অনলাইন ডেস্ক
ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া প্রস্তাব নাকচ করেছে রাশিয়া। সিএনএন, বিবিসি সহ বিদেশি গণমাধ্যমগুলো জানিয়েছে, ক্রেমলিনের এক শীর্ষ কর্মকর্তা আজ বৃহস্পতিবার ‘৩০ দিনের যুদ্ধবিরতি’ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি এই যুদ্ধবিরতিকে ‘ইউক্রেনের সেনাবাহিনীর জন্য অবকাশ’ বলে বিদ্রূপ করেছেন।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ বলেন—রাশিয়া এমন একটি দীর্ঘমেয়াদি সমাধান চায়, যা তাদের স্বার্থ ও উদ্বেগের প্রতিফলন ঘটাবে।’
মন্তব্যটি এমন এক সময়ে এসেছে, যখন হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ পুতিনের সঙ্গে আলোচনা করতে আজ মস্কোতে পৌঁছেছেন। গতকাল বুধবার ইউরি উশাকভ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে জানান, ইউক্রেন সমর্থন জানালেও মার্কিন এই যুদ্ধবিরতির প্রস্তাব মস্কোর চাহিদা পূরণে যথেষ্ট নয়।
আজ বৃহস্পতিবার উশাকভ একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘আমরা বাস্তব ও স্থায়ী পদক্ষেপ চাই। এমন কিছু নয়, যা শুধু শান্তির ছদ্মবেশ ধারণ করে।’
গত মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, তাদের প্রস্তাবিত মাসব্যাপী যুদ্ধবিরতি প্রস্তাবে ইউক্রেন সম্মতি জানিয়েছে এবং ওয়াশিংটন এই প্রস্তাব বিভিন্ন মাধ্যমে রাশিয়ার কাছে উপস্থাপন করবে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘বল এখন রাশিয়ার কোর্টে।’
রুবিও আশাবাদ ব্যক্ত করেন, ক্রেমলিন ‘সদিচ্ছা’ দেখিয়ে এই প্রস্তাবে সম্মতি জানাবে।
এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে পুতিনকে যুদ্ধবিরতি গ্রহণের আহ্বান জানিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন, তিনি সম্ভবত এই সপ্তাহের শেষের দিকে রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি রাশিয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, তবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখবে।
ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া প্রস্তাব নাকচ করেছে রাশিয়া। সিএনএন, বিবিসি সহ বিদেশি গণমাধ্যমগুলো জানিয়েছে, ক্রেমলিনের এক শীর্ষ কর্মকর্তা আজ বৃহস্পতিবার ‘৩০ দিনের যুদ্ধবিরতি’ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি এই যুদ্ধবিরতিকে ‘ইউক্রেনের সেনাবাহিনীর জন্য অবকাশ’ বলে বিদ্রূপ করেছেন।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ বলেন—রাশিয়া এমন একটি দীর্ঘমেয়াদি সমাধান চায়, যা তাদের স্বার্থ ও উদ্বেগের প্রতিফলন ঘটাবে।’
মন্তব্যটি এমন এক সময়ে এসেছে, যখন হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ পুতিনের সঙ্গে আলোচনা করতে আজ মস্কোতে পৌঁছেছেন। গতকাল বুধবার ইউরি উশাকভ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে জানান, ইউক্রেন সমর্থন জানালেও মার্কিন এই যুদ্ধবিরতির প্রস্তাব মস্কোর চাহিদা পূরণে যথেষ্ট নয়।
আজ বৃহস্পতিবার উশাকভ একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘আমরা বাস্তব ও স্থায়ী পদক্ষেপ চাই। এমন কিছু নয়, যা শুধু শান্তির ছদ্মবেশ ধারণ করে।’
গত মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, তাদের প্রস্তাবিত মাসব্যাপী যুদ্ধবিরতি প্রস্তাবে ইউক্রেন সম্মতি জানিয়েছে এবং ওয়াশিংটন এই প্রস্তাব বিভিন্ন মাধ্যমে রাশিয়ার কাছে উপস্থাপন করবে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘বল এখন রাশিয়ার কোর্টে।’
রুবিও আশাবাদ ব্যক্ত করেন, ক্রেমলিন ‘সদিচ্ছা’ দেখিয়ে এই প্রস্তাবে সম্মতি জানাবে।
এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে পুতিনকে যুদ্ধবিরতি গ্রহণের আহ্বান জানিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন, তিনি সম্ভবত এই সপ্তাহের শেষের দিকে রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি রাশিয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, তবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখবে।
মার্কিন একটি আদালত কয়েক ঘণ্টা আগেই জোর করে অবৈধ অভিবাসীদের নির্বাসন বন্ধের নির্দেশ দিয়েছিল। কিন্তু এর পরেও ২০০-এর বেশি ভেনেজুয়েলান নাগরিককে এল সালভাদরে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
১০ ঘণ্টা আগেভ্রমণ মানেই আনন্দ। তবে বিমানবন্দরে যাতায়াতের ঝামেলা অনেকের জন্যই বেশ ক্লান্তিকর হয়ে ওঠে। বিশেষ করে, ফ্লাইটের সময় যদি খুব ভোরে হয়, তাহলে যথাসময়ে বিমানবন্দরে পৌঁছাতে হলে মধ্যরাতে ঘুম থেকে উঠতে হয়, দীর্ঘ চেক-ইন এবং নিরাপত্তা পরীক্ষার ধাপ পেরোতে হয়।
১১ ঘণ্টা আগেবিশ্বজুড়ে জনপ্রিয় মার্কিন কফি চেইন ‘স্টারবাকস’। তবে এই কোম্পানিকে ৫০ মিলিয়ন ডলার (৬০৬ কোটি টাকার বেশি) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত। এই অর্থ দিতে হবে একজন ডেলিভারি ড্রাইভারকে। কারণ, স্টারবাকসের একটি গরম পানীয়ের ঢাকনা সুরক্ষিত না থাকায় গুরুতরভাবে
১২ ঘণ্টা আগেইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবারের এই হামলায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এই হামলার পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে, তারা ‘পাল্টা জবাব দিতে প্রস্তুত’।
১৩ ঘণ্টা আগে