
১৯৭২ সালের জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত অলিম্পিকে নিহত ইসরায়েলি নাগরিকদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে যাচ্ছে বার্লিন। ভয়াবহ সেই ঘটনার ৫০ বছর পর জার্মানির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্লিনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় আজ বুধবার জার্মান সরকারের এক মুখপাত্র এই বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকের সময় ফিলিস্তিনের ৮ স্বাধীনতাকামী ১১ জন ইসরায়েলি নাগরিককে জিম্মি করে হত্যা করে। সম্প্রতি জার্মান সরকারের ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাবের সঙ্গে ঐকমত্য পোষণ করে।
এই বিষয়ে জার্মান সরকারের মুখপাত্র স্টেফান হেবেস্ট্রেট বলেছেন, ‘এই সম্মতির অর্থ হলো—ওই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার যারা আগে বলেছিল যে, তাঁরা আগামী সোমবার মিউনিখে ১৯৭২ সালের অলিম্পিকে নিহত ইসরায়েলিদের স্মরণে অনুষ্ঠিত হতে যাওয়া অনুষ্ঠানটি বয়কট করবে, তারা এবার সেই অনুষ্ঠানে যোগ দেবে।’
এ বিষয়ে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার এবং ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ এক যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, তাঁরা উভয়ই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে এই বিষয়টি জানাচ্ছি যে, আমরা ঐতিহাসিক একটি বিষয়ে নিজেদের মধ্যে স্পষ্ট করে নিয়েছি, এর স্বীকৃতি দিয়েছি এবং ক্ষতিপূরণের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘চুক্তি সব ক্ষত নিরাময় করতে পারে না। তবে এটি একে অপরের জন্য একটি দরজা খুলে দেয়। এই চুক্তির মাধ্যমে জার্মান রাষ্ট্র ওই ঘটনায় নিহত ব্যক্তি ও তাদের স্বজনদের যে ভয়াবহ কষ্ট হয়েছে সেই বিষয়ে তার দায় স্বীকার করে নিচ্ছে।’
এই চুক্তির আওতায় জার্মানি ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকের ঘটনায় নিহতদের জন্য ক্ষতিপূরণ হিসেবে ২৮ মিলিয়ন ইউরো প্রদান করবে। একই সঙ্গে এই ঘটনার বিষয়ে যাবতীয় নথিপত্র উন্মুক্ত করবে জার্মানি।
এদিকে, জার্মানির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। তিনি বলেছেন, ‘আমি জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বে জার্মান সরকারের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। বিশেষ করে এই ঘটনার দায় স্বীকার এবং মিউনিখ গণহত্যার শিকারদের পরিবারের প্রতি ঐতিহাসিক অবিচারের জন্য ক্ষতিপূরণ প্রদানের জন্য আমি কৃতজ্ঞতা জানাতে চাই।’

১৯৭২ সালের জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত অলিম্পিকে নিহত ইসরায়েলি নাগরিকদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে যাচ্ছে বার্লিন। ভয়াবহ সেই ঘটনার ৫০ বছর পর জার্মানির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্লিনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় আজ বুধবার জার্মান সরকারের এক মুখপাত্র এই বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকের সময় ফিলিস্তিনের ৮ স্বাধীনতাকামী ১১ জন ইসরায়েলি নাগরিককে জিম্মি করে হত্যা করে। সম্প্রতি জার্মান সরকারের ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাবের সঙ্গে ঐকমত্য পোষণ করে।
এই বিষয়ে জার্মান সরকারের মুখপাত্র স্টেফান হেবেস্ট্রেট বলেছেন, ‘এই সম্মতির অর্থ হলো—ওই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার যারা আগে বলেছিল যে, তাঁরা আগামী সোমবার মিউনিখে ১৯৭২ সালের অলিম্পিকে নিহত ইসরায়েলিদের স্মরণে অনুষ্ঠিত হতে যাওয়া অনুষ্ঠানটি বয়কট করবে, তারা এবার সেই অনুষ্ঠানে যোগ দেবে।’
এ বিষয়ে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার এবং ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ এক যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, তাঁরা উভয়ই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে এই বিষয়টি জানাচ্ছি যে, আমরা ঐতিহাসিক একটি বিষয়ে নিজেদের মধ্যে স্পষ্ট করে নিয়েছি, এর স্বীকৃতি দিয়েছি এবং ক্ষতিপূরণের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘চুক্তি সব ক্ষত নিরাময় করতে পারে না। তবে এটি একে অপরের জন্য একটি দরজা খুলে দেয়। এই চুক্তির মাধ্যমে জার্মান রাষ্ট্র ওই ঘটনায় নিহত ব্যক্তি ও তাদের স্বজনদের যে ভয়াবহ কষ্ট হয়েছে সেই বিষয়ে তার দায় স্বীকার করে নিচ্ছে।’
এই চুক্তির আওতায় জার্মানি ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকের ঘটনায় নিহতদের জন্য ক্ষতিপূরণ হিসেবে ২৮ মিলিয়ন ইউরো প্রদান করবে। একই সঙ্গে এই ঘটনার বিষয়ে যাবতীয় নথিপত্র উন্মুক্ত করবে জার্মানি।
এদিকে, জার্মানির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। তিনি বলেছেন, ‘আমি জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বে জার্মান সরকারের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। বিশেষ করে এই ঘটনার দায় স্বীকার এবং মিউনিখ গণহত্যার শিকারদের পরিবারের প্রতি ঐতিহাসিক অবিচারের জন্য ক্ষতিপূরণ প্রদানের জন্য আমি কৃতজ্ঞতা জানাতে চাই।’

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
৬ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
৭ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
৮ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
৮ ঘণ্টা আগে