
টান টান উত্তেজনার খেলা ছিল ইউরো ২০২০–এর ফাইনাল ম্যাচ। শুধু ইউরোপ নয়, সারা বিশ্ব থেকে বিপুলসংখ্যক মানুষ টেলিভিশনে, ইন্টারনেটে দেখেছেন এই ম্যাচ। বাংলাদেশে আগের দিন কোপা আমেরিকার ব্রাজিল–আর্জেন্টিনা ফাইনাল ম্যাচ নিয়ে উত্তেজনার রেশ কাটতে না কাটতে শুরু হয় ইউরো ফাইনালের উন্মাদনা। রাত জেগে ইংল্যান্ড–ইতালির এই ম্যাচ দেখেছেন বাংলাদেশের বহু মানুষ।
এক হিসাবে দেখা যাচ্ছে, ইউরো ফাইনাল ম্যাচের শেষের উত্তেজনাপূর্ণ কয়েক মিনিটে টিভিতে দর্শক ছিল সর্বোচ্চ। এ সময় ৩ কোটি ৯৫ লাখ মানুষ টিভি পর্দায় চোখ রেখেছিলেন। দর্শক সংখ্যা চূড়ায় পৌঁছায় পেনাল্টি শুটআউটের সময়। রোববার ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ড–ইতালির এই ফাইনাল ম্যাচে টাইব্রেকারে ২–৩ গোলে কাপ জিতেছে ইতালি।
ইউরোপে বিবিসি এবং আইটিভি খেলাটি সরাসরি দেখায়। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে ইউরো কাপের ফাইনাল ম্যাচে যত মানুষ টিভি পর্দায় চোখ রেখেছিলেন গত কয়েক বছরের মধ্যে এটি সর্বোচ্চ।
অনলাইন নিউজ পোর্টাল ডেডলাইনের আন্তর্জাতিক বিভাগের সম্পাদক জেক ক্যান্টার বলেন, টিভির রেটিং এবং দর্শকের হিসাব নানাভাবে কাটছাঁট করা যায়। গত কয়েক বছরে এই পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। তবে এটা বলা নিরাপদ যে, রোববার খেলার সময় অন্তত যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ দর্শক পেয়েছে টেলিভিশন।
উল্লেখ্য, করোনা মহামারিতে বিধিনিষেধের মধ্যেও ইউরো কাপে গ্যালারি ভর্তি ছিল দর্শক। লন্ডনে ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড়। ইউরোপের অন্যান্য দেশে বিধিনিষেধের কঠোরতা থাকায় বেশির ভাগ মানুষ ঘরে বসে টিভিতে খেলা দেখেছেন।

টান টান উত্তেজনার খেলা ছিল ইউরো ২০২০–এর ফাইনাল ম্যাচ। শুধু ইউরোপ নয়, সারা বিশ্ব থেকে বিপুলসংখ্যক মানুষ টেলিভিশনে, ইন্টারনেটে দেখেছেন এই ম্যাচ। বাংলাদেশে আগের দিন কোপা আমেরিকার ব্রাজিল–আর্জেন্টিনা ফাইনাল ম্যাচ নিয়ে উত্তেজনার রেশ কাটতে না কাটতে শুরু হয় ইউরো ফাইনালের উন্মাদনা। রাত জেগে ইংল্যান্ড–ইতালির এই ম্যাচ দেখেছেন বাংলাদেশের বহু মানুষ।
এক হিসাবে দেখা যাচ্ছে, ইউরো ফাইনাল ম্যাচের শেষের উত্তেজনাপূর্ণ কয়েক মিনিটে টিভিতে দর্শক ছিল সর্বোচ্চ। এ সময় ৩ কোটি ৯৫ লাখ মানুষ টিভি পর্দায় চোখ রেখেছিলেন। দর্শক সংখ্যা চূড়ায় পৌঁছায় পেনাল্টি শুটআউটের সময়। রোববার ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ড–ইতালির এই ফাইনাল ম্যাচে টাইব্রেকারে ২–৩ গোলে কাপ জিতেছে ইতালি।
ইউরোপে বিবিসি এবং আইটিভি খেলাটি সরাসরি দেখায়। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে ইউরো কাপের ফাইনাল ম্যাচে যত মানুষ টিভি পর্দায় চোখ রেখেছিলেন গত কয়েক বছরের মধ্যে এটি সর্বোচ্চ।
অনলাইন নিউজ পোর্টাল ডেডলাইনের আন্তর্জাতিক বিভাগের সম্পাদক জেক ক্যান্টার বলেন, টিভির রেটিং এবং দর্শকের হিসাব নানাভাবে কাটছাঁট করা যায়। গত কয়েক বছরে এই পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। তবে এটা বলা নিরাপদ যে, রোববার খেলার সময় অন্তত যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ দর্শক পেয়েছে টেলিভিশন।
উল্লেখ্য, করোনা মহামারিতে বিধিনিষেধের মধ্যেও ইউরো কাপে গ্যালারি ভর্তি ছিল দর্শক। লন্ডনে ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড়। ইউরোপের অন্যান্য দেশে বিধিনিষেধের কঠোরতা থাকায় বেশির ভাগ মানুষ ঘরে বসে টিভিতে খেলা দেখেছেন।

ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা এবং ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে জড়িত দেশগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকির মুখে চাবাহার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।
২০ মিনিট আগে
ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজায় ‘শান্তি’ আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বোর্ড অব পিস’ গঠন করেছেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ ছিল এই ‘বোর্ড অব পিস’। গতকাল শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এই পর্ষদের সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস।
৪৩ মিনিট আগে
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ, জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
১২ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
১২ ঘণ্টা আগে