
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এক সপ্তাহে বিমানভ্রমণ বাবদ ৫ লাখ ইউরো ব্যয় করেছেন। গত বছরের নভেম্বরে ব্যক্তিগত উড়োজাহাজে ভ্রমণের সময় তিনি এই ব্যয় করেছেন বলে সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
গত বছরের ৬ নভেম্বর মিসরে অনুষ্ঠিত ‘কোপ ২৭’ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন ঋষি সুনাক। পরদিন তিনি আবার যুক্তরাজ্যে ফিরে আসেন। এতে তাঁর ব্যয় হয়েছিল ১ লাখ ৮ হাজার ইউরো। সম্মেলন শেষে করে ওই সপ্তাহেই জি ২০ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে যান সুনাক। ওই যাত্রায় তাঁর ব্যয় ৩ লাখ ৪০ হাজার ইউরো। এরপর ডিসেম্বরে লাটভিয়া ও এস্তোনিয়া ভ্রমণে গিয়েছিলেন ঋষি সুনাক। তখন মোট ব্যয় হয়েছিল ৬২ হাজার ৪৯৮ ইউরো, যার মধ্যে তাঁর ব্যক্তিগত খরচ ছিল ২ হাজার ৫০০ ইউরো।
ঋষি সুনাকের এসব ব্যয়কে ‘অপচয়’ হিসেবে আখ্যা দিয়েছে লেবার পার্টির এমপিদের পার্লামেন্টারি গ্রুপ লিবারেল ডেমোক্র্যাটস। এক টুইটার পোস্টে গ্রুপটি বলেছে, মানুষ যখন দৈনন্দিন জীবনযাপনের ব্যয় মেটাতে সংগ্রাম করছে, সেখানে প্রধানমন্ত্রী দুঃখজনকভাবে করদাতাদের অর্থ অপচয় করছেন।
তবে প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, ‘বিশ্বনেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতেই ঋষি সুনাক বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। নিরাপত্তা, প্রতিরক্ষা, বাণিজ্যসহ আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনা হয়েছে তাঁর। সুতরাং এসব ভ্রমণকে মোটেও অপচয় বলা যায় না।’
ঋষি সুনাকের সরকার সর্বশেষ বাজেটে দেশের জন্মহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে। এ ব্যাপারটি নিয়েও সমালোচনা করেছেন বিরোধী দলের এমপিরা। তাঁরা বলছেন, চাইল্ড কেয়ার ফার্মে ঋষি সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তির শেয়ার রয়েছে। সুতরাং এই বাজেটের মাধ্যমে তাঁর স্ত্রী উপকৃত হবেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এক সপ্তাহে বিমানভ্রমণ বাবদ ৫ লাখ ইউরো ব্যয় করেছেন। গত বছরের নভেম্বরে ব্যক্তিগত উড়োজাহাজে ভ্রমণের সময় তিনি এই ব্যয় করেছেন বলে সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
গত বছরের ৬ নভেম্বর মিসরে অনুষ্ঠিত ‘কোপ ২৭’ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন ঋষি সুনাক। পরদিন তিনি আবার যুক্তরাজ্যে ফিরে আসেন। এতে তাঁর ব্যয় হয়েছিল ১ লাখ ৮ হাজার ইউরো। সম্মেলন শেষে করে ওই সপ্তাহেই জি ২০ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে যান সুনাক। ওই যাত্রায় তাঁর ব্যয় ৩ লাখ ৪০ হাজার ইউরো। এরপর ডিসেম্বরে লাটভিয়া ও এস্তোনিয়া ভ্রমণে গিয়েছিলেন ঋষি সুনাক। তখন মোট ব্যয় হয়েছিল ৬২ হাজার ৪৯৮ ইউরো, যার মধ্যে তাঁর ব্যক্তিগত খরচ ছিল ২ হাজার ৫০০ ইউরো।
ঋষি সুনাকের এসব ব্যয়কে ‘অপচয়’ হিসেবে আখ্যা দিয়েছে লেবার পার্টির এমপিদের পার্লামেন্টারি গ্রুপ লিবারেল ডেমোক্র্যাটস। এক টুইটার পোস্টে গ্রুপটি বলেছে, মানুষ যখন দৈনন্দিন জীবনযাপনের ব্যয় মেটাতে সংগ্রাম করছে, সেখানে প্রধানমন্ত্রী দুঃখজনকভাবে করদাতাদের অর্থ অপচয় করছেন।
তবে প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, ‘বিশ্বনেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতেই ঋষি সুনাক বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। নিরাপত্তা, প্রতিরক্ষা, বাণিজ্যসহ আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনা হয়েছে তাঁর। সুতরাং এসব ভ্রমণকে মোটেও অপচয় বলা যায় না।’
ঋষি সুনাকের সরকার সর্বশেষ বাজেটে দেশের জন্মহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে। এ ব্যাপারটি নিয়েও সমালোচনা করেছেন বিরোধী দলের এমপিরা। তাঁরা বলছেন, চাইল্ড কেয়ার ফার্মে ঋষি সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তির শেয়ার রয়েছে। সুতরাং এই বাজেটের মাধ্যমে তাঁর স্ত্রী উপকৃত হবেন।

ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্নায়ুযুদ্ধ এখন সংঘাতের দোরগোড়ায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের সমর্থনে সামরিক হস্তক্ষেপের প্রচ্ছন্ন হুমকি দেওয়ার পর তেহরান সাফ জানিয়ে দিয়েছে, হামলা হলে তারা কেবল যুক্তরাষ্ট্র নয়, বরং যেসব প্রতিবেশী দেশে মার্কিন..
১৭ মিনিট আগে
দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযানে গাজা উপত্যকা আজ শিশুদের জন্য এক ভয়াবহ নরকে পরিণত হয়েছে। আহত, পঙ্গু ও মানসিকভাবে বিপর্যস্ত ফিলিস্তিনি শিশুরা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে—যেখানে শৈশব, শিক্ষা ও স্বপ্ন সবই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে।
২৭ মিনিট আগে
ভারতে ক্রমবর্ধমান অস্থিরতা ও সহিংসতার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত সরকার। বুধবার (১৪ জানুয়ারি) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক জরুরি পরামর্শ জারি করে শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকসহ সব ভারতীয় নাগরিককে সম্ভাব্য সব ধরনের
১ ঘণ্টা আগে
রাজ্যের বিদার জেলার তালামাদাগি সেতুর কাছ দিয়ে যাচ্ছিলেন সঞ্জুকুমার। এ সময় রাস্তার ওপর আড়াআড়িভাবে থাকা টানটান ঘুড়ির সুতায় তাঁর গলা গভীরভাবে কেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পরও তিনি কোনোমতে তাঁর মেয়ের নম্বরে কল করতে সক্ষম হন।
১ ঘণ্টা আগে