
ক্রমেই জমে উঠছে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন। বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেরি লো পেনের মধ্যকার লড়াইয়ে ক্রমশ পার্থক্য কমিয়ে আনছেন পেন। এবং প্রথম রাউন্ড ভোটে এগিয়ে থেকে নির্বাচনী প্রচার শুরু করলেও মাখোঁ বেশ শক্ত প্রতিরোধের মুখে পড়েছেন। সংবাদ সংস্থা রয়টার্স এবং ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোরের পৃথক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি প্রতিষ্ঠান লেস ইকোস এবং রেডিও ক্ল্যাসিক পরিচালিত মঙ্গলবারের এক জরিপ থেকে দেখা যায়, ফ্রান্সের অতি ডানপন্থী প্রার্থী মেরি লো পেন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় রাউন্ডের আগে মাখোঁর সঙ্গে ব্যবধান ক্রমশ কমিয়ে আনছেন। একই সঙ্গে জরিপটিতে এই পূর্বাভাসও দেওয়া হয় যে নির্বাচন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি আরও হ্রাস পাচ্ছে।
জরিপে বলা হয়, লো পেন ব্যবধান অনেক কমিয়ে আনলেও মাখোঁ প্রায় ৫৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় রাউন্ডে জিতবেন।
এদিকে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার লড়াইয়ে প্রত্যাশার চেয়ে বেশ কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট মাখোঁ। তবে ভোটারদের ঝাঁজালো প্রশ্ন ও মন্তব্যে তিনি ক্ষুব্ধ না হয়ে তাঁদের সঙ্গে কথা বলছেন এমনকি কখনো কখনো দ্বন্দ্বমূলক বিতর্কেও জড়িয়ে পড়ছেন।
স্থানীয় সময় মঙ্গলবার ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর মুলহাউসে নির্বাচনী প্রচার চালানোর সময় মাখোঁকে বেশ কিছু কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়। তাঁকে জিজ্ঞেস করা হয়, ‘কেন আপনি দরিদ্রদের সাহায্য করেননি?’ ‘কেন হাসপাতালগুলো শয্যা ও স্বাস্থ্যকর্মীদের ঘাটতিতে ভুগছে?’ ‘কোন যুক্তিতে বিশালসংখ্যক তরুণ যুবাকে বেকার রেখে চাকরি থেকে অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৫ বছরে নিয়ে যাওয়ার প্রস্তাব করতে পারেন?’
এসব প্রশ্নের মুখে ৪৪ বছর বয়সী ফরাসি প্রেসিডেন্ট ধৈর্য ধরে এসব বিষয়ে তাঁর সরকাররে নীতি ও পরিকল্পনা ব্যাখ্যা করেন। তবে কখনো কখনো লোকজন ক্রমশ তাঁর বিরোধিতা করতে থাকলে তিনি বেশ খানিকটা অধৈর্য হয়ে ওঠেন।

ক্রমেই জমে উঠছে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন। বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেরি লো পেনের মধ্যকার লড়াইয়ে ক্রমশ পার্থক্য কমিয়ে আনছেন পেন। এবং প্রথম রাউন্ড ভোটে এগিয়ে থেকে নির্বাচনী প্রচার শুরু করলেও মাখোঁ বেশ শক্ত প্রতিরোধের মুখে পড়েছেন। সংবাদ সংস্থা রয়টার্স এবং ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোরের পৃথক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি প্রতিষ্ঠান লেস ইকোস এবং রেডিও ক্ল্যাসিক পরিচালিত মঙ্গলবারের এক জরিপ থেকে দেখা যায়, ফ্রান্সের অতি ডানপন্থী প্রার্থী মেরি লো পেন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় রাউন্ডের আগে মাখোঁর সঙ্গে ব্যবধান ক্রমশ কমিয়ে আনছেন। একই সঙ্গে জরিপটিতে এই পূর্বাভাসও দেওয়া হয় যে নির্বাচন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি আরও হ্রাস পাচ্ছে।
জরিপে বলা হয়, লো পেন ব্যবধান অনেক কমিয়ে আনলেও মাখোঁ প্রায় ৫৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় রাউন্ডে জিতবেন।
এদিকে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার লড়াইয়ে প্রত্যাশার চেয়ে বেশ কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট মাখোঁ। তবে ভোটারদের ঝাঁজালো প্রশ্ন ও মন্তব্যে তিনি ক্ষুব্ধ না হয়ে তাঁদের সঙ্গে কথা বলছেন এমনকি কখনো কখনো দ্বন্দ্বমূলক বিতর্কেও জড়িয়ে পড়ছেন।
স্থানীয় সময় মঙ্গলবার ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর মুলহাউসে নির্বাচনী প্রচার চালানোর সময় মাখোঁকে বেশ কিছু কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়। তাঁকে জিজ্ঞেস করা হয়, ‘কেন আপনি দরিদ্রদের সাহায্য করেননি?’ ‘কেন হাসপাতালগুলো শয্যা ও স্বাস্থ্যকর্মীদের ঘাটতিতে ভুগছে?’ ‘কোন যুক্তিতে বিশালসংখ্যক তরুণ যুবাকে বেকার রেখে চাকরি থেকে অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৫ বছরে নিয়ে যাওয়ার প্রস্তাব করতে পারেন?’
এসব প্রশ্নের মুখে ৪৪ বছর বয়সী ফরাসি প্রেসিডেন্ট ধৈর্য ধরে এসব বিষয়ে তাঁর সরকাররে নীতি ও পরিকল্পনা ব্যাখ্যা করেন। তবে কখনো কখনো লোকজন ক্রমশ তাঁর বিরোধিতা করতে থাকলে তিনি বেশ খানিকটা অধৈর্য হয়ে ওঠেন।

অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিবাসনের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে ২০২৫ সালে ১ লাখেরও বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে শিক্ষার্থী ভিসা রয়েছে প্রায় ৮ হাজারেরও বেশি। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্টেট ডিপার্টমেন্ট জানায়...
১৮ মিনিট আগে
কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের খবরে বলা হয়েছে, ইরানের জন্য পরিচালিত যুক্তরাষ্ট্রের ‘ভার্চুয়াল অ্যাম্বাসি’ ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, ‘এখনই ইরান ত্যাগ করুন।’ এতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভর না করে ইরান ছাড়ার জন্য নিজস্ব পরিকল্পনা রাখুন।’
১ ঘণ্টা আগে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত। চাইলে ওয়াশিংটন ‘যাচাই’ করে দেখতে পারে। তবে ইরান আলোচনার জন্য উন্মুক্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান বিক্ষোভ দমনের জবাবে সামরিক পদক্ষেপ নেওয়ার...
১ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে। সূত্র জানিয়েছে, বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
২ ঘণ্টা আগে