
গত ২৬ ফেব্রুয়ারি ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মেলিতোপোল দখলে নেয় রাশিয়া। মেলিতোপোল শহরের নির্বাচিত মেয়রকে গত শুক্রবার আটক করা হয়। সেখানে নতুন মেয়র নিয়োগ দেওয়া হয়েছে। জারোপিরিঝিয়া আঞ্চলিক প্রশাসনের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মেলিতোপোলের নির্বাচিত মেয়র ইভান ফেডোরভকে গত শুক্রবার আটক করে রাশিয়া। তাঁর পরিবর্তে সিটি কাউন্সিলের সাবেক ডেপুটি গ্যালিনা ড্যানিলচেঙ্কোকে নিয়োগ দেওয়া হয়েছে।
দায়িত্ব নিয়ে নতুন মেয়র গ্যালিনা ড্যানিলচেঙ্কো বলেছেন, ‘এখন প্রধান কাজ হলো শহরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা।’
মেয়র গ্যালিনা ড্যানিলচেঙ্কো আরও বলেন, ‘সম্মানিত জনপ্রতিনিধিগণ, আমরা জনগণের দ্বারা নির্বাচিত হয়েছি। সর্বোপরি আমাদের কর্তব্য হচ্ছে জনগণের কল্যাণের বিষয়টি নিশ্চিত করা।’
বিবিসি বলছে, ইউক্রেনের কর্মকর্তাদের এক ভিডিও পোস্টে দেখা গেছে, শুক্রবার চোখ বেঁধে নির্বাচিত মেয়র ইভান ফেদোরভকে নিয়ে যাওয়া হচ্ছে।
এদিকে ইউক্রেনের মেয়রকে আটকের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন ইউক্রেনীয়রা। শনিবার মেয়রের মুক্তির দাবিতে প্রশাসন ভবন ঘেরাও করেন শত শত মানুষ।
এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, ‘দখলদাররা মেলিতোপোলের মেয়রকে অপহরণ করেছে। ইউক্রেনের জনগণ তাঁর মুক্তি দাবি করছে। আমাদের দাবি খুবই সহজ, অবিলম্বে তাঁর মুক্তি চাই। ফেদোরভ একজন সাহসী মেয়র। তিনি অদম্য সাহসিকতার সঙ্গে নিজের শহরের মানুষদের রক্ষা করছিলেন।’
রুশ বাহিনীকে আইএসের সন্ত্রাসীদের সঙ্গে তুলনা করে জেলেনস্কি বলেন, ‘মেয়রকে অপহরণ করা শুধু একজন ব্যক্তির বিরুদ্ধেই অপরাধ নয়, এটি একটি সম্প্রদায়ের বিরুদ্ধে অপরাধ এবং ইউক্রেনের বিরুদ্ধে অপরাধ। এমনকি এটা গণতন্ত্রের বিরুদ্ধে অপরাধ। রুশ বাহিনী আইএসের সন্ত্রাসীদের মতো কাজ করছে।’

গত ২৬ ফেব্রুয়ারি ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মেলিতোপোল দখলে নেয় রাশিয়া। মেলিতোপোল শহরের নির্বাচিত মেয়রকে গত শুক্রবার আটক করা হয়। সেখানে নতুন মেয়র নিয়োগ দেওয়া হয়েছে। জারোপিরিঝিয়া আঞ্চলিক প্রশাসনের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মেলিতোপোলের নির্বাচিত মেয়র ইভান ফেডোরভকে গত শুক্রবার আটক করে রাশিয়া। তাঁর পরিবর্তে সিটি কাউন্সিলের সাবেক ডেপুটি গ্যালিনা ড্যানিলচেঙ্কোকে নিয়োগ দেওয়া হয়েছে।
দায়িত্ব নিয়ে নতুন মেয়র গ্যালিনা ড্যানিলচেঙ্কো বলেছেন, ‘এখন প্রধান কাজ হলো শহরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা।’
মেয়র গ্যালিনা ড্যানিলচেঙ্কো আরও বলেন, ‘সম্মানিত জনপ্রতিনিধিগণ, আমরা জনগণের দ্বারা নির্বাচিত হয়েছি। সর্বোপরি আমাদের কর্তব্য হচ্ছে জনগণের কল্যাণের বিষয়টি নিশ্চিত করা।’
বিবিসি বলছে, ইউক্রেনের কর্মকর্তাদের এক ভিডিও পোস্টে দেখা গেছে, শুক্রবার চোখ বেঁধে নির্বাচিত মেয়র ইভান ফেদোরভকে নিয়ে যাওয়া হচ্ছে।
এদিকে ইউক্রেনের মেয়রকে আটকের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন ইউক্রেনীয়রা। শনিবার মেয়রের মুক্তির দাবিতে প্রশাসন ভবন ঘেরাও করেন শত শত মানুষ।
এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, ‘দখলদাররা মেলিতোপোলের মেয়রকে অপহরণ করেছে। ইউক্রেনের জনগণ তাঁর মুক্তি দাবি করছে। আমাদের দাবি খুবই সহজ, অবিলম্বে তাঁর মুক্তি চাই। ফেদোরভ একজন সাহসী মেয়র। তিনি অদম্য সাহসিকতার সঙ্গে নিজের শহরের মানুষদের রক্ষা করছিলেন।’
রুশ বাহিনীকে আইএসের সন্ত্রাসীদের সঙ্গে তুলনা করে জেলেনস্কি বলেন, ‘মেয়রকে অপহরণ করা শুধু একজন ব্যক্তির বিরুদ্ধেই অপরাধ নয়, এটি একটি সম্প্রদায়ের বিরুদ্ধে অপরাধ এবং ইউক্রেনের বিরুদ্ধে অপরাধ। এমনকি এটা গণতন্ত্রের বিরুদ্ধে অপরাধ। রুশ বাহিনী আইএসের সন্ত্রাসীদের মতো কাজ করছে।’

গাজা শান্তি পরিকল্পনার অর্থাৎ,শান্তি পরিকল্পনার অর্থাৎ, যুদ্ধবিরতির পাশাপাশি অঞ্চলটির পুনর্গঠন প্রক্রিয়ার ‘দ্বিতীয় ধাপ’ নিয়ে আপত্তি জানিয়েছে ইসরায়েল। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আপত্তিতে কান দিচ্ছেন না।
৩৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে বর্তমান শাসনকাঠামো ও নেতৃত্ব পরিবর্তনের সময় এসে গেছে। গতকাল শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়াতুল্লাহ আলী খামেনির ৩৭ বছরের শাসনের অবসান ঘটানোর এই আহ্বান জানান। খবর পলিটিকোর
১ ঘণ্টা আগে
ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
১০ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
১০ ঘণ্টা আগে