যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এক সপ্তাহে বিমানভ্রমণ বাবদ ৫ লাখ ইউরো ব্যয় করেছেন। গত বছরের নভেম্বরে ব্যক্তিগত উড়োজাহাজে ভ্রমণের সময় তিনি এই ব্যয় করেছেন বলে সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
গত বছরের ৬ নভেম্বর মিসরে অনুষ্ঠিত ‘কোপ ২৭’ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন ঋষি সুনাক। পরদিন তিনি আবার যুক্তরাজ্যে ফিরে আসেন। এতে তাঁর ব্যয় হয়েছিল ১ লাখ ৮ হাজার ইউরো। সম্মেলন শেষে করে ওই সপ্তাহেই জি ২০ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে যান সুনাক। ওই যাত্রায় তাঁর ব্যয় ৩ লাখ ৪০ হাজার ইউরো। এরপর ডিসেম্বরে লাটভিয়া ও এস্তোনিয়া ভ্রমণে গিয়েছিলেন ঋষি সুনাক। তখন মোট ব্যয় হয়েছিল ৬২ হাজার ৪৯৮ ইউরো, যার মধ্যে তাঁর ব্যক্তিগত খরচ ছিল ২ হাজার ৫০০ ইউরো।
ঋষি সুনাকের এসব ব্যয়কে ‘অপচয়’ হিসেবে আখ্যা দিয়েছে লেবার পার্টির এমপিদের পার্লামেন্টারি গ্রুপ লিবারেল ডেমোক্র্যাটস। এক টুইটার পোস্টে গ্রুপটি বলেছে, মানুষ যখন দৈনন্দিন জীবনযাপনের ব্যয় মেটাতে সংগ্রাম করছে, সেখানে প্রধানমন্ত্রী দুঃখজনকভাবে করদাতাদের অর্থ অপচয় করছেন।
তবে প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, ‘বিশ্বনেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতেই ঋষি সুনাক বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। নিরাপত্তা, প্রতিরক্ষা, বাণিজ্যসহ আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনা হয়েছে তাঁর। সুতরাং এসব ভ্রমণকে মোটেও অপচয় বলা যায় না।’
ঋষি সুনাকের সরকার সর্বশেষ বাজেটে দেশের জন্মহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে। এ ব্যাপারটি নিয়েও সমালোচনা করেছেন বিরোধী দলের এমপিরা। তাঁরা বলছেন, চাইল্ড কেয়ার ফার্মে ঋষি সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তির শেয়ার রয়েছে। সুতরাং এই বাজেটের মাধ্যমে তাঁর স্ত্রী উপকৃত হবেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষা থেকে মস্কোকে দূরে সরিয়ে রেখেছেন। তিনি বলেছেন, ‘এটি মস্কোর বিষয় নয়।’ তাঁর মতে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো (উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট) মিত্ররা এই বিষয়টি নিজেদের মধ্যে মিটিয়ে নেবে।
৬ মিনিট আগে
গাজা উপত্যকায় গতকাল বুধবার ভোরের পর থেকে ইসরায়েলি হামলায় দুই শিশু এবং তিন সাংবাদিকসহ অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ৬ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৮ মিনিট আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি শক্তিশালী ‘সনিক উইপন’ (শব্দাস্ত্র) ব্যবহার করেছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অস্ত্রটি বিশেষ। এটা আর কারও কাছে নেই। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির...
৮ ঘণ্টা আগে
গত বছরের জুলাইয়ে স্কটল্যান্ডের টার্নবেরিতে ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মূল লক্ষ্য ছিল ইউরোপীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা এবং লবস্টারসহ (একধরনের সামুদ্রিক মাছে) নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের
১০ ঘণ্টা আগে