
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিটের বাগানে ইংরেজ ভাস্কর হেনরি মুরের তৈরি এক নারীর ভাস্কর্য বসানো হয়েছে। ভাস্কর্যটির পেছনে খরচ হয়েছে ১৫ লাখ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১৮ কোটি। দেশের অর্থনীতির ক্রান্তিলগ্নে সরকারের অর্থায়নে এই ভাস্কর্য বসানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে দেশটির জনগণ। ব্রিটিশ প্রধানমন্ত্রীর এমন ‘অপব্যয়’ করা নিয়ে চলছে সমালোচনা।
আজ রোববার দ্য সান নিউজ পেপারের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ‘ওয়ার্কিং মডেল ফর সিটেড ওমেন’ ভাস্কর্যটি ১৯৮০ সালে ইংরেজ ভাস্কর হেনরি মুরের তৈরি করা। যা নিলামে করদাতাদের অর্থায়নের টাকায় গত মাসে কেনে দেশটির সরকারি আর্ট কালেকশন বিভাগ। যুক্তরাজ্য যেখানে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতিসহ অর্থনীতির নানা জটিলতায় ভুগছে, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে সেই সময়ে এমন বিলাসিতা জনমনে ক্ষোভের সঞ্চার করেছে।
এ বিষয়ে এক বিশেষজ্ঞ দ্য সান নিউজ পেপারকে বলেন, ‘মুরের এই ভাস্কর্যটি খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ শিল্পকর্ম। তবে এই সময়ে এসে জনগণের টাকায় এই ভাস্কর্য বসানোকে নিঃসন্দেহে অপব্যয় হিসেবে বিবেচনা করা যায়।’
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, কোনো রাজনৈতিক ব্যক্তির সিদ্ধান্তে ভাস্কর্য বসানো হয়নি। গত বৃহস্পতিবার এটি বসানো হয়েছে। বিগত ৪০ বছর ধরে ১০ নং ডাউনিং স্ট্রিটে মুরের তৈরি ভাস্কর্য রয়েছে। মুরের মৃত্যুর পর এই ভাস্করের দাতব্য ফাউন্ডেশনের অনুরোধে মাঝে মাঝে সেগুলো পরিবর্তন করা হয়।
যুক্তরাজ্যের আর্ট কালেকশন বিভাগের মালিকানায় ১৪ হাজারের বেশি মূল্যবান শিল্পকর্ম রয়েছে। যা দেশটির বিভিন্ন সরকারি দপ্তর এবং বিশ্বের বিভিন্ন স্থানে রাখা আছে।
উল্লেখ্য, ইংরেজ ভাস্কর হেনরি মুর ১৯৮৬ সালে মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বেশ কয়েকটি বিশ্ব বিখ্যাত ভাস্কর্য তৈরি করে গেছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিটের বাগানে ইংরেজ ভাস্কর হেনরি মুরের তৈরি এক নারীর ভাস্কর্য বসানো হয়েছে। ভাস্কর্যটির পেছনে খরচ হয়েছে ১৫ লাখ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১৮ কোটি। দেশের অর্থনীতির ক্রান্তিলগ্নে সরকারের অর্থায়নে এই ভাস্কর্য বসানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে দেশটির জনগণ। ব্রিটিশ প্রধানমন্ত্রীর এমন ‘অপব্যয়’ করা নিয়ে চলছে সমালোচনা।
আজ রোববার দ্য সান নিউজ পেপারের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ‘ওয়ার্কিং মডেল ফর সিটেড ওমেন’ ভাস্কর্যটি ১৯৮০ সালে ইংরেজ ভাস্কর হেনরি মুরের তৈরি করা। যা নিলামে করদাতাদের অর্থায়নের টাকায় গত মাসে কেনে দেশটির সরকারি আর্ট কালেকশন বিভাগ। যুক্তরাজ্য যেখানে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতিসহ অর্থনীতির নানা জটিলতায় ভুগছে, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে সেই সময়ে এমন বিলাসিতা জনমনে ক্ষোভের সঞ্চার করেছে।
এ বিষয়ে এক বিশেষজ্ঞ দ্য সান নিউজ পেপারকে বলেন, ‘মুরের এই ভাস্কর্যটি খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ শিল্পকর্ম। তবে এই সময়ে এসে জনগণের টাকায় এই ভাস্কর্য বসানোকে নিঃসন্দেহে অপব্যয় হিসেবে বিবেচনা করা যায়।’
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, কোনো রাজনৈতিক ব্যক্তির সিদ্ধান্তে ভাস্কর্য বসানো হয়নি। গত বৃহস্পতিবার এটি বসানো হয়েছে। বিগত ৪০ বছর ধরে ১০ নং ডাউনিং স্ট্রিটে মুরের তৈরি ভাস্কর্য রয়েছে। মুরের মৃত্যুর পর এই ভাস্করের দাতব্য ফাউন্ডেশনের অনুরোধে মাঝে মাঝে সেগুলো পরিবর্তন করা হয়।
যুক্তরাজ্যের আর্ট কালেকশন বিভাগের মালিকানায় ১৪ হাজারের বেশি মূল্যবান শিল্পকর্ম রয়েছে। যা দেশটির বিভিন্ন সরকারি দপ্তর এবং বিশ্বের বিভিন্ন স্থানে রাখা আছে।
উল্লেখ্য, ইংরেজ ভাস্কর হেনরি মুর ১৯৮৬ সালে মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বেশ কয়েকটি বিশ্ব বিখ্যাত ভাস্কর্য তৈরি করে গেছেন।

সুইজারল্যান্ডের অভিজাত স্কি রিসোর্ট ক্র্যান-মন্টানায় থার্টিফার্স্ট নাইটের এক জনাকীর্ণ বারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ড পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ–আইপিএলে বাংলাদেশে ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ানোর কারণে বলিউড অভিনেতা ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে গাদ্দার বা দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
চলতি বছরের শুরুর দিকে ভারত-পাকিস্তানের মধ্যকার সামরিক সংঘাতের সময় যুদ্ধবিরতি অর্জনে মধ্যস্থতা করেছে চীন—এমনটাই দাবি করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তবে চীনের মধ্যস্থতার এই দাবি প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লির সরকারি সূত্রগুলো। কিন্তু কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো আসেনি।
৩ ঘণ্টা আগে
গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের আবহের মধ্যেই ২০২৫ সালে ৬৯ হাজারেরও বেশি নাগরিক দেশ ছেড়েছেন। গতকাল বুধবার প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) জানিয়েছে, এর ফলে টানা দ্বিতীয় বছরের মতো ইসরায়েলে অভিবাসনের ভারসাম্য ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে।
৫ ঘণ্টা আগে