
অনন্য এক উপায়ে যুদ্ধবিরোধী বার্তা দিয়েছিলেন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের শিল্পী সাশা স্কোচিলেনকো। একটি সুপারমার্কেটের পণ্যের গায়ে মূল্য লেখা লেবেলের মধ্যেই তিনি তাঁর বার্তাগুলো দিয়েছিলেন।
আজ বৃহস্পতিবার এ বিষয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ৩৩ বছর বয়সী সাশা গত বছরের এপ্রিল থেকেই আটক ছিলেন। রুশ সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে।
গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ পর সেন্ট পিটার্সবার্গের একটি সুপারমার্কেটে যুদ্ধবিরোধী বার্তা দেওয়া শুরু করেছিলেন সাশা। মার্কেটটির পণ্যের গায়ে লাগিয়ে রাখা লেবেলে মূল্য ছাড়াও যুদ্ধবিরোধী বেশ কিছু বার্তা লিখে রেখেছিলেন তিনি। এসব বার্তার একটিতে লিখেছিলেন—‘রাশিয়ান সেনাবাহিনী মারিউপোলের একটি আর্ট স্কুলে বোমাবর্ষণ করেছে। প্রায় ৪০০ মানুষ এর ভেতর লুকিয়ে ছিল।’
আরেকটি বার্তায় লিখেছেন—‘আমার দাদা বিশ্বযুদ্ধে চার বছর এ জন্য যুদ্ধ করেননি যে, রাশিয়া একটি স্বৈরশাসকের দেশে পরিণত হবে এবং ইউক্রেনে আক্রমণ করবে।’
আরও লিখেছেন—‘রাশিয়ান সেনারা মারিউপোলের ৮০ ভাগ ধ্বংস করে দিয়েছে। কিন্তু কেন?’
লিখেছিলেন—‘আমাদের সন্তানের জীবন দিয়ে এই যুদ্ধের মূল্য চুকাতে হচ্ছে।’
সাশা স্কোচিলেনকোর বিরুদ্ধে আনা সব অভিযোগই তিনি স্বীকার করেছেন। আদালতকে তিনি বলেছিলেন, ‘আমি আমার মতামত এবং আমার সত্যের পাশে থাকব।’
একটি বিতর্কিত আইনের অধীনে রাশিয়ার সেনাবাহিনীকে অসম্মান করার অভিযোগে শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত করা হয় স্কোচিলেনকোকে। ওই আইনটি যুদ্ধবিরোধী যে কোনো কার্যকলাপকে অপরাধ হিসেবে গণ্য করে।

অনন্য এক উপায়ে যুদ্ধবিরোধী বার্তা দিয়েছিলেন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের শিল্পী সাশা স্কোচিলেনকো। একটি সুপারমার্কেটের পণ্যের গায়ে মূল্য লেখা লেবেলের মধ্যেই তিনি তাঁর বার্তাগুলো দিয়েছিলেন।
আজ বৃহস্পতিবার এ বিষয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ৩৩ বছর বয়সী সাশা গত বছরের এপ্রিল থেকেই আটক ছিলেন। রুশ সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে।
গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ পর সেন্ট পিটার্সবার্গের একটি সুপারমার্কেটে যুদ্ধবিরোধী বার্তা দেওয়া শুরু করেছিলেন সাশা। মার্কেটটির পণ্যের গায়ে লাগিয়ে রাখা লেবেলে মূল্য ছাড়াও যুদ্ধবিরোধী বেশ কিছু বার্তা লিখে রেখেছিলেন তিনি। এসব বার্তার একটিতে লিখেছিলেন—‘রাশিয়ান সেনাবাহিনী মারিউপোলের একটি আর্ট স্কুলে বোমাবর্ষণ করেছে। প্রায় ৪০০ মানুষ এর ভেতর লুকিয়ে ছিল।’
আরেকটি বার্তায় লিখেছেন—‘আমার দাদা বিশ্বযুদ্ধে চার বছর এ জন্য যুদ্ধ করেননি যে, রাশিয়া একটি স্বৈরশাসকের দেশে পরিণত হবে এবং ইউক্রেনে আক্রমণ করবে।’
আরও লিখেছেন—‘রাশিয়ান সেনারা মারিউপোলের ৮০ ভাগ ধ্বংস করে দিয়েছে। কিন্তু কেন?’
লিখেছিলেন—‘আমাদের সন্তানের জীবন দিয়ে এই যুদ্ধের মূল্য চুকাতে হচ্ছে।’
সাশা স্কোচিলেনকোর বিরুদ্ধে আনা সব অভিযোগই তিনি স্বীকার করেছেন। আদালতকে তিনি বলেছিলেন, ‘আমি আমার মতামত এবং আমার সত্যের পাশে থাকব।’
একটি বিতর্কিত আইনের অধীনে রাশিয়ার সেনাবাহিনীকে অসম্মান করার অভিযোগে শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত করা হয় স্কোচিলেনকোকে। ওই আইনটি যুদ্ধবিরোধী যে কোনো কার্যকলাপকে অপরাধ হিসেবে গণ্য করে।

ভারতের কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে। সূত্র জানিয়েছে, বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
৮ মিনিট আগে
হাসান আলী প্রশ্ন করেন—কেন তাঁর বাবাকে দুই দেশের মধ্যে এভাবে ছোড়াছুড়ি করা হচ্ছে। তিনি বলেন, ‘আমার দেশ আমার বাবাকে বাংলাদেশি বলে ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশ তাঁকে দুইবার ফেরত পাঠিয়েছে। তাহলে আমাদের দেশ কোনটা? আমাদের দেশ আছে কি?’
২ ঘণ্টা আগে
লোহিত সাগর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করেছে সোমালিয়া সরকার। গতকাল সোমবার মোগাদিসু সরকার এই ঘোষণা দিয়ে পারস্য উপসাগরীয় দেশটিকে তাদের সামরিক ঘাঁটি ও প্রধান বন্দর অবকাঠামো থেকে বহিষ্কার করেছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানে সামরিক হামলার হুমকি দেওয়া অব্যাহত রেখেছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মুখে ইরানি সরকার যখন ক্রমবর্ধমান চাপের মুখে, তখন প্রশাসন জানিয়েছে যে সম্ভাব্য বিভিন্ন বিকল্পের মধ্যে ‘বিমান হামলা’ অন্যতম।
৩ ঘণ্টা আগে