
যুক্তরাজ্যে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে ইউক্রেন অভিযান ইস্যুতে ফোনালাপে তিনি এমন হুমকি দেন বলে জানিয়েছেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বিবিসির এক প্রামাণ্যচিত্রে এ তথ্য প্রকাশ্যে আসে।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বরিস জনসন বলেন, পুতিন হুমকি দিয়ে বলেছিলেন, যুক্তরাজ্যে ক্ষেপণাস্ত্র হামলা করতে রাশিয়ার মাত্র এক মিনিট লাগবে। পুতিন এত স্বাভাবিকভাবে বলছিলেন কথাগুলো যে, কোনোভাবেই একে মজা হিসেবে মনে হয়নি। বিষয়টি নিয়ে জনসন আর কথা বাড়াননি।
সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পুতিনের এমন হুমকির পর আমার মনে হলো, তিনি যে নির্ভার ভঙ্গিতে কথা বলছেন তাতে স্পষ্ট যে তিনি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। তিনি কেবল যুদ্ধ নিয়ে আলোচনার মাধ্যমে আমার মনোভাব নিয়ে খেলছিলেন।’
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও জানান, ইউক্রেনে আক্রমণের বিষয়ে পুতিনকে সতর্ক করেছিলেন তিনি। হামলা হলে তা আক্ষরিক অর্থেই বিপর্যয় ডেকে আনবে বলে বোঝানোর চেষ্টা করেন। এমন পদক্ষেপে আরও পশ্চিমা নিষেধাজ্ঞা ও রুশ সীমান্তে ন্যাটো সেনা সমাবেশ করার বিষয়ে সতর্ক করেন বলে জানান বরিস।
ন্যাটোতে ইউক্রেনের যোগদানের সম্ভাবনায় দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন ছিলেন পুতিন। ফোনালাপে পুতিনকে জনসন বলেন, অদূর ভবিষ্যতেও ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না। মূলত পুতিনকে যুদ্ধের পথ থেকে সরিয়ে আনার চেষ্টা করেছিলেন জনসন।
গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া যখন ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে তখন থেকেই দৃঢ়ভাবে কিয়েভকে সমর্থন দিয়ে আসছেন বরিস জনসন। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নিয়মিত জেলেনস্কির সঙ্গে টেলিফোনে যোগাযোগ রাখতেন বরিস। সবশেষ গেল ২২ জানুয়ারি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফর করেন সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী।

যুক্তরাজ্যে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে ইউক্রেন অভিযান ইস্যুতে ফোনালাপে তিনি এমন হুমকি দেন বলে জানিয়েছেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বিবিসির এক প্রামাণ্যচিত্রে এ তথ্য প্রকাশ্যে আসে।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বরিস জনসন বলেন, পুতিন হুমকি দিয়ে বলেছিলেন, যুক্তরাজ্যে ক্ষেপণাস্ত্র হামলা করতে রাশিয়ার মাত্র এক মিনিট লাগবে। পুতিন এত স্বাভাবিকভাবে বলছিলেন কথাগুলো যে, কোনোভাবেই একে মজা হিসেবে মনে হয়নি। বিষয়টি নিয়ে জনসন আর কথা বাড়াননি।
সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পুতিনের এমন হুমকির পর আমার মনে হলো, তিনি যে নির্ভার ভঙ্গিতে কথা বলছেন তাতে স্পষ্ট যে তিনি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। তিনি কেবল যুদ্ধ নিয়ে আলোচনার মাধ্যমে আমার মনোভাব নিয়ে খেলছিলেন।’
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও জানান, ইউক্রেনে আক্রমণের বিষয়ে পুতিনকে সতর্ক করেছিলেন তিনি। হামলা হলে তা আক্ষরিক অর্থেই বিপর্যয় ডেকে আনবে বলে বোঝানোর চেষ্টা করেন। এমন পদক্ষেপে আরও পশ্চিমা নিষেধাজ্ঞা ও রুশ সীমান্তে ন্যাটো সেনা সমাবেশ করার বিষয়ে সতর্ক করেন বলে জানান বরিস।
ন্যাটোতে ইউক্রেনের যোগদানের সম্ভাবনায় দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন ছিলেন পুতিন। ফোনালাপে পুতিনকে জনসন বলেন, অদূর ভবিষ্যতেও ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না। মূলত পুতিনকে যুদ্ধের পথ থেকে সরিয়ে আনার চেষ্টা করেছিলেন জনসন।
গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া যখন ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে তখন থেকেই দৃঢ়ভাবে কিয়েভকে সমর্থন দিয়ে আসছেন বরিস জনসন। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নিয়মিত জেলেনস্কির সঙ্গে টেলিফোনে যোগাযোগ রাখতেন বরিস। সবশেষ গেল ২২ জানুয়ারি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফর করেন সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী।

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
৩ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
৩ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদি-বিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদি-বিদ্বেষী ঘি ঢালার সমান।
৪ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
৬ ঘণ্টা আগে