
আসন্ন রমজানে তুরস্কের হায়া সোফিয়া মসজিদে তারাবিহর নামাজ অনুষ্ঠিত হবে। আর এটিই হতে যাচ্ছে হায়া সোফিয়ায় ৮৮ বছর পর প্রথম তারাবিহর নামাজ। তুরস্কের বার্তা সংস্থা আনাদলু এজেন্সি এবং টেলিভিশন চ্যানেল টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।
আনাদলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুলের হায়া সোফিয়া মসজিদটিকে ১৯৩৪ সালে জাদুঘরে রূপান্তর করা হয়েছিল। এরপর ২০২০ সালে এটিকে আবার মসজিদের মর্যাদা ফিরিয়ে দেয় তুরস্কের এরদোয়ান সরকার। সে বছরের ২৪ জুলাই নামাজের জন্য উন্মুক্ত করা হয় মসজিদটি।
দুই বছর আগে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেলে ঝুঁকি এড়াতে মসজিদটিতে নামাজ সাময়িক বন্ধ রাখা হয়। ফলে এই মসজিদে রমজানের সময় তারাবিহর নামাজ আদায়ের সুযোগ পাননি ধর্মপ্রাণ মুসলিমরা। এখন তুরস্কে বেশির ভাগ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে এবং মৃত্যুর সংখ্যা হ্রাস পাওয়ায় মসজিদটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার হায়া সোফিয়ায় প্রথম তারাবিহ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
মসজিদসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, পবিত্র রমজান মাসজুড়ে হায়া সোফিয়ায় নানা আয়োজন থাকবে।
হায়া সোফিয়া ৫৩২ খ্রিষ্টাব্দে নির্মিত হয়েছিল। তখন এটি ছিল একটি বৃহত্তম গির্জা। প্রায় ৯১৬ বছর এটি গির্জা হিসেবে ব্যবহৃত হয়েছে। পরে ১৪৫৩ সালে অটোমান শাসকদের ইস্তাম্বুল বিজয়ের পর এটিকে মসজিদে রূপান্তর করা হয়। পরে প্রায় ৫০০ বছর এটি মসজিদ হিসেবে ব্যবহৃত হয়েছে। ১৯৩৪ সালে এটিকে জাদুঘরে পরিণত করে তুরস্কের ধর্মনিরপেক্ষ সরকার। এরপর প্রায় ৮৬ বছর হায়া সোফিয়া ব্যবহৃত হয়েছে জাদুঘর হিসেবে।
২০২০ সালের ১০ জুলাই তুরস্কের আদালত হায়া সোফিয়াকে জাদুঘরের মর্যাদা বাতিল করে মসজিদে রূপান্তরের আদেশ দেন। মসজিদ ছাড়া অন্য কিছু হিসেবে এটির ব্যবহার অবৈধ বলেও জানান আদালত।
ওই বছরই প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান এক ভাষণে আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানান এবং ২৪ জুলাই প্রথম জুমার নামাজের জন্য মসজিদটি খুলে দেওয়ার ঘোষণা দেন।
হায়া সোফিয়াকে ১৯৮৫ সালে বিশ্ব ঐতিহ্য স্থাপনা হিসেবে ঘোষণা করেছে ইউনেসকো।

আসন্ন রমজানে তুরস্কের হায়া সোফিয়া মসজিদে তারাবিহর নামাজ অনুষ্ঠিত হবে। আর এটিই হতে যাচ্ছে হায়া সোফিয়ায় ৮৮ বছর পর প্রথম তারাবিহর নামাজ। তুরস্কের বার্তা সংস্থা আনাদলু এজেন্সি এবং টেলিভিশন চ্যানেল টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।
আনাদলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুলের হায়া সোফিয়া মসজিদটিকে ১৯৩৪ সালে জাদুঘরে রূপান্তর করা হয়েছিল। এরপর ২০২০ সালে এটিকে আবার মসজিদের মর্যাদা ফিরিয়ে দেয় তুরস্কের এরদোয়ান সরকার। সে বছরের ২৪ জুলাই নামাজের জন্য উন্মুক্ত করা হয় মসজিদটি।
দুই বছর আগে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেলে ঝুঁকি এড়াতে মসজিদটিতে নামাজ সাময়িক বন্ধ রাখা হয়। ফলে এই মসজিদে রমজানের সময় তারাবিহর নামাজ আদায়ের সুযোগ পাননি ধর্মপ্রাণ মুসলিমরা। এখন তুরস্কে বেশির ভাগ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে এবং মৃত্যুর সংখ্যা হ্রাস পাওয়ায় মসজিদটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার হায়া সোফিয়ায় প্রথম তারাবিহ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
মসজিদসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, পবিত্র রমজান মাসজুড়ে হায়া সোফিয়ায় নানা আয়োজন থাকবে।
হায়া সোফিয়া ৫৩২ খ্রিষ্টাব্দে নির্মিত হয়েছিল। তখন এটি ছিল একটি বৃহত্তম গির্জা। প্রায় ৯১৬ বছর এটি গির্জা হিসেবে ব্যবহৃত হয়েছে। পরে ১৪৫৩ সালে অটোমান শাসকদের ইস্তাম্বুল বিজয়ের পর এটিকে মসজিদে রূপান্তর করা হয়। পরে প্রায় ৫০০ বছর এটি মসজিদ হিসেবে ব্যবহৃত হয়েছে। ১৯৩৪ সালে এটিকে জাদুঘরে পরিণত করে তুরস্কের ধর্মনিরপেক্ষ সরকার। এরপর প্রায় ৮৬ বছর হায়া সোফিয়া ব্যবহৃত হয়েছে জাদুঘর হিসেবে।
২০২০ সালের ১০ জুলাই তুরস্কের আদালত হায়া সোফিয়াকে জাদুঘরের মর্যাদা বাতিল করে মসজিদে রূপান্তরের আদেশ দেন। মসজিদ ছাড়া অন্য কিছু হিসেবে এটির ব্যবহার অবৈধ বলেও জানান আদালত।
ওই বছরই প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান এক ভাষণে আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানান এবং ২৪ জুলাই প্রথম জুমার নামাজের জন্য মসজিদটি খুলে দেওয়ার ঘোষণা দেন।
হায়া সোফিয়াকে ১৯৮৫ সালে বিশ্ব ঐতিহ্য স্থাপনা হিসেবে ঘোষণা করেছে ইউনেসকো।

সৌদি আরবের শ্রমবাজারে স্থানীয় নাগরিকদের অংশীদারত্ব বাড়াতে এবং বেকারত্ব হ্রাসে বড় ধরনের এক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিপণন ও বিক্রয় সংক্রান্ত ১৮টি বিশেষ পেশায় এখন থেকে অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করেছে।
৪ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার দাবির বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের যে হুমকি তিনি দিয়েছেন, তা তিনি ‘শতভাগ’ বাস্তবায়ন করবেন। গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের পক্ষে ইউরোপীয় মিত্ররা একযোগে অবস্থান নিয়েছে।
১৬ মিনিট আগে
কানাডা ও যুক্তরাষ্ট্রের একটি যৌথ সামরিক কমান্ড নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) জানিয়েছে, শিগগির তাদের বিমান যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে পৌঁছাবে। গতকাল সোমবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এসব কার্যক্রম আগে থেকেই পরিকল্পিত ছিল।
৩ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দৃঢ়ভাবে বলেছেন যে, তুরস্ক ও কাতারের কোনো সেনাকে তিনি গাজায় পা রাখতে দেবেন না। এর কয়েক দিন আগেই হোয়াইট হাউস ঘোষণা দেয়, গাজার যুদ্ধ-পরবর্তী শাসনব্যবস্থা তদারকির জন্য গঠিত একটি গুরুত্বপূর্ণ কমিটিতে এই দুই দেশের কর্মকর্তারা থাকবেন।
৪ ঘণ্টা আগে