
বুলগেরিয়ার অন্ধ মিস্টিক বাবা ভাঙ্গা মারা গিয়েছিলেন ১৯৯৬ সালে, ৮৫ বছর বয়সে। তবে রহস্যপূর্ণ কথায় তাঁর ভবিষ্যদ্বাণীগুলোর জন্য আজও তিনি বিশ্বজুড়ে কৌতূহলের কেন্দ্রবিন্দু।
‘বলকানের নস্ত্রাদামুস’ খ্যাত বাবা ভাঙ্গা দাবি করেছিলেন, ১২ বছর বয়সে দৃষ্টি হারানোর পর তিনি ভবিষ্যৎ দেখার ক্ষমতা পেয়েছেন। দাবি করা হয়, তাঁর অন্যতম উল্লেখযোগ্য ভবিষ্যদ্বাণী ছিল—২০০১ সালের ১১ সেপ্টেম্বরের টুইন টাওয়ার আক্রমণের পূর্বাভাস।
আসন্ন বছর অর্থাৎ ২০২৫ সাল নিয়েও বাবা ভাঙ্গার কিছু পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। তবে শীতল এসব পূর্বাভাস অনেকের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। আসন্ন বছরটিতে বিশ্বজুড়ে ব্যাপক অস্থিরতা এবং ধ্বংসের ইঙ্গিত দিয়ে তাঁর ভবিষ্যদ্বাণীগুলো মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, বাবা ভাঙ্গা পূর্ব ও পশ্চিমের মধ্যে যুদ্ধ এবং পশ্চিমের সম্পূর্ণ ধ্বংসের পূর্বাভাস দিয়েছেন। তিনি বলেছিলেন, ‘যখন সিরিয়া পতন হবে, তখন পূর্ব ও পশ্চিমের মধ্যে একটি মহান যুদ্ধ শুরু হবে। বসন্তে পূর্বের একটি যুদ্ধ শুরু হবে, যা পশ্চিমকে ধ্বংস করে দেবে।’
আরেকটি ভবিষ্যদ্বাণীতে তিনি উল্লেখ করেন—‘সিরিয়া বিজয়ীর পায়ে পতিত হবে, তবে বিজয়ী আসলে বিজয়ী হবে না।’
রহস্যপূর্ণ কথায় বাবা ভাঙ্গা আরও দাবি করেছিলেন, মানুষ ২০২৫ সালের মধ্যে ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগ করবে। তবে এই যোগাযোগ হয়তো মানবজাতির জন্য সংকট বা ধ্বংস ডেকে আনতে পারে।
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ক্ষমতায় ফিরে এলে ভিনগ্রহীদের সম্পর্কিত মার্কিন সরকারের সব গোপন নথি প্রকাশ করবেন। এতে এই ভবিষ্যদ্বাণী আরও বাস্তবসম্মত বলে মনে হতে পারে।
বাবা ভাঙ্গার আরেকটি ভবিষ্যদ্বাণী হলো—২০২৫ সালের মধ্যে মানবজাতি টেলিপ্যাথি বা মন থেকে মনের মধ্যে সরাসরি যোগাযোগ করার ক্ষমতা অর্জন করবে। এটি মানব সম্পর্কের ক্ষেত্রে বিপ্লব ঘটাবে।
ইলন মাস্কের ব্রেন চিপ ইতিমধ্যেই প্রযুক্তি নিয়ন্ত্রণে এক ধরনের টেলিপ্যাথি তৈরি করেছে। তবে তিনি মানব থেকে মানব টেলিপ্যাথি বাস্তবে পরিণত করতে পারবেন কিনা তা সময়ই বলে দেবে।
বাবা ভাঙ্গা ২০২৫ সালকে বৈজ্ঞানিক এবং চিকিৎসা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির বছর হিসেবে চিহ্নিত করেছিলেন। তাঁর মতে, ন্যানো-প্রযুক্তি এবং টেলিপ্যাথির ক্ষেত্রে বড় অগ্রগতি হতে পারে। তবে তিনি এসব প্রযুক্তির অপব্যবহারের সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করেছেন।

বুলগেরিয়ার অন্ধ মিস্টিক বাবা ভাঙ্গা মারা গিয়েছিলেন ১৯৯৬ সালে, ৮৫ বছর বয়সে। তবে রহস্যপূর্ণ কথায় তাঁর ভবিষ্যদ্বাণীগুলোর জন্য আজও তিনি বিশ্বজুড়ে কৌতূহলের কেন্দ্রবিন্দু।
‘বলকানের নস্ত্রাদামুস’ খ্যাত বাবা ভাঙ্গা দাবি করেছিলেন, ১২ বছর বয়সে দৃষ্টি হারানোর পর তিনি ভবিষ্যৎ দেখার ক্ষমতা পেয়েছেন। দাবি করা হয়, তাঁর অন্যতম উল্লেখযোগ্য ভবিষ্যদ্বাণী ছিল—২০০১ সালের ১১ সেপ্টেম্বরের টুইন টাওয়ার আক্রমণের পূর্বাভাস।
আসন্ন বছর অর্থাৎ ২০২৫ সাল নিয়েও বাবা ভাঙ্গার কিছু পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। তবে শীতল এসব পূর্বাভাস অনেকের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। আসন্ন বছরটিতে বিশ্বজুড়ে ব্যাপক অস্থিরতা এবং ধ্বংসের ইঙ্গিত দিয়ে তাঁর ভবিষ্যদ্বাণীগুলো মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, বাবা ভাঙ্গা পূর্ব ও পশ্চিমের মধ্যে যুদ্ধ এবং পশ্চিমের সম্পূর্ণ ধ্বংসের পূর্বাভাস দিয়েছেন। তিনি বলেছিলেন, ‘যখন সিরিয়া পতন হবে, তখন পূর্ব ও পশ্চিমের মধ্যে একটি মহান যুদ্ধ শুরু হবে। বসন্তে পূর্বের একটি যুদ্ধ শুরু হবে, যা পশ্চিমকে ধ্বংস করে দেবে।’
আরেকটি ভবিষ্যদ্বাণীতে তিনি উল্লেখ করেন—‘সিরিয়া বিজয়ীর পায়ে পতিত হবে, তবে বিজয়ী আসলে বিজয়ী হবে না।’
রহস্যপূর্ণ কথায় বাবা ভাঙ্গা আরও দাবি করেছিলেন, মানুষ ২০২৫ সালের মধ্যে ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগ করবে। তবে এই যোগাযোগ হয়তো মানবজাতির জন্য সংকট বা ধ্বংস ডেকে আনতে পারে।
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ক্ষমতায় ফিরে এলে ভিনগ্রহীদের সম্পর্কিত মার্কিন সরকারের সব গোপন নথি প্রকাশ করবেন। এতে এই ভবিষ্যদ্বাণী আরও বাস্তবসম্মত বলে মনে হতে পারে।
বাবা ভাঙ্গার আরেকটি ভবিষ্যদ্বাণী হলো—২০২৫ সালের মধ্যে মানবজাতি টেলিপ্যাথি বা মন থেকে মনের মধ্যে সরাসরি যোগাযোগ করার ক্ষমতা অর্জন করবে। এটি মানব সম্পর্কের ক্ষেত্রে বিপ্লব ঘটাবে।
ইলন মাস্কের ব্রেন চিপ ইতিমধ্যেই প্রযুক্তি নিয়ন্ত্রণে এক ধরনের টেলিপ্যাথি তৈরি করেছে। তবে তিনি মানব থেকে মানব টেলিপ্যাথি বাস্তবে পরিণত করতে পারবেন কিনা তা সময়ই বলে দেবে।
বাবা ভাঙ্গা ২০২৫ সালকে বৈজ্ঞানিক এবং চিকিৎসা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির বছর হিসেবে চিহ্নিত করেছিলেন। তাঁর মতে, ন্যানো-প্রযুক্তি এবং টেলিপ্যাথির ক্ষেত্রে বড় অগ্রগতি হতে পারে। তবে তিনি এসব প্রযুক্তির অপব্যবহারের সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করেছেন।

গাজায় ভয়াবহ শীতকালীন ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়ে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া তীব্র ঠান্ডায় প্রাণ হারিয়েছে আরও অন্তত ছয় শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন। একই সঙ্গে তেহরানের দমনপীড়নের মুখে বিক্ষোভকারীদের ‘আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিন’ বলে আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের ‘আশ্বাস দিয়ে’ বলেছেন, ‘সাহায্য আসছে।’
৩ ঘণ্টা আগে
মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
১২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগে