
ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে খোলাখুলি সমর্থন দিয়েছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী ডং জান। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন চীনের ওপর চাপ অব্যাহত রাখলেও আমরা ইউক্রেন ইস্যুতে আপনাকে সমর্থন করেছি। পশ্চিমা হুমকি ও নিষেধাজ্ঞার মুখেও বেইজিং এই অবস্থান বদলাবে না।’ এমনটাই দাবি করা হয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে।
চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জান গতকাল বুধবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে ভিডিও কলে আলাপকালে এই অবস্থান ব্যক্ত করেন। ডং জান বলেছেন, মস্কো ও বেইজিংয়ের মধ্যে কৌশলগত সহযোগিতা বিশ্বে শান্তি বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ পিলার। গত সেপ্টেম্বরে হঠাৎ করে জনসমক্ষে আসা বন্ধ করে দেন তৎকালীন প্রতিরক্ষমন্ত্রী লি শ্যাংফু। পরে তাঁর জায়গায় নিয়োগ দেওয়া হয় ডং জানকে।
ভিডিও বৈঠকে শোইগু ও জানের মধ্যে আলোচনায় উভয় নেতা জোর দিয়ে বলেছেন, দুই বড় শক্তি হিসেবে রাশিয়া ও চীনের উচিত তাদের মধ্যকার সহযোগিতাকে আরও গভীর করা এবং বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলোকে ‘সিদ্ধান্তমূলক’ জায়গা থেকে মোকাবিলা করা।
চীনা প্রতিরক্ষামন্ত্রী ডং জান বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় চীনের ওপর চাপ অব্যাহত রাখলেও আমরা ইউক্রেনের ইস্যুতে আপনাদের সমর্থন করেছি। এবং আরও নিষেধাজ্ঞা বা পশ্চিমা হুমকির মুখেও বেইজিং এ বিষয়ে তাঁর প্রতিষ্ঠিত নীতি পরিবর্তন বা পরিত্যাগ করবে না।’
বৈঠকে ডং আরও বলেন, ‘একই সময়ে বেইজিং তাইওয়ান ইস্যুতে ও আমাদের অন্যান্য মূল স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে শক্তিশালী সমর্থন অনুভব করে।’ তিনি আরও বলেন, ‘বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল দুই শক্তি হিসেবে আমাদের উচিত বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সিদ্ধান্তমূলকভাবে সাড়া দেওয়া।’
চীনের নবনিযুক্ত প্রতিরক্ষাপ্রধান বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র সব সময়ই রাশিয়া ও চীনকে টার্গেট করছে এবং বিশ্বজুড়ে আধিপত্য ধরে রাখতে চাইছে, কিন্তু ইতিহাস ও বাস্তবতা প্রমাণ করে যে, আধিপত্য সব সময়ই ব্যর্থতার অতলে ডুবে গেছে।’

ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে খোলাখুলি সমর্থন দিয়েছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী ডং জান। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন চীনের ওপর চাপ অব্যাহত রাখলেও আমরা ইউক্রেন ইস্যুতে আপনাকে সমর্থন করেছি। পশ্চিমা হুমকি ও নিষেধাজ্ঞার মুখেও বেইজিং এই অবস্থান বদলাবে না।’ এমনটাই দাবি করা হয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে।
চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জান গতকাল বুধবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে ভিডিও কলে আলাপকালে এই অবস্থান ব্যক্ত করেন। ডং জান বলেছেন, মস্কো ও বেইজিংয়ের মধ্যে কৌশলগত সহযোগিতা বিশ্বে শান্তি বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ পিলার। গত সেপ্টেম্বরে হঠাৎ করে জনসমক্ষে আসা বন্ধ করে দেন তৎকালীন প্রতিরক্ষমন্ত্রী লি শ্যাংফু। পরে তাঁর জায়গায় নিয়োগ দেওয়া হয় ডং জানকে।
ভিডিও বৈঠকে শোইগু ও জানের মধ্যে আলোচনায় উভয় নেতা জোর দিয়ে বলেছেন, দুই বড় শক্তি হিসেবে রাশিয়া ও চীনের উচিত তাদের মধ্যকার সহযোগিতাকে আরও গভীর করা এবং বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলোকে ‘সিদ্ধান্তমূলক’ জায়গা থেকে মোকাবিলা করা।
চীনা প্রতিরক্ষামন্ত্রী ডং জান বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় চীনের ওপর চাপ অব্যাহত রাখলেও আমরা ইউক্রেনের ইস্যুতে আপনাদের সমর্থন করেছি। এবং আরও নিষেধাজ্ঞা বা পশ্চিমা হুমকির মুখেও বেইজিং এ বিষয়ে তাঁর প্রতিষ্ঠিত নীতি পরিবর্তন বা পরিত্যাগ করবে না।’
বৈঠকে ডং আরও বলেন, ‘একই সময়ে বেইজিং তাইওয়ান ইস্যুতে ও আমাদের অন্যান্য মূল স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে শক্তিশালী সমর্থন অনুভব করে।’ তিনি আরও বলেন, ‘বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল দুই শক্তি হিসেবে আমাদের উচিত বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সিদ্ধান্তমূলকভাবে সাড়া দেওয়া।’
চীনের নবনিযুক্ত প্রতিরক্ষাপ্রধান বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র সব সময়ই রাশিয়া ও চীনকে টার্গেট করছে এবং বিশ্বজুড়ে আধিপত্য ধরে রাখতে চাইছে, কিন্তু ইতিহাস ও বাস্তবতা প্রমাণ করে যে, আধিপত্য সব সময়ই ব্যর্থতার অতলে ডুবে গেছে।’

মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোর একাধিক পরামর্শমূলক গ্রুপে অংশগ্রহণ কমানোর পরিকল্পনা করছে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক কর্মকর্তার মতে, ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ধীরে ধীরে কমিয়ে আনার যে উদ্যোগ ট্রাম্প প্রশাসন নিয়েছে, এটি তারই সর্বশেষ ইঙ্গিত।
৩৩ মিনিট আগে
এক প্রতিবেদনে দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, নির্বাচন কমিশন আগামী ৫ মার্চের নির্বাচনের জন্য ২০ জানুয়ারিকে প্রার্থী নিবন্ধনের শেষ সময়সীমা নির্ধারণ করেছে। প্রচলিত আইন অনুযায়ী, কোনো নির্বাচিত প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে তাঁকে অবশ্যই আগে পদত্যাগ করতে হবে।
৩৬ মিনিট আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় নেতানিয়াহুর দপ্তর জানায়, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে...
১ ঘণ্টা আগে
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সপ্তাহের চীন সফর করবেন। এই সময়ে ব্রিটেন ও চীন ব্যবসায়িক সংলাপে এক ‘সোনালি যুগ’ পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়েছে। এ উদ্যোগ সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে। উভয় দেশের শীর্ষ নির্বাহীরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে