
ঢাকা: আগামী ১ জুলাই থেকে ‘ভ্যাকসিন পাসপোর্ট’ চালু করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এটিকে বলা হচ্ছে ‘ডিজিটাল গ্রিন সার্টিফিকেট’। অর্থাৎ যাঁরা কোভিড টিকার পূর্ণ ডোজ নিয়েছেন তাঁরা বিনাবাধায় জোটভুক্ত দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন।
তবে সব টিকার ক্ষেত্রে এ বিধি প্রযোজ্য হবে না। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা কোভিশিল্ড নিলে গ্রিন পাসপোর্ট দেবে না ইউরোপীয় ইউনিয়ন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই গ্রিন সার্টিফিকেট বর্তমানে শুধু ইউরোপীয় মেডিসিন এজেন্সির (ইএমএ) অনুমোদিত টিকার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ইএমএর অনুমোদিত টিকাগুলো হলো–মডার্না, ভ্যাক্সজেভরিয়া (অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা), জ্যানসেন (জনসন অ্যান্ড জনসন), কমিরনাটি (ফাইজার)।
আশ্চর্যের বিষয় হলো–ভ্যাক্সজেভরিয়া এবং কোভিশিল্প উভয়ই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকার দুটি সংস্করণ হলেও ইইউ শুধু প্রথমটির অনুমোদন দিয়েছে। ভ্যাক্সজেভরিয়া সংস্করণটি যুক্তরাজ্য এবং ইউরোপের অন্য কয়েকটি দেশে উৎপাদিত হচ্ছে। সেরামের উৎপাদিন কোভিশিল্ডের এখনো অনুমোদন দেয়নি ইএমএ।
যদিও এর আগে ইইউ থেকে বলা হয়েছিল, সদস্য দেশগুলো যে কোনো টিকার ক্ষেত্রেই ভ্রমণ সনদ (ভ্যাকসিন পাসপোর্ট) ইস্যু করতে পারবে। কিন্তু সর্বশেষ সিদ্ধান্তে মনে হচ্ছে, বিষয়টি ইইউ জুড়ে যেসব টিকা বিপণনের অনুমতি পেয়েছে শুধু সেগুলোর ক্ষেত্রেই এই ভ্রমণ সনদ ইস্যু করা হবে।
স্পেন, জার্মানি এবং গ্রিস সহ ইইউ–এর বেশ কয়েকটি সদস্য দেশ এরই মধ্যে ভ্যাকসিন পাসপোর্ট ব্যবহার করতে শুরু করেছে। জোটের অন্য দেশগুলো আগামী ১ জুলাই থেকে এক যোগে এই পাসপোর্ট ইস্যু করার ঘোষণা দিয়েছে।
কোভিশিল্ডের ক্ষেত্রে ইইউ–এর ভ্যাকসিন পাসপোর্ট না দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনেওয়ালা বলেছেন, তাঁর কোম্পানি বিষয়টি সমাধার চেষ্টা করছে।
ভারতের বিপুল সংখ্যক মানুষ সেরামের উৎপাদিত কোভিশিল্ডের টিকা পেয়েছেন। দেশটিতে এরই মধ্যে ৩২ কোটি ডোজ কোভিশিল্ড টিকা প্রয়োগ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশসহ ভারতের প্রতিবেশী দেশগুলোও এই টিকা দিয়েই তাদের টিকাদান কার্যক্রম শুরু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকার অনুমোদন দিয়েছে। টিকার সুষম বণ্টনের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সেও এ টিকা অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর মধ্যে ডেলটা এবং ডেলটা প্লাস সংক্রমণে জেরবার অবস্থা ভারতের। অনেক দেশ ভারতীয়দের প্রবেশে নিষেধ করেছে। করোনার এই দুটি ধরনই ভারতে প্রথম শনাক্ত হয়।

ঢাকা: আগামী ১ জুলাই থেকে ‘ভ্যাকসিন পাসপোর্ট’ চালু করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এটিকে বলা হচ্ছে ‘ডিজিটাল গ্রিন সার্টিফিকেট’। অর্থাৎ যাঁরা কোভিড টিকার পূর্ণ ডোজ নিয়েছেন তাঁরা বিনাবাধায় জোটভুক্ত দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন।
তবে সব টিকার ক্ষেত্রে এ বিধি প্রযোজ্য হবে না। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা কোভিশিল্ড নিলে গ্রিন পাসপোর্ট দেবে না ইউরোপীয় ইউনিয়ন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই গ্রিন সার্টিফিকেট বর্তমানে শুধু ইউরোপীয় মেডিসিন এজেন্সির (ইএমএ) অনুমোদিত টিকার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ইএমএর অনুমোদিত টিকাগুলো হলো–মডার্না, ভ্যাক্সজেভরিয়া (অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা), জ্যানসেন (জনসন অ্যান্ড জনসন), কমিরনাটি (ফাইজার)।
আশ্চর্যের বিষয় হলো–ভ্যাক্সজেভরিয়া এবং কোভিশিল্প উভয়ই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকার দুটি সংস্করণ হলেও ইইউ শুধু প্রথমটির অনুমোদন দিয়েছে। ভ্যাক্সজেভরিয়া সংস্করণটি যুক্তরাজ্য এবং ইউরোপের অন্য কয়েকটি দেশে উৎপাদিত হচ্ছে। সেরামের উৎপাদিন কোভিশিল্ডের এখনো অনুমোদন দেয়নি ইএমএ।
যদিও এর আগে ইইউ থেকে বলা হয়েছিল, সদস্য দেশগুলো যে কোনো টিকার ক্ষেত্রেই ভ্রমণ সনদ (ভ্যাকসিন পাসপোর্ট) ইস্যু করতে পারবে। কিন্তু সর্বশেষ সিদ্ধান্তে মনে হচ্ছে, বিষয়টি ইইউ জুড়ে যেসব টিকা বিপণনের অনুমতি পেয়েছে শুধু সেগুলোর ক্ষেত্রেই এই ভ্রমণ সনদ ইস্যু করা হবে।
স্পেন, জার্মানি এবং গ্রিস সহ ইইউ–এর বেশ কয়েকটি সদস্য দেশ এরই মধ্যে ভ্যাকসিন পাসপোর্ট ব্যবহার করতে শুরু করেছে। জোটের অন্য দেশগুলো আগামী ১ জুলাই থেকে এক যোগে এই পাসপোর্ট ইস্যু করার ঘোষণা দিয়েছে।
কোভিশিল্ডের ক্ষেত্রে ইইউ–এর ভ্যাকসিন পাসপোর্ট না দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনেওয়ালা বলেছেন, তাঁর কোম্পানি বিষয়টি সমাধার চেষ্টা করছে।
ভারতের বিপুল সংখ্যক মানুষ সেরামের উৎপাদিত কোভিশিল্ডের টিকা পেয়েছেন। দেশটিতে এরই মধ্যে ৩২ কোটি ডোজ কোভিশিল্ড টিকা প্রয়োগ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশসহ ভারতের প্রতিবেশী দেশগুলোও এই টিকা দিয়েই তাদের টিকাদান কার্যক্রম শুরু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকার অনুমোদন দিয়েছে। টিকার সুষম বণ্টনের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সেও এ টিকা অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর মধ্যে ডেলটা এবং ডেলটা প্লাস সংক্রমণে জেরবার অবস্থা ভারতের। অনেক দেশ ভারতীয়দের প্রবেশে নিষেধ করেছে। করোনার এই দুটি ধরনই ভারতে প্রথম শনাক্ত হয়।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
১৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
১৩ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
১৪ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
১৫ ঘণ্টা আগে