আজকের পত্রিকা ডেস্ক

ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার পুতিন অপ্রত্যাশিতভাবে তাঁর সেনাবাহিনীকে শনিবার মস্কো সময় সন্ধ্যা ৬টা থেকে রোববার মধ্যরাত (ইস্টার্ন সময় বেলা ১১টা থেকে সন্ধ্যা ৫টা) পর্যন্ত সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। পুতিনের এই নির্দেশে ইউক্রেন সন্দেহ প্রকাশ করলেও পরবর্তী সময় যুদ্ধবিরতিতে সম্মত হয়। কিন্তু এরপরেই অভিযোগ উঠেছে, ইস্টার সানডে উপলক্ষে এই সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে উভয় পক্ষ।
ইউক্রেনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই ঘোষণার পেছনে পুতিনের কোনো উদ্দেশ্য থাকতে পারে। বিশেষত যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা থেকে সরে যাওয়ার হুমকির পরিপ্রেক্ষিতে তিনি এই সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেন। যাতে মনে হয়, তিনি শান্তি আলোচনায় আগ্রহী।
প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, এক দিন আগে যুদ্ধবিরতি ঘোষণা করলেও স্থানীয় সময় রোববার সকাল ১০টা থেকে রাশিয়ার গোলাবর্ষণ ও ড্রোন হামলা বেড়েছে। তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে, হয় পুতিনের সেনাবাহিনীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেই, না হয় রাশিয়া আসলে যুদ্ধ বন্ধে আন্তরিক নয়—তাদের শুধু প্রচার চাই।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে জেলেনস্কি লেখেন, শনিবার সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত রাশিয়া ৩৮৭ বার গোলাবর্ষণ ও ১৯ বার আক্রমণ চালিয়েছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ওলেক্সান্দ্র সিরস্কির রিপোর্ট উদ্ধৃত করে জেলেনস্কি বলেন, ‘রাশিয়ান সেনাবাহিনী সামগ্রিকভাবে যুদ্ধবিরতির একটা আবহ তৈরি করার চেষ্টা করলেও কিছু অঞ্চলে আক্রমণ ও ক্ষয়ক্ষতি চালিয়ে যাচ্ছে।’
অন্যদিকে, রাশিয়া দাবি করেছে, শনিবার সন্ধ্যা থেকে ইউক্রেন শতাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা শনিবার সন্ধ্যা থেকে প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ‘কঠোরভাবে’ যুদ্ধবিরতি মেনে চলেছে। কিন্তু ইউক্রেন ১ হাজারবারের বেশি এটি লঙ্ঘন করেছে। তাদের বক্তব্য, ইউক্রেন রাশিয়ার বিভিন্ন স্থানে ৪৪৪ বার গুলি চালিয়েছে, ৯০০-এর বেশি ড্রোন হামলা করেছে। এতে অসংখ্য বেসামরিক নাগরিক হতাহত ও সম্পদের ক্ষতি হয়েছে।
জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রস্তাবনা অনুযায়ী যুদ্ধবিরতি ৩০ দিন বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তবে রাশিয়া ইতিমধ্যে তাঁর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার বিরুদ্ধে গোলাবর্ষণ সীমিত রাখবে, তবে প্রথমে আক্রান্ত হলে জবাব দেবে। মাঠপর্যায়ের এক কমান্ডার সতর্ক করে বলেন, ‘আমাদের বলা হয়েছে রাশিয়ানদের ওপর গুলি কমাতে। তারা যদি আক্রমণ বা উত্তেজনা না বাড়ায়, আমরা গুলি করব না। কিন্তু তারা যদি গুলি করে, আমরা জবাব দেব।’
এদিকে পুতিনও বলেছেন, এই যুদ্ধবিরতি মানবিক কারণে। কিন্তু কোনো কারণে তারা যদি হামলা চালায়, তবে তাঁর সেনারা এর কঠিন জবাব দেবে।

ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার পুতিন অপ্রত্যাশিতভাবে তাঁর সেনাবাহিনীকে শনিবার মস্কো সময় সন্ধ্যা ৬টা থেকে রোববার মধ্যরাত (ইস্টার্ন সময় বেলা ১১টা থেকে সন্ধ্যা ৫টা) পর্যন্ত সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। পুতিনের এই নির্দেশে ইউক্রেন সন্দেহ প্রকাশ করলেও পরবর্তী সময় যুদ্ধবিরতিতে সম্মত হয়। কিন্তু এরপরেই অভিযোগ উঠেছে, ইস্টার সানডে উপলক্ষে এই সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে উভয় পক্ষ।
ইউক্রেনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই ঘোষণার পেছনে পুতিনের কোনো উদ্দেশ্য থাকতে পারে। বিশেষত যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা থেকে সরে যাওয়ার হুমকির পরিপ্রেক্ষিতে তিনি এই সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেন। যাতে মনে হয়, তিনি শান্তি আলোচনায় আগ্রহী।
প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, এক দিন আগে যুদ্ধবিরতি ঘোষণা করলেও স্থানীয় সময় রোববার সকাল ১০টা থেকে রাশিয়ার গোলাবর্ষণ ও ড্রোন হামলা বেড়েছে। তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে, হয় পুতিনের সেনাবাহিনীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেই, না হয় রাশিয়া আসলে যুদ্ধ বন্ধে আন্তরিক নয়—তাদের শুধু প্রচার চাই।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে জেলেনস্কি লেখেন, শনিবার সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত রাশিয়া ৩৮৭ বার গোলাবর্ষণ ও ১৯ বার আক্রমণ চালিয়েছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ওলেক্সান্দ্র সিরস্কির রিপোর্ট উদ্ধৃত করে জেলেনস্কি বলেন, ‘রাশিয়ান সেনাবাহিনী সামগ্রিকভাবে যুদ্ধবিরতির একটা আবহ তৈরি করার চেষ্টা করলেও কিছু অঞ্চলে আক্রমণ ও ক্ষয়ক্ষতি চালিয়ে যাচ্ছে।’
অন্যদিকে, রাশিয়া দাবি করেছে, শনিবার সন্ধ্যা থেকে ইউক্রেন শতাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা শনিবার সন্ধ্যা থেকে প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ‘কঠোরভাবে’ যুদ্ধবিরতি মেনে চলেছে। কিন্তু ইউক্রেন ১ হাজারবারের বেশি এটি লঙ্ঘন করেছে। তাদের বক্তব্য, ইউক্রেন রাশিয়ার বিভিন্ন স্থানে ৪৪৪ বার গুলি চালিয়েছে, ৯০০-এর বেশি ড্রোন হামলা করেছে। এতে অসংখ্য বেসামরিক নাগরিক হতাহত ও সম্পদের ক্ষতি হয়েছে।
জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রস্তাবনা অনুযায়ী যুদ্ধবিরতি ৩০ দিন বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তবে রাশিয়া ইতিমধ্যে তাঁর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার বিরুদ্ধে গোলাবর্ষণ সীমিত রাখবে, তবে প্রথমে আক্রান্ত হলে জবাব দেবে। মাঠপর্যায়ের এক কমান্ডার সতর্ক করে বলেন, ‘আমাদের বলা হয়েছে রাশিয়ানদের ওপর গুলি কমাতে। তারা যদি আক্রমণ বা উত্তেজনা না বাড়ায়, আমরা গুলি করব না। কিন্তু তারা যদি গুলি করে, আমরা জবাব দেব।’
এদিকে পুতিনও বলেছেন, এই যুদ্ধবিরতি মানবিক কারণে। কিন্তু কোনো কারণে তারা যদি হামলা চালায়, তবে তাঁর সেনারা এর কঠিন জবাব দেবে।

আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
৩০ মিনিট আগে
এই ভাষণে প্রথমবারের মতো খামেনি বিক্ষোভকারীদের মৃত্যুর সংখ্যা ‘হাজার হাজার’ বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্তরা এখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে।’
৪৪ মিনিট আগে
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস জেলায় ১১ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের (আইএটি) একটি ফ্লাইট নিখোঁজ হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় বেলা ১টা ১৭ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির শেষ যোগাযোগ হয়েছিল।
২ ঘণ্টা আগে
পাকিস্তানের পাঞ্জাব ও বেলুচিস্তান প্রদেশে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছেন। আজ শনিবার ভোরে পাঞ্জাবের সারগোধা জেলায় একটি ট্রাক খালে পড়ে গেলে ১৪ জন মারা যান। অন্যদিকে বেলুচিস্তানের ওরমারা মহকুমার কাছে একটি যাত্রীবাহী কোচ উল্টে ১০ জন নিহত হন।
২ ঘণ্টা আগে