Ajker Patrika

সীড ভল্টে যুক্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদের আরও ৮হাজার নমুনা 

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ১১
সীড ভল্টে যুক্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদের আরও ৮হাজার নমুনা 

পৃথিবীতে বিদ্যমান নানা প্রজাতির উদ্ভিদের বীজ ও জিন সংরক্ষণের জন্য নরওয়ের স্ভালবার্দে ‘গ্লোবাল সিড ভল্ট’ নামে একটি বীজ সংরক্ষণাগার গড়ে তোলা হয়েছে। সোমবার সেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা বেশ কয়েক প্রজাতির উদ্ভিদের বীজ সংরক্ষণ করার জন্য সেখানে নিয়ে যাওয়া হবে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছ। 

সোমবার সুদান, উগান্ডা, নিউজিল্যান্ড, জার্মানি এবং লেবানন থেকে নানা ধরনে উদ্ভিদের জিন এবং বীজ সেখানে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জোয়ার, বাজরা বা মিলেট, যবের মতো বিভিন্ন শস্যের বীজ নিয়ে যাওয়া হয়েছে সেখানে। 

এর মধ্যে ইন্টারন্যাশনাল সেন্টার ফর এগ্রিকালচার ইন ড্রাই এরিয়াস (আইসিএআরডিএ) সিড ভল্টে বিভিন্ন উদ্ভিদ প্রজাতির প্রায় ৮০০০ নমুনা জমা করতে যাচ্ছে। 

এ নিয়ে তৃতীয়বারের মতো উদ্ভিদ বীজের চালান সেখানে নেওয়া হচ্ছে। আর্কটিক অঞ্চলের দেশ নরওয়ের স্পিটবার্জেন দ্বীপের পাহাড়ি এলাকায় অবস্থিত এই সিড ভল্টে প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ, খরা, রোগ বালাইসহ নানা ধরনের প্রতিকূলতা এমনকি পৃথিবীর বাইরে থেকে আগত কোনো বিপদের হাত থেকে পৃথিবীর উদ্ভিদ প্রজাতি রক্ষার্থে বীজ সংরক্ষণ করা হয়। 

বিশ্বের ৮৯টি সিড ব্যাংক থেকে এই ভল্টে আবাদযোগ্য প্রায় ৬ হাজার উদ্ভিদের ১১ লাখ প্রজাতির বীজ ও জিন নমুনা সংরক্ষণ করা হয়েছে। 

উল্লেখ্য, বছরে খুব অল্প কয়েকবারই এই ভল্টটি খোলা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত