
রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানোর ক্ষেত্রে ইউক্রেন আর মাত্র ৩০ দিন বা তার চেয়ে অল্প কিছু সময় বেশি পাবে। এর পরপরই আবহাওয়ার বাধার কারণে কিয়েভের সৈন্যরা আর পাল্টা আক্রমণ চালিয়ে নিতে সক্ষম হবে না। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মার্ক মিলি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
বিবিসির সাংবাদিক লরা কোয়েনসবার্গের সঞ্চালনায় জেনারেল মার্ক মিলি বলেন, ঠান্ডা আবহাওয়ার কারণে ইউক্রেনীয় সৈন্যদের পক্ষে পাল্টা আক্রমণ চালিয়ে নেওয়া সহজ হবে না। ঠান্ডার কারণে তাদের যুদ্ধ তো বটেই, চলাফেরাও কঠিন হয়ে পড়বে।
মার্কিন শীর্ষ জেনারেল এ সময় স্বীকার করে নেন যে, পাল্টা আক্রমণ চালিয়ে ইউক্রেন খুব বেশি কিছু অর্জন করতে পারেনি। তিনি বলেন, ‘প্রত্যাশার চেয়ে অনেক ধীরে অগ্রগতি অর্জিত হচ্ছে। এখনো রণক্ষেত্রে প্রচণ্ড যুদ্ধ হচ্ছে। ইউক্রেনীয়রা এখনো ধীরগতিতে হলেও এগিয়ে যাচ্ছে।’
পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে—এমনটা মানতেও নারাজ মার্ক মিলি। তিনি বলেন, ‘এ সময় পাল্টা আক্রমণের বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করাটা অনেক অগ্রিম হয়ে যায়। কারণ এখনো ধীর কিন্তু ধারাবাহিকভাবে ইউক্রেনীয়রা রাশিয়ার সৈন্যদের পিছু হটতে বাধ্য করছে।’ তিনি বলেন, ‘এখনো হাতে উল্লেখযোগ্য পরিমাণ সময় আছে। সম্ভবত ৩০ থেকে ৪৫ দিন সময় এখনো রয়েছে শীত আসার, তাই ইউক্রেনীয়দের আশা এখনো ফুরিয়ে যায়নি।’
মার্কিন সশস্ত্র বাহিনীর প্রধান আরও বলেন, ‘রণক্ষেত্রে যুদ্ধ এখনো শেষ হয়নি...তারা (ইউক্রেনীয়রা) এখনো সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি, যা এত দিন ধরে অর্জনের চেষ্টা করে আসছে।’
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণের পর কয়েক মাসের মধ্যেই ইউক্রেনের পূর্বাঞ্চলের বেশ কয়েকটি অঞ্চল দখল করে নেয়। পরে চলতি বছরের গ্রীষ্মে ইউক্রেন সেই হারানো ভূমি পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ শুরু করে। এরপর বেশ কয়েক মাস পেরিয়ে গেলেও দেশটি এখনো সেই অর্থে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি।

রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানোর ক্ষেত্রে ইউক্রেন আর মাত্র ৩০ দিন বা তার চেয়ে অল্প কিছু সময় বেশি পাবে। এর পরপরই আবহাওয়ার বাধার কারণে কিয়েভের সৈন্যরা আর পাল্টা আক্রমণ চালিয়ে নিতে সক্ষম হবে না। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মার্ক মিলি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
বিবিসির সাংবাদিক লরা কোয়েনসবার্গের সঞ্চালনায় জেনারেল মার্ক মিলি বলেন, ঠান্ডা আবহাওয়ার কারণে ইউক্রেনীয় সৈন্যদের পক্ষে পাল্টা আক্রমণ চালিয়ে নেওয়া সহজ হবে না। ঠান্ডার কারণে তাদের যুদ্ধ তো বটেই, চলাফেরাও কঠিন হয়ে পড়বে।
মার্কিন শীর্ষ জেনারেল এ সময় স্বীকার করে নেন যে, পাল্টা আক্রমণ চালিয়ে ইউক্রেন খুব বেশি কিছু অর্জন করতে পারেনি। তিনি বলেন, ‘প্রত্যাশার চেয়ে অনেক ধীরে অগ্রগতি অর্জিত হচ্ছে। এখনো রণক্ষেত্রে প্রচণ্ড যুদ্ধ হচ্ছে। ইউক্রেনীয়রা এখনো ধীরগতিতে হলেও এগিয়ে যাচ্ছে।’
পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে—এমনটা মানতেও নারাজ মার্ক মিলি। তিনি বলেন, ‘এ সময় পাল্টা আক্রমণের বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করাটা অনেক অগ্রিম হয়ে যায়। কারণ এখনো ধীর কিন্তু ধারাবাহিকভাবে ইউক্রেনীয়রা রাশিয়ার সৈন্যদের পিছু হটতে বাধ্য করছে।’ তিনি বলেন, ‘এখনো হাতে উল্লেখযোগ্য পরিমাণ সময় আছে। সম্ভবত ৩০ থেকে ৪৫ দিন সময় এখনো রয়েছে শীত আসার, তাই ইউক্রেনীয়দের আশা এখনো ফুরিয়ে যায়নি।’
মার্কিন সশস্ত্র বাহিনীর প্রধান আরও বলেন, ‘রণক্ষেত্রে যুদ্ধ এখনো শেষ হয়নি...তারা (ইউক্রেনীয়রা) এখনো সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি, যা এত দিন ধরে অর্জনের চেষ্টা করে আসছে।’
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণের পর কয়েক মাসের মধ্যেই ইউক্রেনের পূর্বাঞ্চলের বেশ কয়েকটি অঞ্চল দখল করে নেয়। পরে চলতি বছরের গ্রীষ্মে ইউক্রেন সেই হারানো ভূমি পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ শুরু করে। এরপর বেশ কয়েক মাস পেরিয়ে গেলেও দেশটি এখনো সেই অর্থে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
২ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৪ ঘণ্টা আগে