
করোনার থাবায় দীর্ঘদিন বন্ধ ছিল বিভিন্ন হোটেল-মোটেল, রিসোর্ট ও বিনোদনকেন্দ্র। করোনার ধকল কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে পর্যটন খাত। কিন্তু এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা করোনা-পরবর্তী সময়ে এসে পড়েছেন আরেক সংকটে।
করোনার সময় অনেক কর্মীকে ছাঁটাই করতে হয়েছে আবার অনেকে বেতন না পেয়ে বাধ্য হয়ে ছেড়েছেন চাকরি। ফলে করোনা-পরবর্তী সময়ে যখন পর্যটন খাত চাঙা হয়েছে তখন দেখা দিয়েছে কর্মিসংকট।
কর্মিসংকট মোকাবিলায় এখন অভিজ্ঞতা ও সিভি ছাড়াই বিশ্বের অনেক নামীদামি হোটেলে চাকরির সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু এতেও সাড়া মিলছে না। কেননা, এরই মধ্যে অনেকেই চাকরি ছেড়ে যুক্ত হয়ে গেছেন অন্য পেশায়।
আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শীর্ষস্থানীয় ইউরোপীয় নামীদামি হোটেলগুলো কর্মিসংকটের মুখে এখন অভিজ্ঞতা ও সিভি ছাড়াই জনবল নিয়োগ দিচ্ছে। সেসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তাঁরা জানান, নতুন জনবল নিয়োগ ছাড়া করোনা-পরবর্তী সময়ে ভ্রমণের চাহিদা মেটানো সম্ভব না।
গত মাসে কাতার ইকোনমিক ফোরামে ইউরোপের বৃহত্তম হোটেল অ্যাকরের প্রধান নির্বাহী সেবাস্তিয়ান বাজিন রয়টার্সকে বলেন, ‘যাঁরা এর আগে এ খাতে কাজ করেননি এমন কর্মীদের নিয়োগের বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘বিশ্বব্যাপী আমাদের ৩৫ হাজার কর্মী প্রয়োজন।’
সেবাস্তিয়ান বাজিন বলেন, ‘অভিজ্ঞতা ও সিভি ছাড়াই জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে নিয়োগ দেওয়া হচ্ছে। নতুন নিয়োগপ্রাপ্তদের ছয় ঘণ্টার প্রশিক্ষণ দিয়ে কাজ শেখানো হচ্ছে।’
কর্মী নিয়োগ দিতে হোটেলগুলো এখন আগের চেয়ে বেশি বেতনে চাকরির অফার দিচ্ছে এবং যাতায়াত, স্বাস্থ্যবিমা, বোনাসসহ নানান সুযোগ-সুবিধা দিচ্ছে।
লিসবনের অন্যতম আইকনিক হোটেল মুন্ডিয়ালের অপারেশন ডিরেক্টর বলেছেন, ‘আমরা যদি কর্মী নিয়োগ দিতে না পারি, তাহলে আমরা পর্যটকদের সব সেবা দিতে পারব না। আমাদের কার্যক্রম পরিধি ছোট করে আনতে হবে।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্পেনে ২ লাখ কর্মী এবং পর্তুগালে ১৫ হাজার কর্মীর প্রয়োজন। পুরোনো কর্মীদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। স্পেনের বার, রেস্তোরাঁগুলোতে গত বছরের তুলনায় কর্মীদের বেতন ৬০ শতাংশ বাড়ানো হয়েছে।

করোনার থাবায় দীর্ঘদিন বন্ধ ছিল বিভিন্ন হোটেল-মোটেল, রিসোর্ট ও বিনোদনকেন্দ্র। করোনার ধকল কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে পর্যটন খাত। কিন্তু এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা করোনা-পরবর্তী সময়ে এসে পড়েছেন আরেক সংকটে।
করোনার সময় অনেক কর্মীকে ছাঁটাই করতে হয়েছে আবার অনেকে বেতন না পেয়ে বাধ্য হয়ে ছেড়েছেন চাকরি। ফলে করোনা-পরবর্তী সময়ে যখন পর্যটন খাত চাঙা হয়েছে তখন দেখা দিয়েছে কর্মিসংকট।
কর্মিসংকট মোকাবিলায় এখন অভিজ্ঞতা ও সিভি ছাড়াই বিশ্বের অনেক নামীদামি হোটেলে চাকরির সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু এতেও সাড়া মিলছে না। কেননা, এরই মধ্যে অনেকেই চাকরি ছেড়ে যুক্ত হয়ে গেছেন অন্য পেশায়।
আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শীর্ষস্থানীয় ইউরোপীয় নামীদামি হোটেলগুলো কর্মিসংকটের মুখে এখন অভিজ্ঞতা ও সিভি ছাড়াই জনবল নিয়োগ দিচ্ছে। সেসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তাঁরা জানান, নতুন জনবল নিয়োগ ছাড়া করোনা-পরবর্তী সময়ে ভ্রমণের চাহিদা মেটানো সম্ভব না।
গত মাসে কাতার ইকোনমিক ফোরামে ইউরোপের বৃহত্তম হোটেল অ্যাকরের প্রধান নির্বাহী সেবাস্তিয়ান বাজিন রয়টার্সকে বলেন, ‘যাঁরা এর আগে এ খাতে কাজ করেননি এমন কর্মীদের নিয়োগের বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘বিশ্বব্যাপী আমাদের ৩৫ হাজার কর্মী প্রয়োজন।’
সেবাস্তিয়ান বাজিন বলেন, ‘অভিজ্ঞতা ও সিভি ছাড়াই জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে নিয়োগ দেওয়া হচ্ছে। নতুন নিয়োগপ্রাপ্তদের ছয় ঘণ্টার প্রশিক্ষণ দিয়ে কাজ শেখানো হচ্ছে।’
কর্মী নিয়োগ দিতে হোটেলগুলো এখন আগের চেয়ে বেশি বেতনে চাকরির অফার দিচ্ছে এবং যাতায়াত, স্বাস্থ্যবিমা, বোনাসসহ নানান সুযোগ-সুবিধা দিচ্ছে।
লিসবনের অন্যতম আইকনিক হোটেল মুন্ডিয়ালের অপারেশন ডিরেক্টর বলেছেন, ‘আমরা যদি কর্মী নিয়োগ দিতে না পারি, তাহলে আমরা পর্যটকদের সব সেবা দিতে পারব না। আমাদের কার্যক্রম পরিধি ছোট করে আনতে হবে।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্পেনে ২ লাখ কর্মী এবং পর্তুগালে ১৫ হাজার কর্মীর প্রয়োজন। পুরোনো কর্মীদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। স্পেনের বার, রেস্তোরাঁগুলোতে গত বছরের তুলনায় কর্মীদের বেতন ৬০ শতাংশ বাড়ানো হয়েছে।

ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
২১ মিনিট আগে
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং কোনো ধরনের ‘ভুল-বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা’ এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভারতীয় সশস্ত্র বাহিনীর বার্ষিক সং
৩৪ মিনিট আগে
তাঁর এই মন্তব্য শুধু সংবেদনশীল সময়ে বিজয়ের পাশে দাঁড়ানোই নয়, একই সঙ্গে জল্পনা আরও জোরদার করেছে যে—রাজ্যে ক্ষমতাসীন দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগামের (ডিএমকে) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেও কংগ্রেস হয়তো বিজয়ের দল তামিলগা ভেত্রি কড়গম বা টিভিকের সঙ্গে রাজনৈতিক সমঝোতার পথ খোলা রাখছে।
২ ঘণ্টা আগে
অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিবাসনের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে ২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে শিক্ষার্থী ভিসা রয়েছে প্রায় ৮ হাজারের বেশি। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্টেট ডিপার্টমেন্ট জানায়...
৫ ঘণ্টা আগে