের মতে, শিশুরা করোনা গুরুতর অসুস্থ হয় না। আর তাই বিশ্বের বিভিন্ন দেশে সংকট থাকায় ভ্যাকসিন সংরক্ষণের করা উচিত।

ঢাকা: আগামী জুন মাসের ৭ তারিখ থেকে ১২ বছর ও এর বেশি বয়সী শিশু-কিশোরদের করোনা টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছে জার্মানি। গতকাল বৃহস্পতিবার জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল এই ঘোষণা দেন।
তবে টিকা নিতে শিশুদের বাধ্য করা হবে না জানিয়ে মেরকেল বলেছেন, ভ্যাকসিন নেওয়ার ফলে স্কুলে যাওয়া বা না যাওয়া এবং শিশুদের নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার বিষয়টি নির্ভর করবে না।
১২ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য আজ শুক্রবার ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার অনুমোদন দিতে পারে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ)। ইইউ’তে এই টিকাটি ১৬ ও এর বেশি বয়সীদের জন্য বর্তমানে অনুমোদিত রয়েছে।
জার্মানির আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাতের পর বৃহস্পতিবার মেরকেল বলেন, আগামী ৭ মে থেকে ১২ ও এর বেশি বছর বয়সী শিশু ও কিশোররা টিকা নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সুযোগ পাবেন।
তিনি বলেন, আগ্রহীদেরকে আগস্ট মাসের মধ্যেই কমপক্ষে প্রথম ডোজটি দেওয়া সম্পন্ন করা হবে। মোটামুটিভাবে স্কুলে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই অন্তত এক ডোজ টিকা দেওয়া হবে।
সাংবাদিকদেরকে মেরকেল বলেন অভিভাবকদের প্রতি আমার বার্তা হচ্ছে যে: এটা বাধ্যতামূলক কোনো টিকাদান কর্মসূচি নয়।
স্কুলে আসার জন্য ভ্যাকসিন দেওয়া বাধ্যতামূলক নয় জানিয়ে জার্মানির চ্যান্সেলর বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের টিকা নিতে বলবে না। এ ছাড়া টিকা নেওয়া শিশুকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার কথা চিন্তা করা পুরোপুরি ভুল ধারণা।
যুক্তরাষ্ট্র এবং কানাডায় এরই মধ্যে ১২ বছর ও এর বেশি বয়সী শিশু-কিশোরদের করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে।
তবে শিশুদের ভ্যাকসিন নেওয়া নিয়ে অনেক বিশেষজ্ঞই ভ্যাকসিন সংরক্ষণের মত দিয়েছেন। তাঁদের মতে, শিশুরা করোনা গুরুতর অসুস্থ হয় না। আর তাই বিশ্বের বিভিন্ন দেশে সংকট থাকায় ভ্যাকসিন সংরক্ষণের করা উচিত।

ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
১৬ মিনিট আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
২ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন।
৩ ঘণ্টা আগে
সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
৩ ঘণ্টা আগে