
বুলগেরিয়ার অন্ধ মিস্টিক বাবা ভাঙ্গা মারা গিয়েছিলেন ১৯৯৬ সালে, ৮৫ বছর বয়সে। তবে রহস্যপূর্ণ কথায় তাঁর ভবিষ্যদ্বাণীগুলোর জন্য আজও তিনি বিশ্বজুড়ে কৌতূহলের কেন্দ্রবিন্দু।
‘বলকানের নস্ত্রাদামুস’ খ্যাত বাবা ভাঙ্গা দাবি করেছিলেন, ১২ বছর বয়সে দৃষ্টি হারানোর পর তিনি ভবিষ্যৎ দেখার ক্ষমতা পেয়েছেন। দাবি করা হয়, তাঁর অন্যতম উল্লেখযোগ্য ভবিষ্যদ্বাণী ছিল—২০০১ সালের ১১ সেপ্টেম্বরের টুইন টাওয়ার আক্রমণের পূর্বাভাস।
আসন্ন বছর অর্থাৎ ২০২৫ সাল নিয়েও বাবা ভাঙ্গার কিছু পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। তবে শীতল এসব পূর্বাভাস অনেকের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। আসন্ন বছরটিতে বিশ্বজুড়ে ব্যাপক অস্থিরতা এবং ধ্বংসের ইঙ্গিত দিয়ে তাঁর ভবিষ্যদ্বাণীগুলো মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, বাবা ভাঙ্গা পূর্ব ও পশ্চিমের মধ্যে যুদ্ধ এবং পশ্চিমের সম্পূর্ণ ধ্বংসের পূর্বাভাস দিয়েছেন। তিনি বলেছিলেন, ‘যখন সিরিয়া পতন হবে, তখন পূর্ব ও পশ্চিমের মধ্যে একটি মহান যুদ্ধ শুরু হবে। বসন্তে পূর্বের একটি যুদ্ধ শুরু হবে, যা পশ্চিমকে ধ্বংস করে দেবে।’
আরেকটি ভবিষ্যদ্বাণীতে তিনি উল্লেখ করেন—‘সিরিয়া বিজয়ীর পায়ে পতিত হবে, তবে বিজয়ী আসলে বিজয়ী হবে না।’
রহস্যপূর্ণ কথায় বাবা ভাঙ্গা আরও দাবি করেছিলেন, মানুষ ২০২৫ সালের মধ্যে ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগ করবে। তবে এই যোগাযোগ হয়তো মানবজাতির জন্য সংকট বা ধ্বংস ডেকে আনতে পারে।
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ক্ষমতায় ফিরে এলে ভিনগ্রহীদের সম্পর্কিত মার্কিন সরকারের সব গোপন নথি প্রকাশ করবেন। এতে এই ভবিষ্যদ্বাণী আরও বাস্তবসম্মত বলে মনে হতে পারে।
বাবা ভাঙ্গার আরেকটি ভবিষ্যদ্বাণী হলো—২০২৫ সালের মধ্যে মানবজাতি টেলিপ্যাথি বা মন থেকে মনের মধ্যে সরাসরি যোগাযোগ করার ক্ষমতা অর্জন করবে। এটি মানব সম্পর্কের ক্ষেত্রে বিপ্লব ঘটাবে।
ইলন মাস্কের ব্রেন চিপ ইতিমধ্যেই প্রযুক্তি নিয়ন্ত্রণে এক ধরনের টেলিপ্যাথি তৈরি করেছে। তবে তিনি মানব থেকে মানব টেলিপ্যাথি বাস্তবে পরিণত করতে পারবেন কিনা তা সময়ই বলে দেবে।
বাবা ভাঙ্গা ২০২৫ সালকে বৈজ্ঞানিক এবং চিকিৎসা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির বছর হিসেবে চিহ্নিত করেছিলেন। তাঁর মতে, ন্যানো-প্রযুক্তি এবং টেলিপ্যাথির ক্ষেত্রে বড় অগ্রগতি হতে পারে। তবে তিনি এসব প্রযুক্তির অপব্যবহারের সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করেছেন।

বুলগেরিয়ার অন্ধ মিস্টিক বাবা ভাঙ্গা মারা গিয়েছিলেন ১৯৯৬ সালে, ৮৫ বছর বয়সে। তবে রহস্যপূর্ণ কথায় তাঁর ভবিষ্যদ্বাণীগুলোর জন্য আজও তিনি বিশ্বজুড়ে কৌতূহলের কেন্দ্রবিন্দু।
‘বলকানের নস্ত্রাদামুস’ খ্যাত বাবা ভাঙ্গা দাবি করেছিলেন, ১২ বছর বয়সে দৃষ্টি হারানোর পর তিনি ভবিষ্যৎ দেখার ক্ষমতা পেয়েছেন। দাবি করা হয়, তাঁর অন্যতম উল্লেখযোগ্য ভবিষ্যদ্বাণী ছিল—২০০১ সালের ১১ সেপ্টেম্বরের টুইন টাওয়ার আক্রমণের পূর্বাভাস।
আসন্ন বছর অর্থাৎ ২০২৫ সাল নিয়েও বাবা ভাঙ্গার কিছু পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। তবে শীতল এসব পূর্বাভাস অনেকের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। আসন্ন বছরটিতে বিশ্বজুড়ে ব্যাপক অস্থিরতা এবং ধ্বংসের ইঙ্গিত দিয়ে তাঁর ভবিষ্যদ্বাণীগুলো মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, বাবা ভাঙ্গা পূর্ব ও পশ্চিমের মধ্যে যুদ্ধ এবং পশ্চিমের সম্পূর্ণ ধ্বংসের পূর্বাভাস দিয়েছেন। তিনি বলেছিলেন, ‘যখন সিরিয়া পতন হবে, তখন পূর্ব ও পশ্চিমের মধ্যে একটি মহান যুদ্ধ শুরু হবে। বসন্তে পূর্বের একটি যুদ্ধ শুরু হবে, যা পশ্চিমকে ধ্বংস করে দেবে।’
আরেকটি ভবিষ্যদ্বাণীতে তিনি উল্লেখ করেন—‘সিরিয়া বিজয়ীর পায়ে পতিত হবে, তবে বিজয়ী আসলে বিজয়ী হবে না।’
রহস্যপূর্ণ কথায় বাবা ভাঙ্গা আরও দাবি করেছিলেন, মানুষ ২০২৫ সালের মধ্যে ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগ করবে। তবে এই যোগাযোগ হয়তো মানবজাতির জন্য সংকট বা ধ্বংস ডেকে আনতে পারে।
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ক্ষমতায় ফিরে এলে ভিনগ্রহীদের সম্পর্কিত মার্কিন সরকারের সব গোপন নথি প্রকাশ করবেন। এতে এই ভবিষ্যদ্বাণী আরও বাস্তবসম্মত বলে মনে হতে পারে।
বাবা ভাঙ্গার আরেকটি ভবিষ্যদ্বাণী হলো—২০২৫ সালের মধ্যে মানবজাতি টেলিপ্যাথি বা মন থেকে মনের মধ্যে সরাসরি যোগাযোগ করার ক্ষমতা অর্জন করবে। এটি মানব সম্পর্কের ক্ষেত্রে বিপ্লব ঘটাবে।
ইলন মাস্কের ব্রেন চিপ ইতিমধ্যেই প্রযুক্তি নিয়ন্ত্রণে এক ধরনের টেলিপ্যাথি তৈরি করেছে। তবে তিনি মানব থেকে মানব টেলিপ্যাথি বাস্তবে পরিণত করতে পারবেন কিনা তা সময়ই বলে দেবে।
বাবা ভাঙ্গা ২০২৫ সালকে বৈজ্ঞানিক এবং চিকিৎসা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির বছর হিসেবে চিহ্নিত করেছিলেন। তাঁর মতে, ন্যানো-প্রযুক্তি এবং টেলিপ্যাথির ক্ষেত্রে বড় অগ্রগতি হতে পারে। তবে তিনি এসব প্রযুক্তির অপব্যবহারের সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করেছেন।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোর একাধিক পরামর্শমূলক গ্রুপে অংশগ্রহণ কমানোর পরিকল্পনা করছে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক কর্মকর্তার মতে, ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ধীরে ধীরে কমিয়ে আনার যে উদ্যোগ ট্রাম্প প্রশাসন নিয়েছে, এটি তারই সর্বশেষ ইঙ্গিত।
১ ঘণ্টা আগে
এক প্রতিবেদনে দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, নির্বাচন কমিশন আগামী ৫ মার্চের নির্বাচনের জন্য ২০ জানুয়ারিকে প্রার্থী নিবন্ধনের শেষ সময়সীমা নির্ধারণ করেছে। প্রচলিত আইন অনুযায়ী, কোনো নির্বাচিত প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে তাঁকে অবশ্যই আগে পদত্যাগ করতে হবে।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় নেতানিয়াহুর দপ্তর জানায়, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে...
২ ঘণ্টা আগে
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সপ্তাহের চীন সফর করবেন। এই সময়ে ব্রিটেন ও চীন ব্যবসায়িক সংলাপে এক ‘সোনালি যুগ’ পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়েছে। এ উদ্যোগ সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে। উভয় দেশের শীর্ষ নির্বাহীরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে