
বেসামরিক মানুষদের নিরাপদে স্থান ত্যাগের সুযোগ দিতে রাশিয়া এবার চারটি মানবিক করিডর খুলে দেওয়ার কথা জানিয়েছে। এ উপলক্ষে ইউক্রেনের চারটি শহরে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে মস্কোভিত্তিক বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এই তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
এদিকে, ব্রিটিশ গণমাধ্যম বিবিসিও একই খবর প্রকাশ করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভসহ চারটি শহরে রাশিয়া মানবিক করিডর খুলে দেবে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর স্থানীয় সময় সোমবার সকাল ১০টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এ সময় রুশ সেনারা শহর চারটিতে কোনো হামলা করবে না।
যুদ্ধবিরতি ঘোষণা করা শহর চারটি হচ্ছে, কিয়েভ, খারকিভ, মারিউপোল এবং সুমি।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর ব্যক্তিগত অনুরোধে এবং সেসব শহরের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মানবিক করিডর খুলে দেওয়া হচ্ছে।
তবে ইউক্রেনের কর্মকর্তারা এখনো যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করতে পারেননি বলে বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে। বিবিসি জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও শহর চারটিতে রুশ হামলা অব্যাহত রয়েছে।
এর আগে মারিউপোল শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য দুই দফা যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল। তবে তা ফলপ্রসূ হয়নি। আন্তর্জাতিক রেডক্রস জানায় মারিউপোল থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার উদ্যোগ ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার জন্য রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দোষারোপ করেছে।
এরই মধ্যে আজ তৃতীয় দফা শান্তি আলোচনার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ও ইউক্রেন।

বেসামরিক মানুষদের নিরাপদে স্থান ত্যাগের সুযোগ দিতে রাশিয়া এবার চারটি মানবিক করিডর খুলে দেওয়ার কথা জানিয়েছে। এ উপলক্ষে ইউক্রেনের চারটি শহরে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে মস্কোভিত্তিক বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এই তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
এদিকে, ব্রিটিশ গণমাধ্যম বিবিসিও একই খবর প্রকাশ করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভসহ চারটি শহরে রাশিয়া মানবিক করিডর খুলে দেবে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর স্থানীয় সময় সোমবার সকাল ১০টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এ সময় রুশ সেনারা শহর চারটিতে কোনো হামলা করবে না।
যুদ্ধবিরতি ঘোষণা করা শহর চারটি হচ্ছে, কিয়েভ, খারকিভ, মারিউপোল এবং সুমি।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর ব্যক্তিগত অনুরোধে এবং সেসব শহরের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মানবিক করিডর খুলে দেওয়া হচ্ছে।
তবে ইউক্রেনের কর্মকর্তারা এখনো যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করতে পারেননি বলে বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে। বিবিসি জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও শহর চারটিতে রুশ হামলা অব্যাহত রয়েছে।
এর আগে মারিউপোল শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য দুই দফা যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল। তবে তা ফলপ্রসূ হয়নি। আন্তর্জাতিক রেডক্রস জানায় মারিউপোল থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার উদ্যোগ ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার জন্য রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দোষারোপ করেছে।
এরই মধ্যে আজ তৃতীয় দফা শান্তি আলোচনার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ও ইউক্রেন।

গাজা শান্তি পরিকল্পনার অর্থাৎ,শান্তি পরিকল্পনার অর্থাৎ, যুদ্ধবিরতির পাশাপাশি অঞ্চলটির পুনর্গঠন প্রক্রিয়ার ‘দ্বিতীয় ধাপ’ নিয়ে আপত্তি জানিয়েছে ইসরায়েল। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আপত্তিতে কান দিচ্ছেন না।
৩৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে বর্তমান শাসনকাঠামো ও নেতৃত্ব পরিবর্তনের সময় এসে গেছে। গতকাল শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়াতুল্লাহ আলী খামেনির ৩৭ বছরের শাসনের অবসান ঘটানোর এই আহ্বান জানান। খবর পলিটিকোর
১ ঘণ্টা আগে
ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
১০ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
১০ ঘণ্টা আগে