আজকের পত্রিকা ডেস্ক

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর প্রিলুকিতে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। নিহতদের মধ্যে এক বছর বয়সী এক শিশুও রয়েছে। শহরটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে। রুশ বিমানঘাঁটিতে ইউক্রেনের অভিযানের জবাবে এ হামলা চালানো হয়েছে বলে রাশিয়া দাবি করেছে।
এপি জানিয়েছে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় কমপক্ষে ছয়টি ড্রোন প্রিলুকির আবাসিক এলাকায় আঘাত হানে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।
নিহত শিশুটির দাদা স্থানীয় জরুরি সেবা বিভাগের কর্মী বলে সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইরানের তৈরি শহীদ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। হামলার পর জরুরি সেবাকর্মী নিজের বাড়িতে গিয়ে দেখেন, তাঁর নাতি নিহত।
জেলেনস্কি আরও জানান, শুধু প্রিলুকি নয়, দোনেৎস্ক, খারকিভ, জাপোরিঝিয়া, সামি, ওডেসাসহ বিভিন্ন শহরে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ওই সময় একটি ক্ষেপণাস্ত্র হামলাও হয়। সেটি কোথায় আঘাত হেনেছে জানা যায়নি।
যুদ্ধের ফ্রন্ট লাইন থেকে অনেক দূরে অবস্থিত একটি শহর প্রিলুকি। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১০০ কিলোমিটার পূর্বে এটির অবস্থান। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, শহরটিতে কোনো সামরিক ঘাঁটি বা অস্ত্রশস্ত্রের গুদাম নেই।
গতকাল বুধবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা ও অন্যান্য বিষয় নিয়ে প্রায় ৭৫ মিনিট আলাপ হয় দুজনের। তবে, ফোনালাপে ইউক্রেনে হামলা চালানো থেকে বিরত থাকতে রাশিয়াকে রাজি করাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। সে কথা নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়ে দিয়েছেন তিনি।
ট্রাম্প লিখেছেন, রাশিয়ার বিমানঘাঁটিত ইউক্রেনের হামলা এবং উভয় পক্ষের আরও কয়েকটি হামলার বিষয়ে আলোচনা হয়েছে। তবে এই আলাপ থেকে তাৎক্ষণিক শান্তি আসবে, তা না। তিনি আরও লিখেছেন, ‘প্রেসিডেন্ট পুতিন খুব দৃঢ়ভাবে বলেছেন, বিমানঘাঁটিতে সাম্প্রতিক হামলার জবাব তাঁকে দিতেই হবে।’

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর প্রিলুকিতে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। নিহতদের মধ্যে এক বছর বয়সী এক শিশুও রয়েছে। শহরটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে। রুশ বিমানঘাঁটিতে ইউক্রেনের অভিযানের জবাবে এ হামলা চালানো হয়েছে বলে রাশিয়া দাবি করেছে।
এপি জানিয়েছে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় কমপক্ষে ছয়টি ড্রোন প্রিলুকির আবাসিক এলাকায় আঘাত হানে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।
নিহত শিশুটির দাদা স্থানীয় জরুরি সেবা বিভাগের কর্মী বলে সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইরানের তৈরি শহীদ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। হামলার পর জরুরি সেবাকর্মী নিজের বাড়িতে গিয়ে দেখেন, তাঁর নাতি নিহত।
জেলেনস্কি আরও জানান, শুধু প্রিলুকি নয়, দোনেৎস্ক, খারকিভ, জাপোরিঝিয়া, সামি, ওডেসাসহ বিভিন্ন শহরে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ওই সময় একটি ক্ষেপণাস্ত্র হামলাও হয়। সেটি কোথায় আঘাত হেনেছে জানা যায়নি।
যুদ্ধের ফ্রন্ট লাইন থেকে অনেক দূরে অবস্থিত একটি শহর প্রিলুকি। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১০০ কিলোমিটার পূর্বে এটির অবস্থান। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, শহরটিতে কোনো সামরিক ঘাঁটি বা অস্ত্রশস্ত্রের গুদাম নেই।
গতকাল বুধবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা ও অন্যান্য বিষয় নিয়ে প্রায় ৭৫ মিনিট আলাপ হয় দুজনের। তবে, ফোনালাপে ইউক্রেনে হামলা চালানো থেকে বিরত থাকতে রাশিয়াকে রাজি করাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। সে কথা নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়ে দিয়েছেন তিনি।
ট্রাম্প লিখেছেন, রাশিয়ার বিমানঘাঁটিত ইউক্রেনের হামলা এবং উভয় পক্ষের আরও কয়েকটি হামলার বিষয়ে আলোচনা হয়েছে। তবে এই আলাপ থেকে তাৎক্ষণিক শান্তি আসবে, তা না। তিনি আরও লিখেছেন, ‘প্রেসিডেন্ট পুতিন খুব দৃঢ়ভাবে বলেছেন, বিমানঘাঁটিতে সাম্প্রতিক হামলার জবাব তাঁকে দিতেই হবে।’

ইরানে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের সময় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। সর্বশেষ, গত শনিবার বিক্ষোভ দমনে অভিযানের সময় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা।
৩ মিনিট আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা চালাবে। কিন্তু তাঁর এ কথার পুরো উল্টো পথে হাঁটলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
২৪ মিনিট আগে
ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডের হিটন রোডে অবস্থিত জামিয়া উসমানিয়া মসজিদ সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে। এখানে শুধু নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের জামাতই অনুষ্ঠিত হয় না, পাশাপাশি আধুনিক স্বাস্থ্য সচেতনতার এক বৈশ্বিক কেন্দ্র হিসেবে আলোচনায় উঠে এসেছে এই মসজিদ।
২ ঘণ্টা আগে
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গাজিয়াবাদে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সন্দেহভাজন তথাকথিত ‘অবৈধ বাংলাদেশি’ শনাক্ত করতে তাদের পিঠে একটি যন্ত্র রাখার দৃশ্য সামনে এসেছে। পুলিশ সদস্যরাই যন্ত্রটি ব্যবহার করছেন। সেই যন্ত্রের তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ দাবি করছে যে, ওই ব্যক্তি ভারতীয় নন, বরং বাংলাদেশি।
২ ঘণ্টা আগে