
করোনা শুরু থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১ কোটি রোগী শনাক্ত হওয়া দেশের সংখ্যা ছিল ৫টি। ১ জানুয়ারি শনিবার বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে এই তালিকায় প্রবেশ করেছে ফ্রান্স। শনিবার প্রকাশিত সরকারি তথ্য অনুসারে এ তালিকায় দেশটির নাম উঠে আসে।
ফ্রান্সের আগে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, ব্রিটেন এবং রাশিয়ায় ১ কোটির বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।
ফরাসি স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রকাশিত শনিবারের প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে ২ লাখ ১৯ হাজার ১২৬ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা চার দিন দেশটিতে ২ লাখের বেশি রোগী শনাক্ত হওয়ার রেকর্ড হল।
এর আগে শুক্রবার ফ্রান্সে রেকর্ড ২ লাখ ৩২ হাজার ২০০ জনের করোনা শনাক্তের পরে শনিবার দ্বিতীয় সর্বোচ্চ রোগী শনাক্ত হলে প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাখো সতর্ক করেছিলেন যে আগামী কয়েক সপ্তাহ করোনা বিধিনিষেধ কঠিন হবে।
নতুন বছর শুরুর আগের ভাষণে মাখো এরই মধ্যে ঘোষণা করা বিধিনিষেধ বাড়ানোর প্রয়োজনের কথা উল্লেখ করেননি। বরং বলেছেন, সরকারকে ব্যক্তি স্বাধীনতাকে আরও সীমাবদ্ধ করা থেকে বিরত থাকতে হবে।
তবে শনিবারের করোনা শনাক্ত দেখে শঙ্কা ছড়িয়ে পড়ায় সরকার ঘোষণা দিয়েছে, সোমবার থেকে জনসমাগমে মাস্ক পরা বাধ্যতামূলক। ছয় বছরের চেয়ে বেশি বয়সী শিশুদের জন্যও এই নিয়ম প্রযোজ্য হবে। এরই মধ্যে প্যারিস এবং লিয়নসহ কিছু বড় শহরের রাস্তায় সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
গত ৭ দিনে ফ্রান্সে দৈনিক গড়ে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৬৫১ জন। যা দেশটিতে যে কোন সপ্তাহের গড়ের চেয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ। এই সংখ্যা ১ মাসে শনাক্ত হওয়া রোগীর তুলনায় পাঁচগুণ।
প্রতিদিন দেশটির হাসপাতালে করোনা রোগী ভর্তির সংখ্যাও নিয়মিত বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ১১০ জন বেড়ে ১ লাখ ২৩ হাজার ৮৫১ জনে দাঁড়িয়েছে। মৃতের হিসেবে ফ্রান্স বিশ্বব্যাপী ১২ তম অবস্থানে রয়েছে। সপ্তাহে দৈনিক গড় মৃত্যু বেড়ে ১৮৬ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা ১৪ মে থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ।

করোনা শুরু থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১ কোটি রোগী শনাক্ত হওয়া দেশের সংখ্যা ছিল ৫টি। ১ জানুয়ারি শনিবার বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে এই তালিকায় প্রবেশ করেছে ফ্রান্স। শনিবার প্রকাশিত সরকারি তথ্য অনুসারে এ তালিকায় দেশটির নাম উঠে আসে।
ফ্রান্সের আগে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, ব্রিটেন এবং রাশিয়ায় ১ কোটির বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।
ফরাসি স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রকাশিত শনিবারের প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে ২ লাখ ১৯ হাজার ১২৬ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা চার দিন দেশটিতে ২ লাখের বেশি রোগী শনাক্ত হওয়ার রেকর্ড হল।
এর আগে শুক্রবার ফ্রান্সে রেকর্ড ২ লাখ ৩২ হাজার ২০০ জনের করোনা শনাক্তের পরে শনিবার দ্বিতীয় সর্বোচ্চ রোগী শনাক্ত হলে প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাখো সতর্ক করেছিলেন যে আগামী কয়েক সপ্তাহ করোনা বিধিনিষেধ কঠিন হবে।
নতুন বছর শুরুর আগের ভাষণে মাখো এরই মধ্যে ঘোষণা করা বিধিনিষেধ বাড়ানোর প্রয়োজনের কথা উল্লেখ করেননি। বরং বলেছেন, সরকারকে ব্যক্তি স্বাধীনতাকে আরও সীমাবদ্ধ করা থেকে বিরত থাকতে হবে।
তবে শনিবারের করোনা শনাক্ত দেখে শঙ্কা ছড়িয়ে পড়ায় সরকার ঘোষণা দিয়েছে, সোমবার থেকে জনসমাগমে মাস্ক পরা বাধ্যতামূলক। ছয় বছরের চেয়ে বেশি বয়সী শিশুদের জন্যও এই নিয়ম প্রযোজ্য হবে। এরই মধ্যে প্যারিস এবং লিয়নসহ কিছু বড় শহরের রাস্তায় সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
গত ৭ দিনে ফ্রান্সে দৈনিক গড়ে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৬৫১ জন। যা দেশটিতে যে কোন সপ্তাহের গড়ের চেয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ। এই সংখ্যা ১ মাসে শনাক্ত হওয়া রোগীর তুলনায় পাঁচগুণ।
প্রতিদিন দেশটির হাসপাতালে করোনা রোগী ভর্তির সংখ্যাও নিয়মিত বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ১১০ জন বেড়ে ১ লাখ ২৩ হাজার ৮৫১ জনে দাঁড়িয়েছে। মৃতের হিসেবে ফ্রান্স বিশ্বব্যাপী ১২ তম অবস্থানে রয়েছে। সপ্তাহে দৈনিক গড় মৃত্যু বেড়ে ১৮৬ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা ১৪ মে থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে অভিবাসন কর্মকর্তার গুলিতে ৩৭ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ট্রাম্প প্রশাসনের আত্মরক্ষার দাবি প্রত্যাখ্যান করেছেন স্থানীয় কর্মকর্তারা।
৩৪ মিনিট আগে
ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) নেতা আইদারুস আল-জুবাইদি রিয়াদে নির্ধারিত শান্তি আলোচনায় যোগ না দিয়ে সোমালিল্যান্ড হয়ে সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে গেছেন। এদিকে, রিয়াদে যাওয়া এসটিসির আলোচক দল উধাও হয়ে গেছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
পাকিস্তান ও সৌদি আরব প্রায় ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারের সৌদি ঋণকে জেএফ-১৭ যুদ্ধবিমান চুক্তিতে রূপান্তর করার বিষয়ে আলোচনা চালাচ্ছে বলে পাকিস্তানি দুটি সূত্র জানিয়েছে। তবে এই পুরো প্রতিরক্ষা চুক্তির মূল্য আসলে ৪ বিলিয়ন বা ৪০০ কোটি ডলার। গত বছর স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির কয়েক...
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, জলবায়ু পরিবর্তন, শান্তি ও গণতন্ত্রের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার প্রধান প্ল্যাটফর্মসহ ৬৬টি জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে তাঁর প্রশাসন। খবর আল জাজিরার
২ ঘণ্টা আগে