
সামাজিক প্ল্যাটফর্ম ফেসবুকে ইহুদি ও শ্বেতাঙ্গ বিদ্বেষী একাধিক পোস্ট দেওয়ার অভিযোগে চাকরি হারিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক কর্মী। তিনি একাধিক পোস্টে ইহুদিদের ‘নাৎসি’ এবং শ্বেতাঙ্গদের ‘পরজীবী’ বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ডন কুয়েভা নামের এই কর্মী লন্ডনে বিবিসির অন্যতম শাখা কার্যালয় বিবিসি থ্রি’র শিডিউল কো-অর্ডিনেটর হিসেবে কাজ করতেন। তার ফেসবুক আইডির নাম ডন লাস কুয়েভাস অ্যালেন। ফেসবুক পোস্টে তিনি ইহুদিদের ‘নাৎসি বর্ণবাদী পরজীবী’ বলে আখ্যা দেন—যাদের অর্থায়ন করছে ‘হলোহোক্স’। মূলত, হলোকাস্ট বা গণহত্যাকে ব্যঙ্গ করেই তিনি শব্দটি ব্যবহার করেছেন বলে ধারণা করা হয়।
তার পোস্টগুলো পর্যালোচনা করে দেখা গেছে, তিনি এর আগেও ইহুদি ও শ্বেতাঙ্গদের আক্রমণ করেছেন। শ্বেতাঙ্গদের তিনি ‘ভাইরাস’ এবং অভিযোজন প্রত্যাখ্যান করা প্রজাতি হিসেবে অভিহিত করেছেন। এ ছাড়া, ইহুদিদের উপাসনালয় সিনাগগকে ‘শয়তানের উপাসনালয়’ বলেছেন তিনি।
লিংকডইন প্রোফাইলে ডন কুয়েভার ঠিকানা দেওয়া আছে লন্ডন। তিনি যুক্তরাজ্যকে ‘ধর্মান্ধ’ এবং ‘গণহত্যাকারী’ বলেও অভিহিত করেছেন। যুক্তরাজ্যকে ইউকেকেকে বলেও অভিহিত করেন তিনি। যেখানে কেকেকে বলতে কু ক্ল্যাক্স ক্ল্যান বুঝিয়েছেন তিনি। কু ক্ল্যাক্স ক্ল্যান হচ্ছে যুক্তরাষ্ট্রের কট্টর ডানপন্থী সন্ত্রাসী সংগঠন।
শ্বেতাঙ্গ ইউরোপীয়দের তিনি ‘মেলানিন বিহীন পরজীবী’ বলেও দাবি করেছেন। মূলত, মানবদেহে মেলানিন নামক জৈব যৌগের উপস্থিতির তারতম্যের কারণেই চুল ও ত্বকের রং ভিন্ন হয়। যাদের শরীরে মেলানিনের পরিমাণ বেশি থাকে, তাদের চুল ও ত্বকের রং কালো হয়।
ডন কুয়েভা একটি পোস্টে দাবি করেন যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের ওপর চালানো গণহত্যায় অর্থায়ন করেছিল রথসচাইল্ড পরিবার। অর্থাৎ, ইহুদিরা নিজেরাই নিজেদের গণহত্যায় টাকা ঢেলেছে। আরেক পোস্টে তিনি বলেন, সম্মতি ছাড়াই কৃষ্ণাঙ্গ নারীদের জোরপূর্বক স্থায়ীভাবে বন্ধ্যাকরণের চেষ্টা করছে ইসরায়েল।
ডন কুয়েভার চাকরিচ্যুতির ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে এখনো প্রকাশ করেনি বিবিসি।

সামাজিক প্ল্যাটফর্ম ফেসবুকে ইহুদি ও শ্বেতাঙ্গ বিদ্বেষী একাধিক পোস্ট দেওয়ার অভিযোগে চাকরি হারিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক কর্মী। তিনি একাধিক পোস্টে ইহুদিদের ‘নাৎসি’ এবং শ্বেতাঙ্গদের ‘পরজীবী’ বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ডন কুয়েভা নামের এই কর্মী লন্ডনে বিবিসির অন্যতম শাখা কার্যালয় বিবিসি থ্রি’র শিডিউল কো-অর্ডিনেটর হিসেবে কাজ করতেন। তার ফেসবুক আইডির নাম ডন লাস কুয়েভাস অ্যালেন। ফেসবুক পোস্টে তিনি ইহুদিদের ‘নাৎসি বর্ণবাদী পরজীবী’ বলে আখ্যা দেন—যাদের অর্থায়ন করছে ‘হলোহোক্স’। মূলত, হলোকাস্ট বা গণহত্যাকে ব্যঙ্গ করেই তিনি শব্দটি ব্যবহার করেছেন বলে ধারণা করা হয়।
তার পোস্টগুলো পর্যালোচনা করে দেখা গেছে, তিনি এর আগেও ইহুদি ও শ্বেতাঙ্গদের আক্রমণ করেছেন। শ্বেতাঙ্গদের তিনি ‘ভাইরাস’ এবং অভিযোজন প্রত্যাখ্যান করা প্রজাতি হিসেবে অভিহিত করেছেন। এ ছাড়া, ইহুদিদের উপাসনালয় সিনাগগকে ‘শয়তানের উপাসনালয়’ বলেছেন তিনি।
লিংকডইন প্রোফাইলে ডন কুয়েভার ঠিকানা দেওয়া আছে লন্ডন। তিনি যুক্তরাজ্যকে ‘ধর্মান্ধ’ এবং ‘গণহত্যাকারী’ বলেও অভিহিত করেছেন। যুক্তরাজ্যকে ইউকেকেকে বলেও অভিহিত করেন তিনি। যেখানে কেকেকে বলতে কু ক্ল্যাক্স ক্ল্যান বুঝিয়েছেন তিনি। কু ক্ল্যাক্স ক্ল্যান হচ্ছে যুক্তরাষ্ট্রের কট্টর ডানপন্থী সন্ত্রাসী সংগঠন।
শ্বেতাঙ্গ ইউরোপীয়দের তিনি ‘মেলানিন বিহীন পরজীবী’ বলেও দাবি করেছেন। মূলত, মানবদেহে মেলানিন নামক জৈব যৌগের উপস্থিতির তারতম্যের কারণেই চুল ও ত্বকের রং ভিন্ন হয়। যাদের শরীরে মেলানিনের পরিমাণ বেশি থাকে, তাদের চুল ও ত্বকের রং কালো হয়।
ডন কুয়েভা একটি পোস্টে দাবি করেন যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের ওপর চালানো গণহত্যায় অর্থায়ন করেছিল রথসচাইল্ড পরিবার। অর্থাৎ, ইহুদিরা নিজেরাই নিজেদের গণহত্যায় টাকা ঢেলেছে। আরেক পোস্টে তিনি বলেন, সম্মতি ছাড়াই কৃষ্ণাঙ্গ নারীদের জোরপূর্বক স্থায়ীভাবে বন্ধ্যাকরণের চেষ্টা করছে ইসরায়েল।
ডন কুয়েভার চাকরিচ্যুতির ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে এখনো প্রকাশ করেনি বিবিসি।

আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
২৯ মিনিট আগে
এই ভাষণে প্রথমবারের মতো খামেনি বিক্ষোভকারীদের মৃত্যুর সংখ্যা ‘হাজার হাজার’ বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্তরা এখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে।’
৪৩ মিনিট আগে
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস জেলায় ১১ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের (আইএটি) একটি ফ্লাইট নিখোঁজ হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় বেলা ১টা ১৭ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির শেষ যোগাযোগ হয়েছিল।
২ ঘণ্টা আগে
পাকিস্তানের পাঞ্জাব ও বেলুচিস্তান প্রদেশে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছেন। আজ শনিবার ভোরে পাঞ্জাবের সারগোধা জেলায় একটি ট্রাক খালে পড়ে গেলে ১৪ জন মারা যান। অন্যদিকে বেলুচিস্তানের ওরমারা মহকুমার কাছে একটি যাত্রীবাহী কোচ উল্টে ১০ জন নিহত হন।
২ ঘণ্টা আগে