
ঢাকা: আগামী ১ জুলাই থেকে ‘ভ্যাকসিন পাসপোর্ট’ চালু করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এটিকে বলা হচ্ছে ‘ডিজিটাল গ্রিন সার্টিফিকেট’। অর্থাৎ যাঁরা কোভিড টিকার পূর্ণ ডোজ নিয়েছেন তাঁরা বিনাবাধায় জোটভুক্ত দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন।
তবে সব টিকার ক্ষেত্রে এ বিধি প্রযোজ্য হবে না। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা কোভিশিল্ড নিলে গ্রিন পাসপোর্ট দেবে না ইউরোপীয় ইউনিয়ন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই গ্রিন সার্টিফিকেট বর্তমানে শুধু ইউরোপীয় মেডিসিন এজেন্সির (ইএমএ) অনুমোদিত টিকার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ইএমএর অনুমোদিত টিকাগুলো হলো–মডার্না, ভ্যাক্সজেভরিয়া (অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা), জ্যানসেন (জনসন অ্যান্ড জনসন), কমিরনাটি (ফাইজার)।
আশ্চর্যের বিষয় হলো–ভ্যাক্সজেভরিয়া এবং কোভিশিল্প উভয়ই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকার দুটি সংস্করণ হলেও ইইউ শুধু প্রথমটির অনুমোদন দিয়েছে। ভ্যাক্সজেভরিয়া সংস্করণটি যুক্তরাজ্য এবং ইউরোপের অন্য কয়েকটি দেশে উৎপাদিত হচ্ছে। সেরামের উৎপাদিন কোভিশিল্ডের এখনো অনুমোদন দেয়নি ইএমএ।
যদিও এর আগে ইইউ থেকে বলা হয়েছিল, সদস্য দেশগুলো যে কোনো টিকার ক্ষেত্রেই ভ্রমণ সনদ (ভ্যাকসিন পাসপোর্ট) ইস্যু করতে পারবে। কিন্তু সর্বশেষ সিদ্ধান্তে মনে হচ্ছে, বিষয়টি ইইউ জুড়ে যেসব টিকা বিপণনের অনুমতি পেয়েছে শুধু সেগুলোর ক্ষেত্রেই এই ভ্রমণ সনদ ইস্যু করা হবে।
স্পেন, জার্মানি এবং গ্রিস সহ ইইউ–এর বেশ কয়েকটি সদস্য দেশ এরই মধ্যে ভ্যাকসিন পাসপোর্ট ব্যবহার করতে শুরু করেছে। জোটের অন্য দেশগুলো আগামী ১ জুলাই থেকে এক যোগে এই পাসপোর্ট ইস্যু করার ঘোষণা দিয়েছে।
কোভিশিল্ডের ক্ষেত্রে ইইউ–এর ভ্যাকসিন পাসপোর্ট না দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনেওয়ালা বলেছেন, তাঁর কোম্পানি বিষয়টি সমাধার চেষ্টা করছে।
ভারতের বিপুল সংখ্যক মানুষ সেরামের উৎপাদিত কোভিশিল্ডের টিকা পেয়েছেন। দেশটিতে এরই মধ্যে ৩২ কোটি ডোজ কোভিশিল্ড টিকা প্রয়োগ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশসহ ভারতের প্রতিবেশী দেশগুলোও এই টিকা দিয়েই তাদের টিকাদান কার্যক্রম শুরু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকার অনুমোদন দিয়েছে। টিকার সুষম বণ্টনের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সেও এ টিকা অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর মধ্যে ডেলটা এবং ডেলটা প্লাস সংক্রমণে জেরবার অবস্থা ভারতের। অনেক দেশ ভারতীয়দের প্রবেশে নিষেধ করেছে। করোনার এই দুটি ধরনই ভারতে প্রথম শনাক্ত হয়।

ঢাকা: আগামী ১ জুলাই থেকে ‘ভ্যাকসিন পাসপোর্ট’ চালু করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এটিকে বলা হচ্ছে ‘ডিজিটাল গ্রিন সার্টিফিকেট’। অর্থাৎ যাঁরা কোভিড টিকার পূর্ণ ডোজ নিয়েছেন তাঁরা বিনাবাধায় জোটভুক্ত দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন।
তবে সব টিকার ক্ষেত্রে এ বিধি প্রযোজ্য হবে না। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা কোভিশিল্ড নিলে গ্রিন পাসপোর্ট দেবে না ইউরোপীয় ইউনিয়ন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই গ্রিন সার্টিফিকেট বর্তমানে শুধু ইউরোপীয় মেডিসিন এজেন্সির (ইএমএ) অনুমোদিত টিকার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ইএমএর অনুমোদিত টিকাগুলো হলো–মডার্না, ভ্যাক্সজেভরিয়া (অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা), জ্যানসেন (জনসন অ্যান্ড জনসন), কমিরনাটি (ফাইজার)।
আশ্চর্যের বিষয় হলো–ভ্যাক্সজেভরিয়া এবং কোভিশিল্প উভয়ই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকার দুটি সংস্করণ হলেও ইইউ শুধু প্রথমটির অনুমোদন দিয়েছে। ভ্যাক্সজেভরিয়া সংস্করণটি যুক্তরাজ্য এবং ইউরোপের অন্য কয়েকটি দেশে উৎপাদিত হচ্ছে। সেরামের উৎপাদিন কোভিশিল্ডের এখনো অনুমোদন দেয়নি ইএমএ।
যদিও এর আগে ইইউ থেকে বলা হয়েছিল, সদস্য দেশগুলো যে কোনো টিকার ক্ষেত্রেই ভ্রমণ সনদ (ভ্যাকসিন পাসপোর্ট) ইস্যু করতে পারবে। কিন্তু সর্বশেষ সিদ্ধান্তে মনে হচ্ছে, বিষয়টি ইইউ জুড়ে যেসব টিকা বিপণনের অনুমতি পেয়েছে শুধু সেগুলোর ক্ষেত্রেই এই ভ্রমণ সনদ ইস্যু করা হবে।
স্পেন, জার্মানি এবং গ্রিস সহ ইইউ–এর বেশ কয়েকটি সদস্য দেশ এরই মধ্যে ভ্যাকসিন পাসপোর্ট ব্যবহার করতে শুরু করেছে। জোটের অন্য দেশগুলো আগামী ১ জুলাই থেকে এক যোগে এই পাসপোর্ট ইস্যু করার ঘোষণা দিয়েছে।
কোভিশিল্ডের ক্ষেত্রে ইইউ–এর ভ্যাকসিন পাসপোর্ট না দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনেওয়ালা বলেছেন, তাঁর কোম্পানি বিষয়টি সমাধার চেষ্টা করছে।
ভারতের বিপুল সংখ্যক মানুষ সেরামের উৎপাদিত কোভিশিল্ডের টিকা পেয়েছেন। দেশটিতে এরই মধ্যে ৩২ কোটি ডোজ কোভিশিল্ড টিকা প্রয়োগ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশসহ ভারতের প্রতিবেশী দেশগুলোও এই টিকা দিয়েই তাদের টিকাদান কার্যক্রম শুরু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকার অনুমোদন দিয়েছে। টিকার সুষম বণ্টনের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সেও এ টিকা অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর মধ্যে ডেলটা এবং ডেলটা প্লাস সংক্রমণে জেরবার অবস্থা ভারতের। অনেক দেশ ভারতীয়দের প্রবেশে নিষেধ করেছে। করোনার এই দুটি ধরনই ভারতে প্রথম শনাক্ত হয়।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি শক্তিশালী ‘সনিক উইপন’ (শব্দাস্ত্র) ব্যবহার করেছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অস্ত্রটি বিশেষ। এটা আর কারও কাছে নেই। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির...
৭ ঘণ্টা আগে
গত বছরের জুলাইয়ে স্কটল্যান্ডের টার্নবেরিতে ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মূল লক্ষ্য ছিল ইউরোপীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা এবং লবস্টারসহ (একধরনের সামুদ্রিক মাছে) নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের
৯ ঘণ্টা আগে
ফোরামে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমরা একটি চুক্তির খুব কাছাকাছি আছি। আমি বিশ্বাস করি, তাঁরা এখন এমন এক জায়গায় আছে, যেখান থেকে এক হয়ে চুক্তি সম্পন্ন করতে পারে। আর যদি তাঁরা তা না করে, তবে তাঁরা স্টুপিড। আমি জানি তাঁরা আসলে নির্বোধ নন, কিন্তু এই সমাধান করতে না পারলে তাঁদের নির্বোধই বলতে হবে।’
৯ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে আবারও গ্রিনল্যান্ড দখলের ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার ফোরামে দেওয়া ভাষণে তিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ইউরোপীয় মিত্রদের প্রতি হুঁশিয়ারি...
৯ ঘণ্টা আগে