
রাশিয়ার সঙ্গে পূর্ব সীমান্তে দেয়াল নির্মাণের উদ্দেশ্যে সীমান্ত আইন সংশোধন করার পরিকল্পনা করছে ফিনল্যান্ড। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটি বলেছে, ইউক্রেনে রুশ বাহিনীর হামলার কারণে তারা একধরনের হুমকির মধ্যে রয়েছে। এই হুমকি মোকাবিলায় তারা সীমান্তে দেয়াল তুলতে চায়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সম্প্রতি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছে ফিনল্যান্ড। রাশিয়ার সঙ্গে দেশটির যুদ্ধের ইতিহাস রয়েছে। বর্তমানে দেশ দুটির মধ্যে জঙ্গলঘেরা সীমান্তটি প্লাস্টিক লাইন দিয়ে ঘেরা রয়েছে। এ দুই দেশের মোট সীমান্ত দৈর্ঘ্য ১ হাজার ৩০০ কিলোমিটার। বেশির ভাগ স্থানেই তা কেবল চিহ্ন দিয়ে রাখা আছে।
ফিনল্যান্ড সরকার সম্প্রতি সীমান্তে নিরাপত্তা বাড়াতে জোর তৎপরতা শুরু করেছে, কারণ দেশটি মনে করছে, রাশিয়া তার সীমান্তে আশ্রয়প্রার্থী পাঠিয়ে ফিনল্যান্ডের ওপর চাপ তৈরি করতে পারে। এর আগে ইউরোপীয় ইউনিয়নও বেলারুশের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছিল, যখন মধ্যপ্রাচ্য, আফগানিস্তান ও আফ্রিকার হাজার হাজার অভিবাসী পোল্যান্ডের সীমান্তে আটকে পড়েছিল।
সীমান্ত আইনের সংশোধনীতে ফিনল্যান্ড সরকার শুধু নির্দিষ্ট স্থান দিয়ে আশ্রয়প্রার্থীদের প্রবেশের অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের যে আইন রয়েছে, সেই আইন অনুযায়ী আশ্রয়প্রার্থীরা ইইউভুক্ত দেশের দেওয়া যেকোনো প্রবেশপথ দিয়ে প্রবেশ করতে পারে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টা মিক্কোনেন বলেছেন, সীমান্তে দেয়াল তোলা, নতুন সড়ক নির্মাণ এবং টহল বাড়ানোরও পরিকল্পনা করছে ফিনল্যান্ড।

রাশিয়ার সঙ্গে পূর্ব সীমান্তে দেয়াল নির্মাণের উদ্দেশ্যে সীমান্ত আইন সংশোধন করার পরিকল্পনা করছে ফিনল্যান্ড। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটি বলেছে, ইউক্রেনে রুশ বাহিনীর হামলার কারণে তারা একধরনের হুমকির মধ্যে রয়েছে। এই হুমকি মোকাবিলায় তারা সীমান্তে দেয়াল তুলতে চায়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সম্প্রতি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছে ফিনল্যান্ড। রাশিয়ার সঙ্গে দেশটির যুদ্ধের ইতিহাস রয়েছে। বর্তমানে দেশ দুটির মধ্যে জঙ্গলঘেরা সীমান্তটি প্লাস্টিক লাইন দিয়ে ঘেরা রয়েছে। এ দুই দেশের মোট সীমান্ত দৈর্ঘ্য ১ হাজার ৩০০ কিলোমিটার। বেশির ভাগ স্থানেই তা কেবল চিহ্ন দিয়ে রাখা আছে।
ফিনল্যান্ড সরকার সম্প্রতি সীমান্তে নিরাপত্তা বাড়াতে জোর তৎপরতা শুরু করেছে, কারণ দেশটি মনে করছে, রাশিয়া তার সীমান্তে আশ্রয়প্রার্থী পাঠিয়ে ফিনল্যান্ডের ওপর চাপ তৈরি করতে পারে। এর আগে ইউরোপীয় ইউনিয়নও বেলারুশের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছিল, যখন মধ্যপ্রাচ্য, আফগানিস্তান ও আফ্রিকার হাজার হাজার অভিবাসী পোল্যান্ডের সীমান্তে আটকে পড়েছিল।
সীমান্ত আইনের সংশোধনীতে ফিনল্যান্ড সরকার শুধু নির্দিষ্ট স্থান দিয়ে আশ্রয়প্রার্থীদের প্রবেশের অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের যে আইন রয়েছে, সেই আইন অনুযায়ী আশ্রয়প্রার্থীরা ইইউভুক্ত দেশের দেওয়া যেকোনো প্রবেশপথ দিয়ে প্রবেশ করতে পারে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টা মিক্কোনেন বলেছেন, সীমান্তে দেয়াল তোলা, নতুন সড়ক নির্মাণ এবং টহল বাড়ানোরও পরিকল্পনা করছে ফিনল্যান্ড।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোর একাধিক পরামর্শমূলক গ্রুপে অংশগ্রহণ কমানোর পরিকল্পনা করছে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক কর্মকর্তার মতে, ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ধীরে ধীরে কমিয়ে আনার যে উদ্যোগ ট্রাম্প প্রশাসন নিয়েছে, এটি তারই সর্বশেষ ইঙ্গিত।
১ ঘণ্টা আগে
এক প্রতিবেদনে দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, নির্বাচন কমিশন আগামী ৫ মার্চের নির্বাচনের জন্য ২০ জানুয়ারিকে প্রার্থী নিবন্ধনের শেষ সময়সীমা নির্ধারণ করেছে। প্রচলিত আইন অনুযায়ী, কোনো নির্বাচিত প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে তাঁকে অবশ্যই আগে পদত্যাগ করতে হবে।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় নেতানিয়াহুর দপ্তর জানায়, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে...
২ ঘণ্টা আগে
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সপ্তাহের চীন সফর করবেন। এই সময়ে ব্রিটেন ও চীন ব্যবসায়িক সংলাপে এক ‘সোনালি যুগ’ পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়েছে। এ উদ্যোগ সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে। উভয় দেশের শীর্ষ নির্বাহীরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে