আজকের পত্রিকা ডেস্ক

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর প্রিলুকিতে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। নিহতদের মধ্যে এক বছর বয়সী এক শিশুও রয়েছে। শহরটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে। রুশ বিমানঘাঁটিতে ইউক্রেনের অভিযানের জবাবে এ হামলা চালানো হয়েছে বলে রাশিয়া দাবি করেছে।
এপি জানিয়েছে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় কমপক্ষে ছয়টি ড্রোন প্রিলুকির আবাসিক এলাকায় আঘাত হানে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।
নিহত শিশুটির দাদা স্থানীয় জরুরি সেবা বিভাগের কর্মী বলে সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইরানের তৈরি শহীদ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। হামলার পর জরুরি সেবাকর্মী নিজের বাড়িতে গিয়ে দেখেন, তাঁর নাতি নিহত।
জেলেনস্কি আরও জানান, শুধু প্রিলুকি নয়, দোনেৎস্ক, খারকিভ, জাপোরিঝিয়া, সামি, ওডেসাসহ বিভিন্ন শহরে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ওই সময় একটি ক্ষেপণাস্ত্র হামলাও হয়। সেটি কোথায় আঘাত হেনেছে জানা যায়নি।
যুদ্ধের ফ্রন্ট লাইন থেকে অনেক দূরে অবস্থিত একটি শহর প্রিলুকি। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১০০ কিলোমিটার পূর্বে এটির অবস্থান। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, শহরটিতে কোনো সামরিক ঘাঁটি বা অস্ত্রশস্ত্রের গুদাম নেই।
গতকাল বুধবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা ও অন্যান্য বিষয় নিয়ে প্রায় ৭৫ মিনিট আলাপ হয় দুজনের। তবে, ফোনালাপে ইউক্রেনে হামলা চালানো থেকে বিরত থাকতে রাশিয়াকে রাজি করাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। সে কথা নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়ে দিয়েছেন তিনি।
ট্রাম্প লিখেছেন, রাশিয়ার বিমানঘাঁটিত ইউক্রেনের হামলা এবং উভয় পক্ষের আরও কয়েকটি হামলার বিষয়ে আলোচনা হয়েছে। তবে এই আলাপ থেকে তাৎক্ষণিক শান্তি আসবে, তা না। তিনি আরও লিখেছেন, ‘প্রেসিডেন্ট পুতিন খুব দৃঢ়ভাবে বলেছেন, বিমানঘাঁটিতে সাম্প্রতিক হামলার জবাব তাঁকে দিতেই হবে।’

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর প্রিলুকিতে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। নিহতদের মধ্যে এক বছর বয়সী এক শিশুও রয়েছে। শহরটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে। রুশ বিমানঘাঁটিতে ইউক্রেনের অভিযানের জবাবে এ হামলা চালানো হয়েছে বলে রাশিয়া দাবি করেছে।
এপি জানিয়েছে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় কমপক্ষে ছয়টি ড্রোন প্রিলুকির আবাসিক এলাকায় আঘাত হানে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।
নিহত শিশুটির দাদা স্থানীয় জরুরি সেবা বিভাগের কর্মী বলে সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইরানের তৈরি শহীদ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। হামলার পর জরুরি সেবাকর্মী নিজের বাড়িতে গিয়ে দেখেন, তাঁর নাতি নিহত।
জেলেনস্কি আরও জানান, শুধু প্রিলুকি নয়, দোনেৎস্ক, খারকিভ, জাপোরিঝিয়া, সামি, ওডেসাসহ বিভিন্ন শহরে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ওই সময় একটি ক্ষেপণাস্ত্র হামলাও হয়। সেটি কোথায় আঘাত হেনেছে জানা যায়নি।
যুদ্ধের ফ্রন্ট লাইন থেকে অনেক দূরে অবস্থিত একটি শহর প্রিলুকি। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১০০ কিলোমিটার পূর্বে এটির অবস্থান। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, শহরটিতে কোনো সামরিক ঘাঁটি বা অস্ত্রশস্ত্রের গুদাম নেই।
গতকাল বুধবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা ও অন্যান্য বিষয় নিয়ে প্রায় ৭৫ মিনিট আলাপ হয় দুজনের। তবে, ফোনালাপে ইউক্রেনে হামলা চালানো থেকে বিরত থাকতে রাশিয়াকে রাজি করাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। সে কথা নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়ে দিয়েছেন তিনি।
ট্রাম্প লিখেছেন, রাশিয়ার বিমানঘাঁটিত ইউক্রেনের হামলা এবং উভয় পক্ষের আরও কয়েকটি হামলার বিষয়ে আলোচনা হয়েছে। তবে এই আলাপ থেকে তাৎক্ষণিক শান্তি আসবে, তা না। তিনি আরও লিখেছেন, ‘প্রেসিডেন্ট পুতিন খুব দৃঢ়ভাবে বলেছেন, বিমানঘাঁটিতে সাম্প্রতিক হামলার জবাব তাঁকে দিতেই হবে।’

ওয়াশিংটনের পক্ষ থেকে ভেনেজুয়েলার নেতাকে বন্দি করার ঘটনার প্রেক্ষাপটে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুমকি দিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন যে, কিউবার সরকারেরও খুব শিগগির পতন হতে যাচ্ছে বলে তিনি বিশ্বাস করেন।
২২ মিনিট আগে
ইরানে বিক্ষোভ আরও বড় আকার ধারণ করছে। বিক্ষোভ সামাল দিতে বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বিক্ষোভ সামাল দিতে নিরাপত্তা বাহিনীর হামলায় বাড়ছে হতাহতের ঘটনা। এ পর্যন্ত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে
ভেনেজুয়েলা থেকে গ্রেপ্তারের পর নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এক ভয়ংকর কারাগারে নেওয়া হয়েছে। শিগগির তাঁর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিচার শুরু হবে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ। এদিকে মাদুরোকে গ্রেপ্তারের পর দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। তিনি শপ
৮ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পরিবারকে ঘিরে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অভিযোগ এবার নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের সদ্য প্রকাশিত অভিযোগপত্রে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং ছেলে নিকোলাস এরনেস্তো মাদুরো গেরার বিরুদ্ধে মাদক পাচার, নার্কো-সন্ত্রাসবাদ এবং
৮ ঘণ্টা আগে