
অনন্য এক উপায়ে যুদ্ধবিরোধী বার্তা দিয়েছিলেন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের শিল্পী সাশা স্কোচিলেনকো। একটি সুপারমার্কেটের পণ্যের গায়ে মূল্য লেখা লেবেলের মধ্যেই তিনি তাঁর বার্তাগুলো দিয়েছিলেন।
আজ বৃহস্পতিবার এ বিষয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ৩৩ বছর বয়সী সাশা গত বছরের এপ্রিল থেকেই আটক ছিলেন। রুশ সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে।
গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ পর সেন্ট পিটার্সবার্গের একটি সুপারমার্কেটে যুদ্ধবিরোধী বার্তা দেওয়া শুরু করেছিলেন সাশা। মার্কেটটির পণ্যের গায়ে লাগিয়ে রাখা লেবেলে মূল্য ছাড়াও যুদ্ধবিরোধী বেশ কিছু বার্তা লিখে রেখেছিলেন তিনি। এসব বার্তার একটিতে লিখেছিলেন—‘রাশিয়ান সেনাবাহিনী মারিউপোলের একটি আর্ট স্কুলে বোমাবর্ষণ করেছে। প্রায় ৪০০ মানুষ এর ভেতর লুকিয়ে ছিল।’
আরেকটি বার্তায় লিখেছেন—‘আমার দাদা বিশ্বযুদ্ধে চার বছর এ জন্য যুদ্ধ করেননি যে, রাশিয়া একটি স্বৈরশাসকের দেশে পরিণত হবে এবং ইউক্রেনে আক্রমণ করবে।’
আরও লিখেছেন—‘রাশিয়ান সেনারা মারিউপোলের ৮০ ভাগ ধ্বংস করে দিয়েছে। কিন্তু কেন?’
লিখেছিলেন—‘আমাদের সন্তানের জীবন দিয়ে এই যুদ্ধের মূল্য চুকাতে হচ্ছে।’
সাশা স্কোচিলেনকোর বিরুদ্ধে আনা সব অভিযোগই তিনি স্বীকার করেছেন। আদালতকে তিনি বলেছিলেন, ‘আমি আমার মতামত এবং আমার সত্যের পাশে থাকব।’
একটি বিতর্কিত আইনের অধীনে রাশিয়ার সেনাবাহিনীকে অসম্মান করার অভিযোগে শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত করা হয় স্কোচিলেনকোকে। ওই আইনটি যুদ্ধবিরোধী যে কোনো কার্যকলাপকে অপরাধ হিসেবে গণ্য করে।

অনন্য এক উপায়ে যুদ্ধবিরোধী বার্তা দিয়েছিলেন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের শিল্পী সাশা স্কোচিলেনকো। একটি সুপারমার্কেটের পণ্যের গায়ে মূল্য লেখা লেবেলের মধ্যেই তিনি তাঁর বার্তাগুলো দিয়েছিলেন।
আজ বৃহস্পতিবার এ বিষয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ৩৩ বছর বয়সী সাশা গত বছরের এপ্রিল থেকেই আটক ছিলেন। রুশ সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে।
গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ পর সেন্ট পিটার্সবার্গের একটি সুপারমার্কেটে যুদ্ধবিরোধী বার্তা দেওয়া শুরু করেছিলেন সাশা। মার্কেটটির পণ্যের গায়ে লাগিয়ে রাখা লেবেলে মূল্য ছাড়াও যুদ্ধবিরোধী বেশ কিছু বার্তা লিখে রেখেছিলেন তিনি। এসব বার্তার একটিতে লিখেছিলেন—‘রাশিয়ান সেনাবাহিনী মারিউপোলের একটি আর্ট স্কুলে বোমাবর্ষণ করেছে। প্রায় ৪০০ মানুষ এর ভেতর লুকিয়ে ছিল।’
আরেকটি বার্তায় লিখেছেন—‘আমার দাদা বিশ্বযুদ্ধে চার বছর এ জন্য যুদ্ধ করেননি যে, রাশিয়া একটি স্বৈরশাসকের দেশে পরিণত হবে এবং ইউক্রেনে আক্রমণ করবে।’
আরও লিখেছেন—‘রাশিয়ান সেনারা মারিউপোলের ৮০ ভাগ ধ্বংস করে দিয়েছে। কিন্তু কেন?’
লিখেছিলেন—‘আমাদের সন্তানের জীবন দিয়ে এই যুদ্ধের মূল্য চুকাতে হচ্ছে।’
সাশা স্কোচিলেনকোর বিরুদ্ধে আনা সব অভিযোগই তিনি স্বীকার করেছেন। আদালতকে তিনি বলেছিলেন, ‘আমি আমার মতামত এবং আমার সত্যের পাশে থাকব।’
একটি বিতর্কিত আইনের অধীনে রাশিয়ার সেনাবাহিনীকে অসম্মান করার অভিযোগে শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত করা হয় স্কোচিলেনকোকে। ওই আইনটি যুদ্ধবিরোধী যে কোনো কার্যকলাপকে অপরাধ হিসেবে গণ্য করে।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৫ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৬ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৭ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৯ ঘণ্টা আগে