Ajker Patrika

শিগগিরই ন্যাটোতে হামলা চালাতে পারে রাশিয়া: ডেনমার্ক

শিগগিরই ন্যাটোতে হামলা চালাতে পারে রাশিয়া: ডেনমার্ক

আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ন্যাটোর ওপর হামলা করতে চলেছে রাশিয়া। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সতর্কবার্তা দিয়ে ডেনমার্কের সামরিক বিনিয়োগ ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে। রাশিয়া প্রত্যাশার থেকেও দ্রুত নতুন করে অস্ত্র–শস্ত্রে সজ্জিত হচ্ছে বলে জানায় মন্ত্রণালয়।

ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী ট্রোয়েলস লান্ড পোউলসেন বলেন, ‘সামরিক সরঞ্জাম তৈরিতে রাশিয়ার সক্ষমতা ব্যাপকভাবে বেড়েছে।’

পোউলসেনকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘এটা অস্বীকার করা যায় না যে, তিন থেকে পাঁচ বছরের মধ্যে রাশিয়া আর্টিকেল ৫ এবং ন্যাটোর ঐক্য পরীক্ষা করবে। ২০২৩ সালে ন্যাটোর পর্যবেক্ষণে এটি ছিল না। ইদানীং নতুন এ তথ্য সামনে এসেছে।’

নতুন করে এ হুমকি অনুভব করার কারণ হলো, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ন্যাটোভুক্ত অন্য আরেক ইউরোপীয় দেশ একই সতর্কতা দিয়েছে। 

গত জানুয়ারিতে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়াস বলেন, সামরিক জোটটিকে আগামী পাঁচ থেকে আট বছরের মধ্যে ন্যাটোভুক্ত যে কোনো দেশে রুশ হামলা প্রতিরোধে প্রস্তুতি নিতে হবে।

পোউলসেন বলেন, ডেনমার্কের বিরুদ্ধে সরাসরি কোনো হুমকি না থাকলেও সদস্য দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় জোটটি হাইব্রিড হামলার মুখোমুখি হতে পারে। 

তিনি বলেন, ‘রাশিয়ার সম্ভবত এটি করার ইচ্ছা রয়েছে। এখন তারা আমাদের প্রত্যাশার চেয়েও আগে সামরিক সক্ষমতা অর্জন করতে পারে। সত্যিকার অর্থে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত