আজকের পত্রিকা ডেস্ক

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর প্রিলুকিতে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। নিহতদের মধ্যে এক বছর বয়সী এক শিশুও রয়েছে। শহরটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে। রুশ বিমানঘাঁটিতে ইউক্রেনের অভিযানের জবাবে এ হামলা চালানো হয়েছে বলে রাশিয়া দাবি করেছে।
এপি জানিয়েছে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় কমপক্ষে ছয়টি ড্রোন প্রিলুকির আবাসিক এলাকায় আঘাত হানে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।
নিহত শিশুটির দাদা স্থানীয় জরুরি সেবা বিভাগের কর্মী বলে সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইরানের তৈরি শহীদ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। হামলার পর জরুরি সেবাকর্মী নিজের বাড়িতে গিয়ে দেখেন, তাঁর নাতি নিহত।
জেলেনস্কি আরও জানান, শুধু প্রিলুকি নয়, দোনেৎস্ক, খারকিভ, জাপোরিঝিয়া, সামি, ওডেসাসহ বিভিন্ন শহরে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ওই সময় একটি ক্ষেপণাস্ত্র হামলাও হয়। সেটি কোথায় আঘাত হেনেছে জানা যায়নি।
যুদ্ধের ফ্রন্ট লাইন থেকে অনেক দূরে অবস্থিত একটি শহর প্রিলুকি। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১০০ কিলোমিটার পূর্বে এটির অবস্থান। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, শহরটিতে কোনো সামরিক ঘাঁটি বা অস্ত্রশস্ত্রের গুদাম নেই।
গতকাল বুধবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা ও অন্যান্য বিষয় নিয়ে প্রায় ৭৫ মিনিট আলাপ হয় দুজনের। তবে, ফোনালাপে ইউক্রেনে হামলা চালানো থেকে বিরত থাকতে রাশিয়াকে রাজি করাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। সে কথা নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়ে দিয়েছেন তিনি।
ট্রাম্প লিখেছেন, রাশিয়ার বিমানঘাঁটিত ইউক্রেনের হামলা এবং উভয় পক্ষের আরও কয়েকটি হামলার বিষয়ে আলোচনা হয়েছে। তবে এই আলাপ থেকে তাৎক্ষণিক শান্তি আসবে, তা না। তিনি আরও লিখেছেন, ‘প্রেসিডেন্ট পুতিন খুব দৃঢ়ভাবে বলেছেন, বিমানঘাঁটিতে সাম্প্রতিক হামলার জবাব তাঁকে দিতেই হবে।’

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর প্রিলুকিতে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। নিহতদের মধ্যে এক বছর বয়সী এক শিশুও রয়েছে। শহরটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে। রুশ বিমানঘাঁটিতে ইউক্রেনের অভিযানের জবাবে এ হামলা চালানো হয়েছে বলে রাশিয়া দাবি করেছে।
এপি জানিয়েছে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় কমপক্ষে ছয়টি ড্রোন প্রিলুকির আবাসিক এলাকায় আঘাত হানে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।
নিহত শিশুটির দাদা স্থানীয় জরুরি সেবা বিভাগের কর্মী বলে সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইরানের তৈরি শহীদ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। হামলার পর জরুরি সেবাকর্মী নিজের বাড়িতে গিয়ে দেখেন, তাঁর নাতি নিহত।
জেলেনস্কি আরও জানান, শুধু প্রিলুকি নয়, দোনেৎস্ক, খারকিভ, জাপোরিঝিয়া, সামি, ওডেসাসহ বিভিন্ন শহরে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ওই সময় একটি ক্ষেপণাস্ত্র হামলাও হয়। সেটি কোথায় আঘাত হেনেছে জানা যায়নি।
যুদ্ধের ফ্রন্ট লাইন থেকে অনেক দূরে অবস্থিত একটি শহর প্রিলুকি। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১০০ কিলোমিটার পূর্বে এটির অবস্থান। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, শহরটিতে কোনো সামরিক ঘাঁটি বা অস্ত্রশস্ত্রের গুদাম নেই।
গতকাল বুধবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা ও অন্যান্য বিষয় নিয়ে প্রায় ৭৫ মিনিট আলাপ হয় দুজনের। তবে, ফোনালাপে ইউক্রেনে হামলা চালানো থেকে বিরত থাকতে রাশিয়াকে রাজি করাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। সে কথা নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়ে দিয়েছেন তিনি।
ট্রাম্প লিখেছেন, রাশিয়ার বিমানঘাঁটিত ইউক্রেনের হামলা এবং উভয় পক্ষের আরও কয়েকটি হামলার বিষয়ে আলোচনা হয়েছে। তবে এই আলাপ থেকে তাৎক্ষণিক শান্তি আসবে, তা না। তিনি আরও লিখেছেন, ‘প্রেসিডেন্ট পুতিন খুব দৃঢ়ভাবে বলেছেন, বিমানঘাঁটিতে সাম্প্রতিক হামলার জবাব তাঁকে দিতেই হবে।’

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শিগগির দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে দেওয়া
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপ ও শুল্ক হুমকির মধ্যেও রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে ভারত এখনো শক্ত অবস্থানে। সাম্প্রতিক ছয় মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেলেও মোট আমদানির প্রায় এক-চতুর্থাংশ এখনো রুশ তেল থেকেই আসছে।
৬ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এক কড়া বক্তব্যে তিনি বলেছেন, ‘এসে ধরুন আমাকে। আমি এখানেই আপনাদের জন্য
৭ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে ‘ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর মতো অপহরণ করতে পারেন কি না’—এমন মন্তব্য করে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই মন্তব্যকে অনেকেই ‘অবাস্তব’, ‘হাস্যকর’ ও ‘দেশের জন্য অপমানজনক’ বলে
৮ ঘণ্টা আগে