
ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে তিনি ইতালির একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর মুখপাত্র রবার্ট সুইলো টুইট করে এ খবর নিশ্চিত করেছেন।
টুইট বার্তায় রবার্ট সুইলো বলেন, অ্যাভিয়ানোতে একটি হাসপাতালে মঙ্গলবার ভোরে মারা গেছেন ডেভিড সাসোলি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ডেভিড সাসোলি ইমিউন সিস্টেম সম্পর্কিত একটি গুরুতর জটিলতায় ভুগছিলেন। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ভর্তি ছিলেন হাসপাতালে। এ সময় তিনি সব ধরনের অফিসিয়াল কার্যক্রম বন্ধ রেখেছিলেন।
সাসোলি ইতালির সাবেক সাংবাদিক। ২০১৯ সালের জুলাই মাসে ৭০৫ আসনের ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট নির্বাচিত হন। বিশিষ্ট এই রাজনীতিক এ সময় সংবাদপাঠকও ছিলেন।
গত বছরের সেপ্টেম্বরে ডেভিড সাসোলিকে স্ট্রাসবার্গের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে তীব্র নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হয়। গত নভেম্বরে ফের রাজনৈতিক কর্তব্য পালন শুরু করেন তিনি।
ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্টের পদে ফের নির্বাচন করবেন না বলে আগেই জানিয়েছিলেন ডেভিড সাসোলি ।
ডেভিড সাসোলি ১৯৫৬ সালের ৩০ মে ইতালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন।
জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত ইউরোপীয় পার্লামেন্ট। ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একত্রে এটি ইউরোপীয় ইউনিয়নের আইন প্রণয়নকারীর ভূমিকা পালন করে।
ইউরোপিয়ান পার্লামেন্টে ৭৫১টি আসন থাকলেও ব্রেক্সিটের মাধ্যমে ইইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ার পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে আসনসংখ্যা ৭০৫-এ নেমে আসে।

ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে তিনি ইতালির একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর মুখপাত্র রবার্ট সুইলো টুইট করে এ খবর নিশ্চিত করেছেন।
টুইট বার্তায় রবার্ট সুইলো বলেন, অ্যাভিয়ানোতে একটি হাসপাতালে মঙ্গলবার ভোরে মারা গেছেন ডেভিড সাসোলি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ডেভিড সাসোলি ইমিউন সিস্টেম সম্পর্কিত একটি গুরুতর জটিলতায় ভুগছিলেন। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ভর্তি ছিলেন হাসপাতালে। এ সময় তিনি সব ধরনের অফিসিয়াল কার্যক্রম বন্ধ রেখেছিলেন।
সাসোলি ইতালির সাবেক সাংবাদিক। ২০১৯ সালের জুলাই মাসে ৭০৫ আসনের ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট নির্বাচিত হন। বিশিষ্ট এই রাজনীতিক এ সময় সংবাদপাঠকও ছিলেন।
গত বছরের সেপ্টেম্বরে ডেভিড সাসোলিকে স্ট্রাসবার্গের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে তীব্র নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হয়। গত নভেম্বরে ফের রাজনৈতিক কর্তব্য পালন শুরু করেন তিনি।
ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্টের পদে ফের নির্বাচন করবেন না বলে আগেই জানিয়েছিলেন ডেভিড সাসোলি ।
ডেভিড সাসোলি ১৯৫৬ সালের ৩০ মে ইতালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন।
জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত ইউরোপীয় পার্লামেন্ট। ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একত্রে এটি ইউরোপীয় ইউনিয়নের আইন প্রণয়নকারীর ভূমিকা পালন করে।
ইউরোপিয়ান পার্লামেন্টে ৭৫১টি আসন থাকলেও ব্রেক্সিটের মাধ্যমে ইইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ার পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে আসনসংখ্যা ৭০৫-এ নেমে আসে।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৩ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৪ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৬ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৭ ঘণ্টা আগে