আজকের পত্রিকা ডেস্ক

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে ‘সুপরিকল্পিত’ এক হামলায় নিহত হয়েছেন প্রখ্যাত জাতীয়তাবাদী রাজনীতিক ও সংসদ সদস্য আন্দ্রি পারুবি। স্থানীয় সময় শনিবারের (৩০ আগস্ট) এই হত্যাকাণ্ডকে পুলিশ ‘পূর্বপরিকল্পিত’ বলে উল্লেখ করেছে। এই ঘটনায় এখনো হামলাকারীকে শনাক্ত করা যায়নি।
লভিভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ম্যাকসিম কজিৎসকির তথ্যমতে, ৫৪ বছর বয়সী পারুবিকে একাধিকবার গুলি করা হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান, চিকিৎসাকর্মীরা পৌঁছানোর আগেই। পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারী একটি ছোট ব্যারেলের আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এবং পরিকল্পিতভাবে ঘটনাস্থল ত্যাগ করে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যমে এই হত্যাকাণ্ডকে ‘ভয়াবহ’ ও ‘সুপরিকল্পিত’ আখ্যা দিয়ে বলেন—ঘটনাটি শুধু ব্যক্তিকে নয়, বরং দেশের ভাবমূর্তিকেও আঘাত করেছে। ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো মন্তব্য করেছেন, ‘এটি শুধু একজন মানুষকে হত্যার ঘটনা নয়, বরং সেনাবাহিনী, ভাষা, বিশ্বাস এবং ইউক্রেনের হৃদয়ে গুলি চালানো হয়েছে।’
রোববার (৩১ আগস্ট) সিএনএন জানিয়েছে, ঘটনাস্থলে ফরেনসিক টিম ও পুলিশ সদস্যরা কাজ করছেন। রয়টার্সের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, নিহতের দেহের পাশে একটি ব্যাগ ও চশমা পড়ে আছে।
আন্দ্রি পারুবি দীর্ঘদিন ধরে ইউক্রেনের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় তিনি সোশ্যাল-ন্যাশনাল পার্টির সহপ্রতিষ্ঠাতা ছিলেন। পরবর্তীতে দলটি ছেড়ে তিনি সংসদ সদস্য হিসেবে ২০০৭ সাল থেকে দায়িত্ব পালন করেন।
২০০৪ সালের অরেঞ্জ রেভল্যুশন ও ২০১৩ সালের মাইদান বিপ্লবে তিনি সক্রিয় নেতৃত্ব দেন। মাইদান আন্দোলনে তিনি কিয়েভের স্বাধীনতা স্কয়ারে যে বিশাল তাঁবু শহর গড়ে উঠেছিল, তার প্রধান সংগঠক ছিলেন।
২০১৪ সালে তিনি ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তিনি ইউক্রেনীয় ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার আইনে স্বাক্ষর করেছিলেন এবং দিনটিকে ‘ঐতিহাসিক দিন’ বলে আখ্যা দেন।
ইউরোপীয় পার্লামেন্টের সভাপতি রবার্টা মেটসোলা শোক প্রকাশ করে তিনি এই হত্যাকাণ্ডে ‘গভীরভাবে মর্মাহত’ বলে জানিয়েছেন। এ ছাড়া এস্তোনিয়া ও পোল্যান্ড থেকেও শোকবার্তা পাঠানো হয়েছে।
ইউক্রেনের এমপি ইরিনা গেরাশচেঙ্কো পারুবির হত্যাকাণ্ডকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন—পারুবি ছিলেন নীতিবান, দেশপ্রেমিক ও দৃঢ়চেতা মানুষ।

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে ‘সুপরিকল্পিত’ এক হামলায় নিহত হয়েছেন প্রখ্যাত জাতীয়তাবাদী রাজনীতিক ও সংসদ সদস্য আন্দ্রি পারুবি। স্থানীয় সময় শনিবারের (৩০ আগস্ট) এই হত্যাকাণ্ডকে পুলিশ ‘পূর্বপরিকল্পিত’ বলে উল্লেখ করেছে। এই ঘটনায় এখনো হামলাকারীকে শনাক্ত করা যায়নি।
লভিভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ম্যাকসিম কজিৎসকির তথ্যমতে, ৫৪ বছর বয়সী পারুবিকে একাধিকবার গুলি করা হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান, চিকিৎসাকর্মীরা পৌঁছানোর আগেই। পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারী একটি ছোট ব্যারেলের আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এবং পরিকল্পিতভাবে ঘটনাস্থল ত্যাগ করে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যমে এই হত্যাকাণ্ডকে ‘ভয়াবহ’ ও ‘সুপরিকল্পিত’ আখ্যা দিয়ে বলেন—ঘটনাটি শুধু ব্যক্তিকে নয়, বরং দেশের ভাবমূর্তিকেও আঘাত করেছে। ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো মন্তব্য করেছেন, ‘এটি শুধু একজন মানুষকে হত্যার ঘটনা নয়, বরং সেনাবাহিনী, ভাষা, বিশ্বাস এবং ইউক্রেনের হৃদয়ে গুলি চালানো হয়েছে।’
রোববার (৩১ আগস্ট) সিএনএন জানিয়েছে, ঘটনাস্থলে ফরেনসিক টিম ও পুলিশ সদস্যরা কাজ করছেন। রয়টার্সের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, নিহতের দেহের পাশে একটি ব্যাগ ও চশমা পড়ে আছে।
আন্দ্রি পারুবি দীর্ঘদিন ধরে ইউক্রেনের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় তিনি সোশ্যাল-ন্যাশনাল পার্টির সহপ্রতিষ্ঠাতা ছিলেন। পরবর্তীতে দলটি ছেড়ে তিনি সংসদ সদস্য হিসেবে ২০০৭ সাল থেকে দায়িত্ব পালন করেন।
২০০৪ সালের অরেঞ্জ রেভল্যুশন ও ২০১৩ সালের মাইদান বিপ্লবে তিনি সক্রিয় নেতৃত্ব দেন। মাইদান আন্দোলনে তিনি কিয়েভের স্বাধীনতা স্কয়ারে যে বিশাল তাঁবু শহর গড়ে উঠেছিল, তার প্রধান সংগঠক ছিলেন।
২০১৪ সালে তিনি ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তিনি ইউক্রেনীয় ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার আইনে স্বাক্ষর করেছিলেন এবং দিনটিকে ‘ঐতিহাসিক দিন’ বলে আখ্যা দেন।
ইউরোপীয় পার্লামেন্টের সভাপতি রবার্টা মেটসোলা শোক প্রকাশ করে তিনি এই হত্যাকাণ্ডে ‘গভীরভাবে মর্মাহত’ বলে জানিয়েছেন। এ ছাড়া এস্তোনিয়া ও পোল্যান্ড থেকেও শোকবার্তা পাঠানো হয়েছে।
ইউক্রেনের এমপি ইরিনা গেরাশচেঙ্কো পারুবির হত্যাকাণ্ডকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন—পারুবি ছিলেন নীতিবান, দেশপ্রেমিক ও দৃঢ়চেতা মানুষ।

লোহিত সাগর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করেছে সোমালিয়া সরকার। গতকাল সোমবার মোগাদিসু সরকার এই ঘোষণা দিয়ে পারস্য উপসাগরীয় দেশটিকে তাদের সামরিক ঘাঁটি ও প্রধান বন্দর অবকাঠামো থেকে বহিষ্কার করেছে।
৫ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানে সামরিক হামলার হুমকি দেওয়া অব্যাহত রেখেছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মুখে ইরানি সরকার যখন ক্রমবর্ধমান চাপের মুখে, তখন প্রশাসন জানিয়েছে যে সম্ভাব্য বিভিন্ন বিকল্পের মধ্যে ‘বিমান হামলা’ অন্যতম।
৩২ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বাণিজ্য করা যেকোনো দেশের ওপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। দেশটিতে বিক্ষোভ সহিংসভাবে দমনের কারণে তেহরান সরকারের ওপর চাপ বাড়াতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৯ ঘণ্টা আগে