আজকের পত্রিকা ডেস্ক

মাত্র ছয় বছর বয়সে ‘বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে’ হিসেবে খ্যাতি পেয়েছিলেন ফরাসি মডেল থিলান ব্লন্ডো। এখন তিনি ২৪ বছর বয়সী—পুরোপুরি একজন প্রাপ্তবয়স্ক নারী। ছোটবেলার সেই চেহারার সঙ্গে তাঁর এখনকার রূপ-লাবণ্য বেশ ভিন্ন। তবে সৌন্দর্যে এখনো তিনি অনন্য।
থিলান এখন লম্বা গাঢ় চুলে, মেকআপের সাহায্যে তাঁর মুখাবয়বকে আরও আকর্ষণীয় করে তোলেন। ছোটবেলায় তাঁর নীল চোখ, স্বর্ণালি চুল আর মোহময় ঠোঁট নজর কেড়েছিল বিখ্যাত ফ্যাশন ডিজাইনার জ্যঁ পল গলতিয়েরের। মাত্র তিন বছর বয়সে তিনি তাঁর নজরে পড়েন। এরপর চার বছর বয়সেই হাঁটেন প্রথম র্যাম্পে।
তিন বছর পর, মাত্র ছয় বছর বয়সে তিনি পান ‘বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে’র উপাধি। দশ বছর বয়সে তিনি ‘ভগ প্যারিস’ এর জন্য কাজ করে বিশ্বের সবচেয়ে কম বয়সী মডেল হওয়ার গৌরব অর্জন করেন।
বর্তমানে থিলান কাজ করছেন বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সঙ্গে—যেমন মিউ মিউ, ডোলস অ্যান্ড গাব্বানা, ল’রিয়েল প্যারিস, ভার্সেস, রালফ লরেন এবং হুগো বস। পাশাপাশি তিনি সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়। তাঁর ফলোয়ারের সংখ্যা লক্ষাধিক।
থিলানের নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড ‘হ্যাভেন মে ক্লথিং’ এবং বিউটি ও হেয়ার কেয়ার লাইন ‘এনালাইট’-এর কথাও শোনা যায়।

চিরকাল সৌন্দর্যের প্রশংসা পেলেও থিলান বরাবরই নিজের অবস্থান নিয়ে বিনয়ী ছিলেন। ২০১৮ সালে টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘লোকজন যখন বলে, তুমি তো বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে, আমি বলি—আমি না, আমি তো শুধু আইপ্যাড নিয়ে খেলছি।’
তিনি আরও বলেছিলেন, ‘এখনো যখন কেউ বলে আমি সবচেয়ে সুন্দর, আমি বলি—না, আমি এখনো নই, আমি শুধু একজন মানুষ, একজন তরুণী।’

তবে তাঁর জীবন সব সময় রঙিন ছিল না। ২০২১ সালে থিলান জানান, তিনি ওভারিয়ান সিস্ট সংক্রান্ত জটিলতায় একাধিক অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন। একটি সিস্ট ফেটে গিয়ে তাঁর পেটে ভয়াবহ ব্যথা সৃষ্টি করেছিল। পরে ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতা শেয়ার করে সবাইকে শরীরের সামান্য ব্যথাকেও গুরুত্ব দিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন।
থিলানের বলেন, ‘এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, শরীর যখন ব্যথা দেয়, তখন তা অবহেলা করা উচিত নয়। যতক্ষণ না কেউ সমস্যার আসল কারণ খুঁজে বের করতে পারে, ততক্ষণ বিভিন্ন চিকিৎসকের কাছে যেতে হবে।’
তিনি মনে করিয়ে দেন, ‘সামান্য ব্যথাও হতে পারে বড় কোনো সমস্যার পূর্বাভাস।’

মাত্র ছয় বছর বয়সে ‘বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে’ হিসেবে খ্যাতি পেয়েছিলেন ফরাসি মডেল থিলান ব্লন্ডো। এখন তিনি ২৪ বছর বয়সী—পুরোপুরি একজন প্রাপ্তবয়স্ক নারী। ছোটবেলার সেই চেহারার সঙ্গে তাঁর এখনকার রূপ-লাবণ্য বেশ ভিন্ন। তবে সৌন্দর্যে এখনো তিনি অনন্য।
থিলান এখন লম্বা গাঢ় চুলে, মেকআপের সাহায্যে তাঁর মুখাবয়বকে আরও আকর্ষণীয় করে তোলেন। ছোটবেলায় তাঁর নীল চোখ, স্বর্ণালি চুল আর মোহময় ঠোঁট নজর কেড়েছিল বিখ্যাত ফ্যাশন ডিজাইনার জ্যঁ পল গলতিয়েরের। মাত্র তিন বছর বয়সে তিনি তাঁর নজরে পড়েন। এরপর চার বছর বয়সেই হাঁটেন প্রথম র্যাম্পে।
তিন বছর পর, মাত্র ছয় বছর বয়সে তিনি পান ‘বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে’র উপাধি। দশ বছর বয়সে তিনি ‘ভগ প্যারিস’ এর জন্য কাজ করে বিশ্বের সবচেয়ে কম বয়সী মডেল হওয়ার গৌরব অর্জন করেন।
বর্তমানে থিলান কাজ করছেন বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সঙ্গে—যেমন মিউ মিউ, ডোলস অ্যান্ড গাব্বানা, ল’রিয়েল প্যারিস, ভার্সেস, রালফ লরেন এবং হুগো বস। পাশাপাশি তিনি সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়। তাঁর ফলোয়ারের সংখ্যা লক্ষাধিক।
থিলানের নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড ‘হ্যাভেন মে ক্লথিং’ এবং বিউটি ও হেয়ার কেয়ার লাইন ‘এনালাইট’-এর কথাও শোনা যায়।

চিরকাল সৌন্দর্যের প্রশংসা পেলেও থিলান বরাবরই নিজের অবস্থান নিয়ে বিনয়ী ছিলেন। ২০১৮ সালে টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘লোকজন যখন বলে, তুমি তো বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে, আমি বলি—আমি না, আমি তো শুধু আইপ্যাড নিয়ে খেলছি।’
তিনি আরও বলেছিলেন, ‘এখনো যখন কেউ বলে আমি সবচেয়ে সুন্দর, আমি বলি—না, আমি এখনো নই, আমি শুধু একজন মানুষ, একজন তরুণী।’

তবে তাঁর জীবন সব সময় রঙিন ছিল না। ২০২১ সালে থিলান জানান, তিনি ওভারিয়ান সিস্ট সংক্রান্ত জটিলতায় একাধিক অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন। একটি সিস্ট ফেটে গিয়ে তাঁর পেটে ভয়াবহ ব্যথা সৃষ্টি করেছিল। পরে ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতা শেয়ার করে সবাইকে শরীরের সামান্য ব্যথাকেও গুরুত্ব দিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন।
থিলানের বলেন, ‘এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, শরীর যখন ব্যথা দেয়, তখন তা অবহেলা করা উচিত নয়। যতক্ষণ না কেউ সমস্যার আসল কারণ খুঁজে বের করতে পারে, ততক্ষণ বিভিন্ন চিকিৎসকের কাছে যেতে হবে।’
তিনি মনে করিয়ে দেন, ‘সামান্য ব্যথাও হতে পারে বড় কোনো সমস্যার পূর্বাভাস।’

যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী গাজা সংঘাত নিরসনে হামাসের সঙ্গে ২০ দফার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অগ্রগতির মধ্যেই গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় গত বুধবার মধ্যপ্রাচ্যের মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দেন।
১৪ মিনিট আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে দেশটির সরকার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের হুমকির মুখে এক তরুণের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান চালানোর অবস্থান থেকে খানিকটা সরে এসেছেন।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা দেয়। স্থগিতের তালিকায় প্রথমেই রয়েছে পরিবারভিত্তিক অভিবাসী ভিসা। এর আওতায়—মার্কিন নাগরিকের স্বামী/স্ত্রীর ভিসা (আইআর-১, সিআর-১), বাগদত্ত/বাগদত্তা ভিসা (কে-১), মার্কিন নাগরিকের পরিবারের সদস্যদের ভিসা (আইআর-২, আইআর-৫, এফ-১, এফ-৩ ও এফ-৪)...
১০ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ–সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম মাত্র একদিনেই ৪ শতাংশের বেশি কমে গেছে।
১০ ঘণ্টা আগে