
জম্পেশ আড্ডার অনুষঙ্গ ও ক্লান্তিমুক্তির টনিক হিসেবে কফির সমাদর বিশ্বব্যাপী। এবার জানা গেল, স্মৃতি ভুলে যাওয়া রোধসহ আয়ু বাড়াতেও এই পানীয়টি রাখে চমৎকার ভূমিকা।
নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের বরাত দিয়ে পজিটিভ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, কফি পানে বিষণ্নতা, লিভার সিরোসিস-ক্যানসার, মেলানোমা, প্রোস্টেট ক্যানসার, পারকিনসন্স ডিজিজ, হার্ট ডিজিজ, ডায়াবেটিস ও পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি কমে। এ ক্ষেত্রে কফিতে থাকা কিছু স্বাস্থ্যকরী উপাদানের ভূমিকা রয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা অনুসারে, কফি আলঝেইমার (ভুলে যাওয়া রোগ) থেকে রক্ষা পেতে সাহায্য করে। নিয়মিত কফি পান করেন এমন লোকদের করোনারি হৃদ্রোগ, স্ট্রোক, ডায়াবেটিস এবং কিডনি রোগে মৃত্যুর সংখ্যা কফি পান না করাদের তুলনায় অনেক কম।
২ লাখের বেশি লোকের ওপর ৩০ বছর গবেষণা চালিয়ে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন জানায়, দিনে ৩ থেকে ৫ কাপ কফি পান করেন এমন লোকদের অকালমৃত্যুর হার বাকিদের তুলনায় ১৫ শতাংশ কম। গবেষকদের দাবি, কফিতে থাকা পলিফেনল ক্যানসার কোষের বৃদ্ধি রোধ ও টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমায়। অ্যান্টিঅক্সিডেন্ট হৃদ্রোগ এবং ক্যানসার মোকাবিলা করে।
কফি পুষ্টিরও এক বিরাট উৎস। এতে রয়েছে ভিটামিন বি, পটাশিয়াম এবং রিবোফ্লোবিন। আমেরিকান ডায়েটে অ্যান্টিঅক্সিডেন্টের একক সেরা উৎস হিসেবে ধরা হয়।
এক প্যাকেজে এত কিছুর মানে এই নয় যে সুস্থ জীবনযাপনের জন্য কফি একমাত্র ভরসা হওয়া উচিত। সুস্বাস্থ্যের জন্য নিয়মিত স্বাস্থ্যকর খাবার, প্রচুর পানি পান, শরীরচর্চা এবং পর্যাপ্ত ঘুমানো উচিত। একই সঙ্গে ধূমপান না করা এবং বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষায় সুস্থ জীবনযাপন সম্ভব।

জম্পেশ আড্ডার অনুষঙ্গ ও ক্লান্তিমুক্তির টনিক হিসেবে কফির সমাদর বিশ্বব্যাপী। এবার জানা গেল, স্মৃতি ভুলে যাওয়া রোধসহ আয়ু বাড়াতেও এই পানীয়টি রাখে চমৎকার ভূমিকা।
নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের বরাত দিয়ে পজিটিভ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, কফি পানে বিষণ্নতা, লিভার সিরোসিস-ক্যানসার, মেলানোমা, প্রোস্টেট ক্যানসার, পারকিনসন্স ডিজিজ, হার্ট ডিজিজ, ডায়াবেটিস ও পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি কমে। এ ক্ষেত্রে কফিতে থাকা কিছু স্বাস্থ্যকরী উপাদানের ভূমিকা রয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা অনুসারে, কফি আলঝেইমার (ভুলে যাওয়া রোগ) থেকে রক্ষা পেতে সাহায্য করে। নিয়মিত কফি পান করেন এমন লোকদের করোনারি হৃদ্রোগ, স্ট্রোক, ডায়াবেটিস এবং কিডনি রোগে মৃত্যুর সংখ্যা কফি পান না করাদের তুলনায় অনেক কম।
২ লাখের বেশি লোকের ওপর ৩০ বছর গবেষণা চালিয়ে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন জানায়, দিনে ৩ থেকে ৫ কাপ কফি পান করেন এমন লোকদের অকালমৃত্যুর হার বাকিদের তুলনায় ১৫ শতাংশ কম। গবেষকদের দাবি, কফিতে থাকা পলিফেনল ক্যানসার কোষের বৃদ্ধি রোধ ও টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমায়। অ্যান্টিঅক্সিডেন্ট হৃদ্রোগ এবং ক্যানসার মোকাবিলা করে।
কফি পুষ্টিরও এক বিরাট উৎস। এতে রয়েছে ভিটামিন বি, পটাশিয়াম এবং রিবোফ্লোবিন। আমেরিকান ডায়েটে অ্যান্টিঅক্সিডেন্টের একক সেরা উৎস হিসেবে ধরা হয়।
এক প্যাকেজে এত কিছুর মানে এই নয় যে সুস্থ জীবনযাপনের জন্য কফি একমাত্র ভরসা হওয়া উচিত। সুস্বাস্থ্যের জন্য নিয়মিত স্বাস্থ্যকর খাবার, প্রচুর পানি পান, শরীরচর্চা এবং পর্যাপ্ত ঘুমানো উচিত। একই সঙ্গে ধূমপান না করা এবং বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষায় সুস্থ জীবনযাপন সম্ভব।

দক্ষিণ চীন সাগরে মহড়া শেষ করে মার্কিন বিমানবাহী রণতরী সেখান থেকে সরে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করেছে বলে জানা গেছে। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই খবরের ঠিক আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দেন।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করতে হামাসের শীর্ষ নেতা ও গাজার অন্যান্য ফিলিস্তিনি সংগঠনের প্রতিনিধিরা মিসরের রাজধানী কায়রোতে অবস্থান করছেন। যুদ্ধবিরতি কার্যত টালমাটাল অবস্থায়। কারণ, ইসরায়েল একের পর এক তা লঙ্ঘন করছে এবং গাজায় গণহত্যামূলক
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট–আইসিই এজেন্টরা একটি গাড়ি থেকে টেনে–হিঁচড়ে বের করে নেওয়ার সময় চিৎকার করতে থাকা যে নারীর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, তাঁকে শনাক্ত করা হয়েছে। তিনি একজন প্রযুক্তিবিদ, এলজিবিটি ও বর্ণবৈষম্যবিরোধী অধিকারকর্মী।
৪ ঘণ্টা আগে
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এক মেডিকেল কলেজ বন্ধ করে দিয়েছে সরকার। মুসলিম শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় ডানপন্থী হিন্দু সংগঠনগুলোর টানা প্রতিবাদের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতের চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা কার্যক্রমের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)...
৬ ঘণ্টা আগে