
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করেছে ন্যাটোর সদস্য দেশ স্লোভাকিয়া। ন্যাটোর পক্ষ থেকে সরবরাহকৃত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম স্লোভাকিয়ায় পৌঁছাতে শুরু করেছে এবং আগামী দিনেও অব্যাহত থাকবে। রোববার দেশটির প্রতিরক্ষামন্ত্রী এই তথ্য জানিয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানান গেছে।
গত ফেব্রুয়ারির ২৪ তারিখে রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণের পর এই প্রথম ন্যাটোভুক্ত দেশ তার সীমানায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে বলে খবর পাওয়া গেল। প্রাথমিকভাবে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্লোভাকিয়ার মধ্যাঞ্চলের স্লিয়াক বিমানবন্দরে মোতায়েন করা হবে।
স্লোভাকিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ন্যাটো বাহিনী ভুক্ত জার্মানি ও নেদারল্যান্ডসের সৈন্যদের দ্বারা পরিচালিত হবে। বিশ্লেষকেরা ধারণা করছেন এর মাধ্যমে ন্যাটোর পূর্ব ইউরোপমুখী নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে এবং ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ন্যাটোকে দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে উৎসাহিত করছে। একই সঙ্গে ইউক্রেনের প্রতিবেশী স্লোভাকিয়ায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করায় সংকট আরও ঘনীভূত হতে পারে।
স্লোভাকিয়ায় প্রতিরক্ষা মন্ত্রী জারোস্লাভ নাদ ফেসবুকে বলেছেন, ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর প্রথম চালানটি ধীরে ধীরে স্লোভাকিয়ায় আসছে। বিষয়টি নিশ্চিত করতে পেরে আশি খুবই খুশি।’ নাদ আরও জানান—প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রগুলো স্লোভাকিয়ায় সোভিয়েত যুগের যেসব এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ছিল তার পরিপূরক হতে যাচ্ছে। তবে নতুন আসা ক্ষেপণাস্ত্রগুলো এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে প্রতিস্থাপন করবে না।
স্লোভাকিয়ার প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, ‘অস্থায়ীভাবে এই ক্ষেপণাস্ত্রগুলো স্লিয়াক বিমান ঘাঁটিতে মোতায়েন করা হবে। আরও কোথায় কোথায় স্থাপন করা যায় তা নিয়ে পরামর্শ করা হচ্ছে যাতে এই নিরাপত্তা ছাতা স্লোভাকিয়ার অধিকাংশ এলাকাকে কভার করে।’ এর আগে, নাদ গত সপ্তাহে জানিয়েছিলেন—স্লোভাকিয়া ইউক্রেনকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র দিতে ইচ্ছুক যদি তারা এর একটি উপযুক্ত প্রতিস্থাপন ব্যবস্থা পায়।
এ দিকে, রাশিয়া ইউক্রেনে যেকোনো ধরনের আকাশ প্রতিরক্ষা চালানের বিরুদ্ধে সতর্ক করেছে।

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করেছে ন্যাটোর সদস্য দেশ স্লোভাকিয়া। ন্যাটোর পক্ষ থেকে সরবরাহকৃত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম স্লোভাকিয়ায় পৌঁছাতে শুরু করেছে এবং আগামী দিনেও অব্যাহত থাকবে। রোববার দেশটির প্রতিরক্ষামন্ত্রী এই তথ্য জানিয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানান গেছে।
গত ফেব্রুয়ারির ২৪ তারিখে রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণের পর এই প্রথম ন্যাটোভুক্ত দেশ তার সীমানায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে বলে খবর পাওয়া গেল। প্রাথমিকভাবে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্লোভাকিয়ার মধ্যাঞ্চলের স্লিয়াক বিমানবন্দরে মোতায়েন করা হবে।
স্লোভাকিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ন্যাটো বাহিনী ভুক্ত জার্মানি ও নেদারল্যান্ডসের সৈন্যদের দ্বারা পরিচালিত হবে। বিশ্লেষকেরা ধারণা করছেন এর মাধ্যমে ন্যাটোর পূর্ব ইউরোপমুখী নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে এবং ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ন্যাটোকে দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে উৎসাহিত করছে। একই সঙ্গে ইউক্রেনের প্রতিবেশী স্লোভাকিয়ায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করায় সংকট আরও ঘনীভূত হতে পারে।
স্লোভাকিয়ায় প্রতিরক্ষা মন্ত্রী জারোস্লাভ নাদ ফেসবুকে বলেছেন, ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর প্রথম চালানটি ধীরে ধীরে স্লোভাকিয়ায় আসছে। বিষয়টি নিশ্চিত করতে পেরে আশি খুবই খুশি।’ নাদ আরও জানান—প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রগুলো স্লোভাকিয়ায় সোভিয়েত যুগের যেসব এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ছিল তার পরিপূরক হতে যাচ্ছে। তবে নতুন আসা ক্ষেপণাস্ত্রগুলো এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে প্রতিস্থাপন করবে না।
স্লোভাকিয়ার প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, ‘অস্থায়ীভাবে এই ক্ষেপণাস্ত্রগুলো স্লিয়াক বিমান ঘাঁটিতে মোতায়েন করা হবে। আরও কোথায় কোথায় স্থাপন করা যায় তা নিয়ে পরামর্শ করা হচ্ছে যাতে এই নিরাপত্তা ছাতা স্লোভাকিয়ার অধিকাংশ এলাকাকে কভার করে।’ এর আগে, নাদ গত সপ্তাহে জানিয়েছিলেন—স্লোভাকিয়া ইউক্রেনকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র দিতে ইচ্ছুক যদি তারা এর একটি উপযুক্ত প্রতিস্থাপন ব্যবস্থা পায়।
এ দিকে, রাশিয়া ইউক্রেনে যেকোনো ধরনের আকাশ প্রতিরক্ষা চালানের বিরুদ্ধে সতর্ক করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
১ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
২ ঘণ্টা আগে
ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
৩ ঘণ্টা আগে
ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
৪ ঘণ্টা আগে