
পূর্ব ইউরোপের দেশগুলোতে সামরিক উপস্থিতি দ্বিগুণ করছে আটলান্টিক সাগরের উভয় তীরবর্তী দেশগুলোর সামরিক জোট ন্যাটো। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ অব্যাহত থাকার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। গত বুধবার ব্রাসেলসে ন্যাটোর শীর্ষ সম্মেলনের এক দিন আগে তিনি এ কথা জানান।
পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক উপস্থিতি দ্বিগুণ করা প্রসঙ্গে জেনস স্টলটেনবার্গ বলেন, ‘প্রথম ধাপে বুলগেরিয়া, হাঙ্গেরি, রোমানিয়া ও স্লোভাকিয়ায় ন্যাটোর সশস্ত্র ইউনিট মোতায়েন করা। এরপর বাল্টিক দেশগুলো এবং পোল্যান্ডে আমাদের বিদ্যমান বাহিনীর পরিমাণ দ্বিগুণ করা।’
সাধারণত ব্যাটালিয়ন আকারের এসব সশস্ত্র ইউনিটে কয়েক শ সৈন্য থাকে।
ন্যাটো মহাসচিব বলেন, ‘এর মানে হলো, বাল্টিক থেকে কৃষ্ণসাগর পর্যন্ত আমাদের আটটি বহুজাতিক ন্যাটো যুদ্ধ ইউনিট থাকবে। এবং যত দিন প্রয়োজন হবে বাহিনী সেখানে থাকবে।’
জেনস স্টলটেনবার্গ ইউক্রেনে রাশিয়া কর্তৃক রাসায়নিক বা জৈবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার করলে ন্যাটোর ভূমিকা কী হবে সে প্রসঙ্গে বলেন, ‘এ ধরনের অস্ত্রের ব্যবহার “সংঘাতের প্রকৃতিকে মৌলিকভাবে বদলে দেবে”। ইউক্রেনে রাশিয়া কর্তৃক রাসায়নিক বা জৈব অস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক আইনের স্পষ্ট বরখেলাপ হবে। এ ধরনের অস্ত্রের ব্যবহার ‘‘গুরুতর পরিণতি” বয়ে আনবে। এ ধরনের অস্ত্রের ব্যবহার কেবল ইউক্রেনের অভ্যন্তরীণ অবকাঠামোই ধ্বংস করবে না, প্রতিবেশী দেশগুলোর জন্যও গুরুতর পরিণতি বয়ে আনবে।’
এ সময় স্টলটেনবার্গ রাশিয়াকে সহায়তা না দেওয়ার বিষয়ে বেইজিংকে সতর্ক করে বলেন, ‘এ ধরনের সহায়তা প্রদান সংঘাতকে আরও খারাপের দিকে নিয়ে যাবে। বেইজিং স্বাধীন দেশগুলোর নিজস্ব পথ বেছে নেওয়ার অধিকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য মস্কোর সঙ্গে যোগ দিয়েছে।’
স্টলটেনবার্গ আরও বলেন, ‘চীন রাশিয়াকে রাজনৈতিক সমর্থন প্রদান করছে, এর মধ্যে রয়েছে নির্লজ্জ মিথ্যা ও ভুল তথ্য ছড়ানো এবং আমরা উদ্বিগ্ন যে চীন রাশিয়াকে বস্তুগত সহায়তা দিতে পারে।’

পূর্ব ইউরোপের দেশগুলোতে সামরিক উপস্থিতি দ্বিগুণ করছে আটলান্টিক সাগরের উভয় তীরবর্তী দেশগুলোর সামরিক জোট ন্যাটো। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ অব্যাহত থাকার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। গত বুধবার ব্রাসেলসে ন্যাটোর শীর্ষ সম্মেলনের এক দিন আগে তিনি এ কথা জানান।
পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক উপস্থিতি দ্বিগুণ করা প্রসঙ্গে জেনস স্টলটেনবার্গ বলেন, ‘প্রথম ধাপে বুলগেরিয়া, হাঙ্গেরি, রোমানিয়া ও স্লোভাকিয়ায় ন্যাটোর সশস্ত্র ইউনিট মোতায়েন করা। এরপর বাল্টিক দেশগুলো এবং পোল্যান্ডে আমাদের বিদ্যমান বাহিনীর পরিমাণ দ্বিগুণ করা।’
সাধারণত ব্যাটালিয়ন আকারের এসব সশস্ত্র ইউনিটে কয়েক শ সৈন্য থাকে।
ন্যাটো মহাসচিব বলেন, ‘এর মানে হলো, বাল্টিক থেকে কৃষ্ণসাগর পর্যন্ত আমাদের আটটি বহুজাতিক ন্যাটো যুদ্ধ ইউনিট থাকবে। এবং যত দিন প্রয়োজন হবে বাহিনী সেখানে থাকবে।’
জেনস স্টলটেনবার্গ ইউক্রেনে রাশিয়া কর্তৃক রাসায়নিক বা জৈবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার করলে ন্যাটোর ভূমিকা কী হবে সে প্রসঙ্গে বলেন, ‘এ ধরনের অস্ত্রের ব্যবহার “সংঘাতের প্রকৃতিকে মৌলিকভাবে বদলে দেবে”। ইউক্রেনে রাশিয়া কর্তৃক রাসায়নিক বা জৈব অস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক আইনের স্পষ্ট বরখেলাপ হবে। এ ধরনের অস্ত্রের ব্যবহার ‘‘গুরুতর পরিণতি” বয়ে আনবে। এ ধরনের অস্ত্রের ব্যবহার কেবল ইউক্রেনের অভ্যন্তরীণ অবকাঠামোই ধ্বংস করবে না, প্রতিবেশী দেশগুলোর জন্যও গুরুতর পরিণতি বয়ে আনবে।’
এ সময় স্টলটেনবার্গ রাশিয়াকে সহায়তা না দেওয়ার বিষয়ে বেইজিংকে সতর্ক করে বলেন, ‘এ ধরনের সহায়তা প্রদান সংঘাতকে আরও খারাপের দিকে নিয়ে যাবে। বেইজিং স্বাধীন দেশগুলোর নিজস্ব পথ বেছে নেওয়ার অধিকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য মস্কোর সঙ্গে যোগ দিয়েছে।’
স্টলটেনবার্গ আরও বলেন, ‘চীন রাশিয়াকে রাজনৈতিক সমর্থন প্রদান করছে, এর মধ্যে রয়েছে নির্লজ্জ মিথ্যা ও ভুল তথ্য ছড়ানো এবং আমরা উদ্বিগ্ন যে চীন রাশিয়াকে বস্তুগত সহায়তা দিতে পারে।’

গাজা শান্তি পরিকল্পনার অর্থাৎ,শান্তি পরিকল্পনার অর্থাৎ, যুদ্ধবিরতির পাশাপাশি অঞ্চলটির পুনর্গঠন প্রক্রিয়ার ‘দ্বিতীয় ধাপ’ নিয়ে আপত্তি জানিয়েছে ইসরায়েল। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আপত্তিতে কান দিচ্ছেন না।
৩২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে বর্তমান শাসনকাঠামো ও নেতৃত্ব পরিবর্তনের সময় এসে গেছে। গতকাল শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়াতুল্লাহ আলী খামেনির ৩৭ বছরের শাসনের অবসান ঘটানোর এই আহ্বান জানান। খবর পলিটিকোর
১ ঘণ্টা আগে
ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
১০ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
১০ ঘণ্টা আগে