Ajker Patrika

বিদ্রোহীদের ওপর ইউক্রেনের হামলার অভিযোগ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৩৭
বিদ্রোহীদের ওপর ইউক্রেনের হামলার অভিযোগ

বিদ্রোহী যোদ্ধাদের ওপর ইউক্রেন গত ২৪ ঘণ্টায় অন্তত চারবার মর্টার, গ্রেনেড ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরায় এসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের স্বঘোষিত লুহানস্ক গণপ্রজাতন্ত্রের প্রতিনিধিদের দ্বারা জারি করা এক বিবৃতিতে এই হামলার দাবি করা হয়েছে। তবে এ ব্যাপারে ইউক্রেনের তরফ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিক্রিয়া জানায়নি অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ (ওসেক)।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পশ্চিম সামরিক জেলার ট্যাংক আর্মি থেকে সৈন্য ও সামরিক সরঞ্জাম মহড়ার পর সেনারা স্থায়ী স্থাপনার ঘাঁটিতে ফিরে আসতে শুরু করেছে। তবে ইউক্রেন বলেছে, তারা এর কোনো প্রমাণ দেখেনি। মার্কিন যুক্তরাষ্ট্রও বলেছে, তারা সন্দেহ করেছে যে রাশিয়া আসলে উপস্থিতি বাড়িয়েছে। 

বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার ৭ লাখ ২০ হাজারেরও বেশি বাসিন্দা রাশিয়ার নাগরিকত্ব ও পাসপোর্ট পেয়েছেন। এসবের পাশাপাশি ডোনেটক্স ও লুহানক্সের বাসিন্দাদের ক্রেমলিনের শাসক দলের সদস্যপদ ও অন্যান্য সুবিধা যেমন কোভিড টিকা বা ব্যবসা-বাণিজ্য করার প্রস্তাব দিয়েছে রাশিয়া। 

দীর্ঘদিন ধরেই ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। দেশটি তার নাগরিকদের অতিসত্বর ইউক্রেন ত্যাগ করতে বলেছে। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুরু থেকেই বলে আসছেন, ইউক্রেনে হামলা চালানোর কোনো পরিকল্পনা তাঁদের নেই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত