
হাম্পব্যাক প্রজাতির একটি তিমি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘ এবং অস্বাভাবিক অভিবাসনের এক নজির স্থাপন করেছে। বিজ্ঞানীরা ধারণা করছেন, জলবায়ু পরিবর্তনের ফলেই এমনটি ঘটতে পারে।
বুধবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ২০১৭ সালে ওই তিমিটিকে দেখা গিয়েছিল প্রশান্ত মহাসাগরের কলম্বিয়া উপকূলে। কয়েক বছর পর ২০২২ সালে এটিকে ভারত মহাসাগরের জানজিবার উপকূলে দেখা যায়। এই দুটি অবস্থানের দূরত্ব কমপক্ষে ১৩ হাজার কিলোমিটার।
বিজ্ঞানীরা ধারণা করছেন, এই অভূতপূর্ব যাত্রার কারণ হতে পারে জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্যের অভাব বা সঙ্গী খোঁজার এক অজানা চেষ্টা।
তানজানিয়া সিটাসিয়ানস প্রোগ্রামের একাতেরিনা কালাশনিকোভা বলেন, ‘এই যাত্রা অত্যন্ত চমকপ্রদ। এমনকি এই উচ্চ অভিবাসনক্ষম প্রজাতির জন্যও এটি অস্বাভাবিক।’
কালাশনিকোভা জানান, হাম্পব্যাক তিমির ওই যাত্রাটি সম্ভবত এখন পর্যন্ত এই প্রজাতির তিমির রেকর্ডকৃত দীর্ঘতম যাত্রা।
হাম্পব্যাক তিমি পৃথিবীর সব মহাসাগরেই বসবাস করে। তারা প্রতিবছর দীর্ঘ দূরত্ব অতিক্রম করে এবং স্থলচর প্রাণীদের মধ্যে সবচেয়ে দীর্ঘ অভিবাসনের রেকর্ডও তাদের রয়েছে। সাধারণত এরা গ্রীষ্মমণ্ডলীয় প্রজনন এলাকা থেকে খাদ্যের প্রাচুর্য থাকা ঠান্ডা অঞ্চলের দিকে যায়।
তবে এই তিমিটির যাত্রা আরও বিস্ময়কর। এটি দুটি ভিন্ন প্রজনন ক্ষেত্র অতিক্রম করেছে। ঠিক কী কারণে এমনটি ঘটেছে, সেই সম্পর্কে দুটি তত্ত্ব আছে। প্রথম তত্ত্বটি বলছে, জলবায়ু পরিবর্তন হাম্পব্যাক তিমিদের প্রধান খাদ্য, ছোট চিংড়ির মতো ক্রিলের সরবরাহ কমিয়ে দিচ্ছে। ফলে খাদ্যের সন্ধানে তাদের আরও দূরে যেতে হচ্ছে।
দ্বিতীয় তত্ত্বটি হলো—বিশ্বব্যাপী সংরক্ষণ প্রচেষ্টার মাধ্যমে তিমির সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে তারা এখন নতুন প্রজনন ক্ষেত্র খুঁজে দেখছে।
এ বিষয়ে কালাশনিকোভা বলেন, ‘মূল কারণ এখনো অজানা। তবে সম্ভাব্য চালিকাশক্তির মধ্যে রয়েছে জলবায়ুর বৈশ্বিক পরিবর্তন, পরিবেশগত দুর্যোগ বা চরম ঘটনাগুলো (যা এখন বেশি ঘনঘন ঘটে) এবং প্রজাতির বিবর্তন প্রক্রিয়া।’
জানা গেছে, কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে একটি গবেষণা জাহাজ থেকে ২০১৩ সালে এই তিমিটির ছবি তুলেছিলেন বিজ্ঞানীরা। পরে ২০১৭ সালে একই এলাকায় এটিকে দেখা গিয়েছিল। ২০২২ সালে জানজিবারে এটির খোঁজ মেলে।
সম্ভাব্য ন্যূনতম যাত্রাপথের হিসেবে তিমিটির এই তিন অবস্থানের মধ্যে ১৩ হাজার ৪৬ কিলোমিটার দূরত্ব ছিল।
বিবিসি এই গবেষণার তথ্য সংগ্রহ করেছে ‘হ্যাপিহোয়েল ডটকম’ নামে একটি ওয়েবসাইট থেকে, যেখানে গবেষক, তিমি পর্যবেক্ষক এবং সাধারণ মানুষ তিমির ছবি জমা দেন।
তিমির লেজ বা ফ্লুকের আকার ও নকশা নির্ধারণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই ডাটাবেসটি তিমিদের বৈশ্বিক গতিবিধি ট্র্যাক করে। রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স জার্নালে সম্প্রতি গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।

হাম্পব্যাক প্রজাতির একটি তিমি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘ এবং অস্বাভাবিক অভিবাসনের এক নজির স্থাপন করেছে। বিজ্ঞানীরা ধারণা করছেন, জলবায়ু পরিবর্তনের ফলেই এমনটি ঘটতে পারে।
বুধবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ২০১৭ সালে ওই তিমিটিকে দেখা গিয়েছিল প্রশান্ত মহাসাগরের কলম্বিয়া উপকূলে। কয়েক বছর পর ২০২২ সালে এটিকে ভারত মহাসাগরের জানজিবার উপকূলে দেখা যায়। এই দুটি অবস্থানের দূরত্ব কমপক্ষে ১৩ হাজার কিলোমিটার।
বিজ্ঞানীরা ধারণা করছেন, এই অভূতপূর্ব যাত্রার কারণ হতে পারে জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্যের অভাব বা সঙ্গী খোঁজার এক অজানা চেষ্টা।
তানজানিয়া সিটাসিয়ানস প্রোগ্রামের একাতেরিনা কালাশনিকোভা বলেন, ‘এই যাত্রা অত্যন্ত চমকপ্রদ। এমনকি এই উচ্চ অভিবাসনক্ষম প্রজাতির জন্যও এটি অস্বাভাবিক।’
কালাশনিকোভা জানান, হাম্পব্যাক তিমির ওই যাত্রাটি সম্ভবত এখন পর্যন্ত এই প্রজাতির তিমির রেকর্ডকৃত দীর্ঘতম যাত্রা।
হাম্পব্যাক তিমি পৃথিবীর সব মহাসাগরেই বসবাস করে। তারা প্রতিবছর দীর্ঘ দূরত্ব অতিক্রম করে এবং স্থলচর প্রাণীদের মধ্যে সবচেয়ে দীর্ঘ অভিবাসনের রেকর্ডও তাদের রয়েছে। সাধারণত এরা গ্রীষ্মমণ্ডলীয় প্রজনন এলাকা থেকে খাদ্যের প্রাচুর্য থাকা ঠান্ডা অঞ্চলের দিকে যায়।
তবে এই তিমিটির যাত্রা আরও বিস্ময়কর। এটি দুটি ভিন্ন প্রজনন ক্ষেত্র অতিক্রম করেছে। ঠিক কী কারণে এমনটি ঘটেছে, সেই সম্পর্কে দুটি তত্ত্ব আছে। প্রথম তত্ত্বটি বলছে, জলবায়ু পরিবর্তন হাম্পব্যাক তিমিদের প্রধান খাদ্য, ছোট চিংড়ির মতো ক্রিলের সরবরাহ কমিয়ে দিচ্ছে। ফলে খাদ্যের সন্ধানে তাদের আরও দূরে যেতে হচ্ছে।
দ্বিতীয় তত্ত্বটি হলো—বিশ্বব্যাপী সংরক্ষণ প্রচেষ্টার মাধ্যমে তিমির সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে তারা এখন নতুন প্রজনন ক্ষেত্র খুঁজে দেখছে।
এ বিষয়ে কালাশনিকোভা বলেন, ‘মূল কারণ এখনো অজানা। তবে সম্ভাব্য চালিকাশক্তির মধ্যে রয়েছে জলবায়ুর বৈশ্বিক পরিবর্তন, পরিবেশগত দুর্যোগ বা চরম ঘটনাগুলো (যা এখন বেশি ঘনঘন ঘটে) এবং প্রজাতির বিবর্তন প্রক্রিয়া।’
জানা গেছে, কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে একটি গবেষণা জাহাজ থেকে ২০১৩ সালে এই তিমিটির ছবি তুলেছিলেন বিজ্ঞানীরা। পরে ২০১৭ সালে একই এলাকায় এটিকে দেখা গিয়েছিল। ২০২২ সালে জানজিবারে এটির খোঁজ মেলে।
সম্ভাব্য ন্যূনতম যাত্রাপথের হিসেবে তিমিটির এই তিন অবস্থানের মধ্যে ১৩ হাজার ৪৬ কিলোমিটার দূরত্ব ছিল।
বিবিসি এই গবেষণার তথ্য সংগ্রহ করেছে ‘হ্যাপিহোয়েল ডটকম’ নামে একটি ওয়েবসাইট থেকে, যেখানে গবেষক, তিমি পর্যবেক্ষক এবং সাধারণ মানুষ তিমির ছবি জমা দেন।
তিমির লেজ বা ফ্লুকের আকার ও নকশা নির্ধারণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই ডাটাবেসটি তিমিদের বৈশ্বিক গতিবিধি ট্র্যাক করে। রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স জার্নালে সম্প্রতি গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।

সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
২৭ মিনিট আগে
যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
২ ঘণ্টা আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
৩ ঘণ্টা আগে
চীনা কিছু অনলাইন ব্যবহারকারী তাইওয়ানের নেতাদের ভেনেজুয়েলা ধাঁচের বজ্রগতির অভিযান চালিয়ে ধরে আনার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষক, গবেষক ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন—চীনের আধুনিকায়ন পথে সেনাবাহিনী এখনো সে পর্যায়ে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগে