
করোনা শুরু থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১ কোটি রোগী শনাক্ত হওয়া দেশের সংখ্যা ছিল ৫টি। ১ জানুয়ারি শনিবার বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে এই তালিকায় প্রবেশ করেছে ফ্রান্স। শনিবার প্রকাশিত সরকারি তথ্য অনুসারে এ তালিকায় দেশটির নাম উঠে আসে।
ফ্রান্সের আগে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, ব্রিটেন এবং রাশিয়ায় ১ কোটির বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।
ফরাসি স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রকাশিত শনিবারের প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে ২ লাখ ১৯ হাজার ১২৬ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা চার দিন দেশটিতে ২ লাখের বেশি রোগী শনাক্ত হওয়ার রেকর্ড হল।
এর আগে শুক্রবার ফ্রান্সে রেকর্ড ২ লাখ ৩২ হাজার ২০০ জনের করোনা শনাক্তের পরে শনিবার দ্বিতীয় সর্বোচ্চ রোগী শনাক্ত হলে প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাখো সতর্ক করেছিলেন যে আগামী কয়েক সপ্তাহ করোনা বিধিনিষেধ কঠিন হবে।
নতুন বছর শুরুর আগের ভাষণে মাখো এরই মধ্যে ঘোষণা করা বিধিনিষেধ বাড়ানোর প্রয়োজনের কথা উল্লেখ করেননি। বরং বলেছেন, সরকারকে ব্যক্তি স্বাধীনতাকে আরও সীমাবদ্ধ করা থেকে বিরত থাকতে হবে।
তবে শনিবারের করোনা শনাক্ত দেখে শঙ্কা ছড়িয়ে পড়ায় সরকার ঘোষণা দিয়েছে, সোমবার থেকে জনসমাগমে মাস্ক পরা বাধ্যতামূলক। ছয় বছরের চেয়ে বেশি বয়সী শিশুদের জন্যও এই নিয়ম প্রযোজ্য হবে। এরই মধ্যে প্যারিস এবং লিয়নসহ কিছু বড় শহরের রাস্তায় সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
গত ৭ দিনে ফ্রান্সে দৈনিক গড়ে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৬৫১ জন। যা দেশটিতে যে কোন সপ্তাহের গড়ের চেয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ। এই সংখ্যা ১ মাসে শনাক্ত হওয়া রোগীর তুলনায় পাঁচগুণ।
প্রতিদিন দেশটির হাসপাতালে করোনা রোগী ভর্তির সংখ্যাও নিয়মিত বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ১১০ জন বেড়ে ১ লাখ ২৩ হাজার ৮৫১ জনে দাঁড়িয়েছে। মৃতের হিসেবে ফ্রান্স বিশ্বব্যাপী ১২ তম অবস্থানে রয়েছে। সপ্তাহে দৈনিক গড় মৃত্যু বেড়ে ১৮৬ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা ১৪ মে থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ।

করোনা শুরু থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১ কোটি রোগী শনাক্ত হওয়া দেশের সংখ্যা ছিল ৫টি। ১ জানুয়ারি শনিবার বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে এই তালিকায় প্রবেশ করেছে ফ্রান্স। শনিবার প্রকাশিত সরকারি তথ্য অনুসারে এ তালিকায় দেশটির নাম উঠে আসে।
ফ্রান্সের আগে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, ব্রিটেন এবং রাশিয়ায় ১ কোটির বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।
ফরাসি স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রকাশিত শনিবারের প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে ২ লাখ ১৯ হাজার ১২৬ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা চার দিন দেশটিতে ২ লাখের বেশি রোগী শনাক্ত হওয়ার রেকর্ড হল।
এর আগে শুক্রবার ফ্রান্সে রেকর্ড ২ লাখ ৩২ হাজার ২০০ জনের করোনা শনাক্তের পরে শনিবার দ্বিতীয় সর্বোচ্চ রোগী শনাক্ত হলে প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাখো সতর্ক করেছিলেন যে আগামী কয়েক সপ্তাহ করোনা বিধিনিষেধ কঠিন হবে।
নতুন বছর শুরুর আগের ভাষণে মাখো এরই মধ্যে ঘোষণা করা বিধিনিষেধ বাড়ানোর প্রয়োজনের কথা উল্লেখ করেননি। বরং বলেছেন, সরকারকে ব্যক্তি স্বাধীনতাকে আরও সীমাবদ্ধ করা থেকে বিরত থাকতে হবে।
তবে শনিবারের করোনা শনাক্ত দেখে শঙ্কা ছড়িয়ে পড়ায় সরকার ঘোষণা দিয়েছে, সোমবার থেকে জনসমাগমে মাস্ক পরা বাধ্যতামূলক। ছয় বছরের চেয়ে বেশি বয়সী শিশুদের জন্যও এই নিয়ম প্রযোজ্য হবে। এরই মধ্যে প্যারিস এবং লিয়নসহ কিছু বড় শহরের রাস্তায় সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
গত ৭ দিনে ফ্রান্সে দৈনিক গড়ে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৬৫১ জন। যা দেশটিতে যে কোন সপ্তাহের গড়ের চেয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ। এই সংখ্যা ১ মাসে শনাক্ত হওয়া রোগীর তুলনায় পাঁচগুণ।
প্রতিদিন দেশটির হাসপাতালে করোনা রোগী ভর্তির সংখ্যাও নিয়মিত বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ১১০ জন বেড়ে ১ লাখ ২৩ হাজার ৮৫১ জনে দাঁড়িয়েছে। মৃতের হিসেবে ফ্রান্স বিশ্বব্যাপী ১২ তম অবস্থানে রয়েছে। সপ্তাহে দৈনিক গড় মৃত্যু বেড়ে ১৮৬ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা ১৪ মে থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৭ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৮ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
১০ ঘণ্টা আগে